টুকরো খবর |
জামিন ধর্ষণে
অভিযুক্তের
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
ধর্ষণের অভিযোগে ধৃত যুবকের জামিন হল ঘাটাল আদালতে। এক মহিলাকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে চন্দ্রকোনা থানার পিংলাশ গ্রামের যুবক পথিক রায়কে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে ঘাটাল আদালতে তোলা হয়। পাশাপাশি ওই মহিলার গোপন জবানবন্দিও নেওয়া হয়। সরকারি আইজীবী সমীর মজুমদার বলেন, “আমি জামিনের বিরোধিতা করছিলাম। কিন্তু থানায় দায়ের করা অভিযোগের সঙ্গে মহিলার গোপন জবানবন্দিতে কিছু অসঙ্গতি ছিল। তাই হয়তো জামিন হয়েছে।” অভিযুক্তের আইনজীবী সমীর ঘোষ বলেন, “আমার মক্কেলকে ফাঁসানো হয়েছিল। সেটা সামনে আসাতেই জামিন দেন বিচারক।” পুলিশ সূত্রে খবর, আনন্দপুরের বাসিন্দা বিধবা ওই মহিলা পিংলাশ গ্রামে পথিকদের বাড়িতেই ভাড়া থাকতেন। গ্রামীণ যাত্রা দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অভিযোগ, গত শনিবার রাতে পথিক ওই মহিলার ঘরে ঢুকে জোর করে ধর্ষণ করেন এবং জানাজানি হলে ফল ভাল হবে না বলে হুমকি দেন। স্থানীয় বাসিন্দা এবং আত্মীয়দের সঙ্গে কথা বলে সোমবার চন্দ্রকোনা থানায় ধর্ষণের মামলা দায়ের করেন ওই মহিলা।
|
দাঁতনে ধৃত তিন দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
পুরনো একটি ডাকাতির ঘটনায় তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। দাঁতন থানার আইসি মিহিরলাল নস্কর জানান, ধৃতেরা হল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার কোটবাড় গ্রামের বাসিন্দা শেখ কোহিনুর, উড়ি এলাকার বাসিন্দা কালো শেখ ও মীর লিয়াকত আলি। ধৃতদের মঙ্গলবার মেদিনীপুর জেলা আদালকে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, গত ১৭ জুলাই দাঁতন থানার সারতা গ্রামের এক ব্যক্তির বাড়ি ও মন্দির থেকে গয়না, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিস ডাকাতি হয়। ধৃতেরা দক্ষিণ ২৪ পরগনা থেকে কয়েকজন দুষ্কৃতীকে আনিয়ে ডাকাতি করে। পরে তদন্ত শুরু হওয়ার সময় দাঁতন থানার এক পুলিশকর্মী ছদ্মবেশে কোটবাড় এলাকায় কয়েকদিন থেকে শেখ কোহিনুরকে গ্রেফতার করেন। এরপরই অন্য দু’জনের খোঁজ পায় পুলিশ।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শিলাদিত্য চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। জেলাশাসককে স্মারকলিপিও দেওয়া হয়। অভিযোগ, শিলাদিত্যকে গ্রেফতার করে মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন রাজ্যে গণতন্ত্র নেই। তাহলেই তাঁকে জেলে ভরে দেওয়া হবে। এ দিন দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়ের নেতৃত্বে সিপাইবাজার থেকে মিছিল করে জেলাশাসকের দফতরে আসেন বিজেপি সমর্থকেরা।
|
রেলের কমিটিতে তৃণমূল নেতারা
নিজস্ব সংবাদদাতা• মেদিনীপুর |
দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিসনের রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটি-র (ডিআরইউসিসি) মনোনীত সদস্য হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার ৬ জনের নামের তালিকা পাঠানো হল ডিভিশনাল অফিসে। এঁরা হলেন, শিবেন্দ্রবিজয় মল্লদেব, চঞ্চল কর, আশিস চক্রবর্তী, বিবেক মুখোপাধ্যায়, নারায়ণ পড়িয়া ও শিবু পানিগ্রাহী। এদের মধ্যে ২ জন মেদিনীপুর, ২ জন খড়্গপুর, ১ জন ঝাড়গ্রাম ও ১ জন ডেবরার তৃণমূল নেতা।
|
প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তেলেগু সাংস্কৃতিক সংস্থা প্রভাসান্ধ্রা নব্য কলা পরিষদ সম্প্রতি খড়্গপুর শহরের নিউ সেটেলমেন্টের নিজস্ব সভাগৃহে আয়োজন করল সাংস্কৃতিক প্রতিযোগিতা। বসে আঁকো প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় প্রায় দু’শ জন ছাত্রছাত্রী যোগদান করে। স্বাধীনতা দিবসে সফলদের পুরস্কৃত করা হবে জানান সংস্থার সম্পাদক লক্ষ্মণ রাও সিন্ধে।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রবিবার খড়্গপুর শহরের পুরাতন বাজারে শীতল টকিতে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। কমল দণ্ডের পরিচালনায় ‘খনাদ’-এর উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ও নাটকে যোগদান করেন সংস্থার সদস্যরা। |
|