টুকরো খবর
অসমগামী রাতের ট্রেন চালু থাকবে
স্বাধীনতা দিবসে রাতে উত্তরবঙ্গ থেকে অসমে ট্রেন যাতায়াত করবে। স্বাধীনতা দিবসের আগে কিংবা পরে রেল লাইনে জঙ্গিদের নাশকতার জেরে গত কয়েক বছর ধরে রাতে উত্তরবঙ্গ থেকে অসমে ট্রেন চলাচল বন্ধ রাখা হত। তবে এদিন থেকেই আলিপুরদয়ার থেকে অসমগামী সমস্ত রেল লাইনে নজরদারির কাজ চলছে। রেল স্টেশনে জিআরপি, আরপিএফ, আরপিএসএফ জওয়ান ও ডগ স্কোয়াড নাশকতা এড়াতে নজরদারি চালাচ্ছে। বাসস্ট্যান্ড এবং বিভিন্ন বাজারেও চলছে নজরদারি। জাতীয় সড়কে দূরপাল্লার গাড়ি দাঁড় করিয়ে পরীক্ষা করা হচ্ছে। মহকুমার বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে বিভিন্ন চেকিংয়ের পাশাপাশি মোতায়ন করা হয়েছে সাদা পোশাকের পুলিশ। তা ছাড়া রেল সেতুতেও নজরদারি চলছে।

বাঁধার সময় ফেটে বোমায় জখম তিন
বোমা বাঁধতে গিয়ে ফেটে তিন জন জখম হয়েছেন। মঙ্গলবার ভোরে মালদহের বৈষ্ণবনগর থানার পারদেওনাপুরের দেওনাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। জখমদের মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ সূত্রের খবর, এলাকায় দুটি দুষ্কৃতীদের দলের গোলমাল রয়েছে। দেওনাপুরে কয়েক বছর আগে এক তৃণমূল কর্মীর বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। সেই সময় অভিযোগ উঠেছিল, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। পুলিশ ঘটনার তদন্তে নামে। সেই রেষারেষির জেরেই মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে বলেই বাসিন্দারা পুলিশকে জানান। এলাকায় যে ব্যক্তির বাড়িতে বোমা ফেটে তাঁকেও খুঁজছে পুলিশ। ঘটনায় রাজনৈতিক রংও লেগেছে।

মোটর সাইকেলের বাক্স ভেঙে লুঠপাট
পর পর দুটি মোটর বাইকের বাক্স ভেঙে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে বালুরঘাট থানার পতিরাম এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় গ্রামীণ ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা তুলে ডিকির মধ্যে রেখে ওষুধের দোকানে ঢুকেছিলেন কুমারগঞ্জের দিওড়ের ব্যবসায়ী ফজলুর রহমান। অল্প সময় পর ফিরে এসে তিনি দেখেন বাইকের ডিকি ভাঙা। টাকার বান্ডিল গায়েব। ওই একই ব্যাঙ্ক থেকে বালুরঘাটের চকভৃগুর বাসিন্দা স্বপন দাস ১ লক্ষ টাকা তুলে বালুরঘাটের বিডিও অফিসের সামনে বাইক রেখে কিছুক্ষণ পরে এসে দেখেন ডিকি ভেঙে তার টাকাও কেপমারি হয়েছে।

বধূ নিখোঁজ
রূপচর্চার সামগ্রী কিনতে গিয়ে নিখোঁজ হলেন এক গৃহবধূ। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকায়। তপন থানার করদহের বাসিন্দা ওই নিখোঁজ বধূর নাম ছবি তরফদার। পরিবারের তরফে মঙ্গিলবার তপন থানায় বধূ নিখোঁজের অভিযোগ দায়ের করে জানানো হয়, তিনি করদহ এলাকায় রূপচর্চার কাজ করতেন। প্রসাধন সামগ্রী কিনতে তিনি তপন থেকে গঙ্গারামপুরে যান। তারপর থেকে ওই বধূর আর কোনও খোঁজ মেলেনি। পুলিশ তদন্তে নেমেছে।

সতর্কতা জারি
স্বাধীনতা দিবসে গোলমালের আশঙ্কা এড়াতে অসম ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া কোচবিহারে বাড়তি সতর্কতা জারি করল জেলা পুলিশ। বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের সঙ্গে যৌথ নজরদারি শুরু হয়েছে। অসম সীমান্ত এলাকাতেও যাতায়াতকারী সমস্ত যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বক্সিরহাটে অসম সীমান্ত পুলিশ পিকেট বসানো হয়েছে।

বিক্ষোভ
বধূর অপমৃত্যুতে পুলিশি হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন আত্মীয়রা। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানায় ঘটনাটি ঘটে। সোমবার রাতে সরাইহাট থেকে অসুস্থ বধূকে রসিদপুর হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। মৃতার নাম মীনা বাশফোঁর (২৬)।

কড়া নিরাপত্তা
স্বাধীনতা দিবসে নাশকতা ঠেকাতে উত্তরবঙ্গে কড়া নিরাপত্তা রয়েছে। এ বার স্বাধীনতা দিবসে উত্তরবঙ্গ থেকে অসমের দিকে রাতে ট্রেন চলবে বলে রেল সূত্রে খবর।

স্মারকলিপি
স্নাতক স্তরে দুই আবেদনকারীর মার্কশিট ফেরত দেওয়া এবং তাঁদের ভর্তির সুযোগের দাবিতে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি দিল টিএমসিপি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.