গরম বাড়ছে। বিগত এক দশকে থার্মোমিটারের পারদ যে ভাবে চড়ছে, গোটা দুনিয়ার আর কারও বোধ হয় তা বুঝতে বাকি নেই। এই গরমের আঁচ থেকে ছায়া পায়নি উত্তর মেরুর তুন্দ্রাও। যা হয়েছে, তাতে চক্ষু চড়কগাছ বিজ্ঞানীদের। যেখানে গাছ নেই বললেই চলে, থাকলেও ছোট গুল্মজাতীয়, সেখানে ‘মাথাচাড়া’ দিচ্ছে বড় গাছ। সম্প্রতি ‘নেচার ক্লাইমেট চেঞ্জ’ পত্রিকায় এই কথা প্রকাশ হয়েছে। পশ্চিম সাইবেরিয়া থেকে আইসল্যান্ড হয়ে ফিনল্যান্ড, তুন্দ্রার প্রায় এক ১ লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে গবেষণা চালান ফিনল্যান্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকৃতিবিদেরা। কিছুটা উপগ্রহের মাধ্যমে ছবি তুলে, কিছুটা তুন্দ্রার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে গবেষকেরা দেখেন উইলো, অল্ডারের মতো গাছগুলোর উচ্চতা স্বাভাবিকের থেকে প্রায় ২ মিটার বেড়ে গিয়েছে। তাঁদের দাবি, এই ঘটনার পিছনে রয়েছে তাপমাত্রার উত্তরোত্তর বৃদ্ধি। |
প্রচণ্ড ঠান্ডাতেই তুন্দ্রার ওই সব অঞ্চলে গাছপালা বাড়তে পারত না। কারণ আকারে যত বড় হবে, প্রকৃতির সঙ্গে যোঝা ততই কষ্টকর হবে। ঠান্ডা কমছে, তারাও বাড়ছে। তুন্দ্রার এই চেহারা বদল সংক্রান্ত গবেষণায় যিনি মুখ্য ভূমিকায় রয়েছেন, সেই মার্ক মেসিয়াস-ফাউরিয়া বলেন, “অবিশ্বাস্য! এত দিন অনেকে মনে করতেন উত্তর মেরুর গাছপালাহীন বরফের উপত্যকা বদলে জঙ্গলে পরিণত হতে অন্তত একশো বছর দেরি। কিন্তু তুন্দ্রার এই পরিবর্তন ঘটেছে কয়েক দশকে।” মার্কদের গবেষণার অংশ ছিল তুন্দ্রার ছোট্ট এক অঞ্চল। তাঁর আশঙ্কা, বিশ্ব উষ্ণায়নে গোটা তুন্দ্রাই জঙ্গল হয়ে যাবে না তো!
|
ফের বেআইনি হোটেল নির্মাণের অভিযোগ উঠল তাজপুরে। ইতিমধ্যে ওই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় রামনগর ১ ব্লক প্রশাসনের তরফে নোটিসও জারি করা হয়েছে। গত জানুয়ারি মাসে দিঘায় সমুদ্র উৎসবের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাজপুরকে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অর্ন্তভুক্ত করার পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতকে তাজপুরে কোনও রকম হোটেল ও লজ নির্মাণের অনুমতি না দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অবৈধ নির্মাণ বন্ধ হয়নি। রামনগর-১ ব্লকের বিডিও রানা বিশ্বাস জানান, তাজপুরে সরকারি অনুমতি ছাড়া কোনও হোটেল বা লজ নির্মাণের উপরে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই লুকিয়ে চুরিয়ে বেআইনি নির্মাণ হচ্ছে। সোমবার ব্লক অফিসে স্থানীয় তাজপুর সি কোস্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে বেআইনি নির্মাণের বাপারে সতর্ক করে বলা হয় অনুমতি ছাড়া কোনও হোটেল বা লজ তৈরি করা হলে প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে বিডিও রানা বিশ্বাস ছাড়াও পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই সার, তাজপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে শ্যামল দাস ও শান্তনু সাহা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে বেহাল পড়া থাকা তাজপুর যাওয়ার রাস্তাটি অবিলম্বে সারাইয়ের দাবিও করেন তাঁরা।
|
ফের অসমের চা বাগানে হানা দিল চিতাবাঘ। মৃত্যু ঘটল এক চা-শ্রমিকের। পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে যোরহাটের বরডুবি এলাকার মা কালী চা বাগানে। চা বাগান সুত্রে জানা গিয়েছে, মৃত ওই চা-শ্রমিকের নাম হরি বাগ। বয়স ৫৮। রবিবার রাতে বাড়ির বারান্দায় ঘুমোচ্ছিলেন। তিনি। ঘুমের মধ্যেই চিতাবাঘটি তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। প্রতিরোধ করারও সময় পাননি তিনি।
|
পুজোর দু’মাস আগেই, মঙ্গলবার ৯০০ কেজি নিষিদ্ধ বাজি আটক হল। গ্রেফতার হয়েছে স্বপন মণ্ডল ও বিশ্বজিৎ দাস নামে দু’জন।
|
লম্বায় ১৭.৫৫ ফুট, চওড়া ১ ফুট। ফ্লোরিডায় মিলেছে এই বার্মিজ পাইথন। ৭৪.৫ কেজির সাপটির দেহে ৮৭টি ডিম আছে। প্রজাতিটির দাপটে বিঘ্নিত হচ্ছে ফ্লোরিডার বাস্তুতন্ত্র।
|
পপ গায়িকা লেডি গাগা কয়েকটি অনুষ্ঠানে ফারের কোট পরায় বন্য প্রাণী অধিকার রক্ষা সংস্থা ‘পেটা’র তরফে ভর্ৎসনা করা হল। যদিও গাগা অভিযোগ অস্বীকার করেছেন। |