টুকরো খবর |
শংসাপত্র ছাড়াই চিকিৎসা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
শংসাপত্র না থাকা সত্ত্বেও চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে বর্ধমান-কালনা রোডের একটি ওষুধের দোকান থেকে বিমলকুমার ঘোষ নামে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনেছে। পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে স্থানীয় চৌধুরী চিঁড়েমিলের গলির বাসিন্দা এক স্কুলছাত্র জ্বরে আক্রান্ত হয়। অজয় শর্মা
নামে ওই অসুস্থ কিশোরকে বিমলবাবু যে সমস্ত ওষুধপত্র দেন, তা খাওয়ার পরেই কিশোরটির খিঁচুনি শুরু হয়। কিশোরটিকে বাড়ির লোকেরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক দিন ভর্তি থাকার পরে সে সুস্থ হয়ে ওঠে। অজয়ের আত্মীয় রঞ্জিত শর্মার দাবি, “ওই ব্যক্তি যে সব ওষুধ দিয়েছিলেন, তা দেখে হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ হয়, তিনি ডাক্তারির কিছুই জানেন না। তাই এ দিন সকালে আমরা ওই তাঁর চেম্বারে গিয়ে জানতে চাই, কী করে তিনি একটি কিশোরকে এই ধরনের ওষুধ দিয়েছেন। তাতে বচসা শুরু হতে পাড়ার লোকেরা পুলিশে খবর দেয়। পুলিশের জেরার মুখে ওই চিকিৎসক স্বীকার করেছেন, তাঁর এমবিবিএস ডিগ্রি নেই। তিনি আয়ুর্বেদ বিশেষজ্ঞ।” এর পরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
রঘুনাথপুর মহকুমা হাসপাতালের সুপারকে চিকিৎসার মান উন্নয়ন-সহ একাধিক দাবিতে মঙ্গলবার স্মারকলিপি দিয়েছে একটি সংগঠন। তাদের অভিযোগ, স্টেট জেনারেল হাসপাতাল থেকে মহকুমা হাসপাতাল হিসাবে উন্নীত হয়েও এই হাসপাতালের পরিকাঠামো-সহ চিকিৎসার মানের উন্নয়ন ঘটানো হয়নি। সংগঠনের নেতা সোমনাথ কৈবর্তের দাবি, “রঘুনাথপুর হাসপাতালে দীর্ঘ সময় ধরে স্থায়ী শল্য চিকিৎসক নেই। সামান্য ঘটনাতেই রোগীদের অন্যত্র রেফার করা হচ্ছে।” শয্যার সংখ্যা বাড়ানো, রোগীদের আত্মীয়দের থাকার ব্যবস্থা করা, জীবনদায়ী ওষুধ মজুত রেখে বিনামূল্যে সরবরাহ করার দাবিও জানিয়েছে সংগঠনটি। হাসপাতালের সুপার সুভাষচন্দ্র ঘাটা বলেন, “দীর্ঘ সময় পরে এক জন শল্য চিকিৎসককে সম্প্রতি পাওয়া গিয়েছে। তবে আরও শল্য চিকিৎসক প্রয়োজন।” অন্য দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সুপার।
|
বালুরঘাটে আজ চালু হল হেলথ স্মার্ট কার্ড
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
আজ, বুধবার স্বাধীনতা দিবসে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে চালু হচ্ছে ‘হেলথ স্মার্ট কার্ড’। বিপিএল তালিকাভুক্ত পরিবারের রোগীদের এ দিন থেকে ওই স্মার্ট কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা মিলবে। জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেছেন, “এত দিন ওই কার্ডের মাধ্যমে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার সুবিধা রোগীরা পেতেন না। বুধবার থেকে বালুরঘাট হাসপাতালের চিকিৎসাধীন রোগীরা বাইরে থেকে পরীক্ষা নিরীক্ষা, ওষুধ কেনা, সবই ওই স্মার্ট কার্ডের মাধ্যমে বিনামূল্যে করতে পারবেন।” গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ১৫ সেপ্টেম্বর থেকে মিলবে এই পরিষেবা। দক্ষিণ দিনাজপুরে ১ লক্ষ ২৫ হাজার বিপিএল তালিকাভুক্ত মানুষের মধ্যে এখনও পর্যন্ত হেলথ স্মার্ট কার্ড বিলি করা হয়েছে। যা জেলার মোট বিপিএল পরিবারের ৭২ শতাংশ। বছরে মাত্র ৩০ টাকার বিনিময়ে নথিভুক্ত ওই কার্ডধারী পরিবারগুলি ৩০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা ও ওষুধের সুবিধা পাবেন। প্রতি বছর কার্ড নবিকরণ করাতে হবে। পরিবারের পাঁচ জন সদস্য এই পরিষেবার আওতায় আসবেন। বরাদ্দের ৭৫ শতাংশ কেন্দ্র এবং বাকিটা রাজ্য সরকার বহন করবে।
|
খাওয়া কমেছে সিদ্দিকার, উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর অতিকায় তরুণী সিদ্দিকা পরভিনের খাওয়া কমে যাওয়ায় শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পরিবারের লোকেরা। রবিবার রাতে কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে সিদ্দিকাকে রিস্ক বন্ড দিয়ে বাড়িতে ফিরিয়ে এনেছেন তার বাবা আফাজুদ্দিন আহমেদ। সোমবার সারাদিন মাটির বাড়ির বারান্দায় শুয়ে দিন কাটান সিদ্দিকা। মঙ্গলবার তাঁর বাবা ও মা বলেন, “সিদ্দিকা দেড় কিলো চালের ভাত খেত। কলকাতা থেকে আসার পর মেয়ে মাত্র আড়াইশো গ্রাম চালের ভাতের বেশি খেতে পারছে না। আমরা চিন্তায় আছি। বিভিন্ন ব্যক্তি ও সংস্থার তরফে আর্থিক সহায়তার আশ্বাস পেয়ে সিদ্দিকাকে এদিন অসুস্থ শরীরেই উত্তর শ্রীরামপুর গ্রামের বাড়ি থেকে বুনিয়াদপুরের একটি রাষ্টায়ত্ত ব্যাঙ্কে পাশবই খোলার জন্য আনা হয়।
|
চিকিৎসা শিবির
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্বাধীনতা দিবসে পুরসভার বস্তি উন্নয়ন বিভাগের উদ্যোগে নিখরচায় চিকিৎসা শিবির হচ্ছে। মহানন্দাপাড়ায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের চোখের চিকিৎসা কেন্দ্রে শিবির হবে। বস্তি উন্নয়ন বিভাগের মেয়র পারিষদ সঞ্জয় পাঠক বলেন, “চর্মরোগ, নাক-কান-গলা, স্ত্রী রোগ ও দাঁতের চিকিৎসা পরিষেবা পাবেন বাসিন্দারা।”
|
অসুস্থ ২৫
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
বিয়েবাড়িতে ভোজ খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা ও এক শিশু-সহ ২৫ জন বরযাত্রী। মঙ্গলবার সকালে তাঁদের রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন দুপুরে তাঁদের মধ্যে ২০ জনকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রায়গঞ্জের ইন্দিরা কলোনির এক তরুণীর সঙ্গে রাড়িয়া এলাকার বাসিন্দা এক যুবকের বিয়ের অনুষ্ঠান ছিল।
|
লিপস্টিকে বিপদ
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
লিপস্টিকে ব্যবহৃত একটি রাসায়নিক থেকে হৃদ্রোগের সম্ভাবনা বাড়তে পারে বলে দাবি করলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ডেভিস)-এর এক দল গবেষক। বিজ্ঞানপত্রিকা পিএনএএস-এ গবেষণাপত্রটি বেরিয়েছে। ট্রাইক্লোসান নামে রাসায়নিকটি লিপস্টিক ছাড়াও হাত ধোয়ার সাবান ও গৃহস্থালীর নানা জিনিসে ব্যবহৃত হয়। গবেষণা বলছে, এর প্রভাবে হৃৎপিণ্ডের কার্যকারিতা অন্তত ২০% হ্রাস পায়।
|
স্বাস্থ্যরক্ষা নিয়ে |
সিআইআইয়ের উদ্যোগে মিলন মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত পরিকাঠামো ও যন্ত্রপাতি নিয়ে একটি প্রদর্শনী। দেশের প্রায় ৩৫টি সংস্থা পণ্য ও প্রযুক্তি তুলে ধরছে এখানে। প্রদর্শনী চলবে বৃহস্পতি এবং শুক্রবারও।
|
নিষ্প্রদীপ হাসপাতাল |
মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিপর্যয়ে আধ ঘণ্টা নিষ্প্রদীপ থাকে কলকাতা মেডিক্যাল ও এনআরএস। বিভিন্ন বিভাগে পরিষেবা বিঘ্নিত হয়। সিইএসসি জানায়, বিকেলে প্রিন্সেপ স্ট্রিটের একটি সাবস্টেশনে গোলযোগে মধ্য কলকাতায় লোডশেডিং হয়। তবে আধ ঘণ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
|
রক্তদান শিবির |
রক্তের চাহিদা মেটাতে মঙ্গলবার খড়্গপুর শহরের সাউথ ডেভলপমেন্টে আয়োজিত হল রক্তদান শিবির। অভিযাত্রী ক্লাব আয়োজিত এই শিবিরে ৭৫ জন রক্তদান করেন। খড়্গপুর মহকুমা হাসপাতাল ও খড়্গপুর রেল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা রক্ত সংগ্রহ করেন।
|
পিংলায় রক্তদান |
রক্তদান শিবির করল পিংলা উদয় সঙ্ঘ। মঙ্গলবারের শিবিরে উপস্থিত ছিলেন পিংলার বিএমওএইচ তুষার মহাপাত্র ও থানার ওসি হীরক বিশ্বাস।
|
ভুয়ো নিয়োগপত্র, ধৃত |
জাল নিয়োগপত্র নিয়ে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীর পদে যোগ দিতে গিয়ে গ্রেফতার হলেন দীপঙ্কর মণ্ডল নামে এক যুবক। মঙ্গলবার বালুরঘাটের ঘটনা। |
|