পঞ্চায়েতে স্মারকলিপি দেওয়া নিয়ে অশান্তি |
তৃণমূলের স্মারকলিপি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গোঘাট ২ ব্লকের বদনগঞ্জ ফলুই ১ পঞ্চায়েতে। মঙ্গলবার ১৫ দফা দাবিতে স্মারকলিপি দিতে যায় তৃণমূলের লোকজন। বিক্ষোভকারীদের গাছ বিক্রির ২৫ লক্ষ টাকার হিসেব চাওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা দেখা দেয়। সিপিএমের প্রধান অশোক সাঁতরার উদ্দেশে কটূ মন্তব্য করা হয় বলে অভিযোগ। গণ্ডগোলের আশঙ্কায় পুলিশ যায়। পরে পুলিশ ও বিডিও শিবপ্রিয় দাশগুপ্তের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। ঠিক হয়, প্রধান তাঁর কার্যকালের (২০০৮ সাল থেকে) হিসেবপত্র আগামী ৩০ অগস্টের মধ্যে দেবেন। এরপরে দুপুর ১২টা থেকে চলা বিক্ষোভ প্রশমিত হয় বেলা ২টো নাগাদ। রাস্তা মেরামত, বিপিএল তালিকা সংশোধন প্রভৃতি দাবিতে স্মারকলিপি দেয় তৃণমূল। প্রধান বলেন, “আমি তৃণমূলের সব পক্ষকে বলেছি, কাদের সঙ্গে আলোচনায় বসতে হবে, তা ঠিক করুন। বা একটি কমিটি করুন। তা না করে যে যখন খুশি এসে হিসেব চাওয়ার নামে পঞ্চায়েত অচল করে দিচ্ছে।” হিসেবের কোনও গোলমাল নেই বলেও তাঁর দাবি। এ দিন বিক্ষোভের নেতৃত্বে থাকা তৃণমূল নেতা মন্টু ঘোষ বলেন, “আমাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কী নেই, তা প্রধানের দেখার দরকার নেই। আমরা ওঁর কাজকর্মের হিসেব চাই।” বিডিও বলেন, “এলাকার ৩৫টি রাস্তা সংস্কারের কাজ শীঘ্রই শুরু হবে।”
|
নদীতে তলিয়ে গেল কিশোর, ডুবুরি আনার দাবিতে অবরোধ |
বল কুড়োতে নেমে নদীতে তলিয়ে গেল এক কিশোর। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ত্রিবেণীর কুন্তিঘাটে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নিখোঁজ ছেলেটির নাম পাপাই অধিকারী। বাড়ি কাছেই নারিচা গ্রামে। সোমবার বিকেলে বছর পনেরোর ওই কিশোর বাড়ির কাছেই বেহুলা নদীতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তার খোঁজে নদীতে তল্লাশি চালায়। ডুবুরি আনার দাবিতে মঙ্গলবার সকালে গ্রামবাসীরা স্থানীয় ফুলপুকুরে অসম লিঙ্ক রোড অবরোধ করে। ডিএসপি (ডি অ্যান্ড টি) দেবশ্রী সান্যাল ঘটনাস্থলে আসেন। দুপুরে কলকাতা থেকে ডুবুরি আসে।
|
খুন হলেন ব্যান্ডেল রেল ইয়ার্ডের আইএনটিইউসি অনুমোদিত ঠিকা শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলীপ পাসোয়ান (৫৫)। মঙ্গলবার রাত ৯টা নাগাদ ইউনিয়ন অফিস থেকে পান কিনতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় মোটরসাইকেলে করে তিন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
|
বেহাল নিকাশি ব্যবস্থা সংস্কার, খানাখন্দে ভরা রাস্তা সারানো-সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের নবগ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল তৃণমূল। পঞ্চায়েতটির ক্ষমতায় রয়েছে সিপিএম। প্রধান অমলেন্দু মুখোপাধ্যায়কে স্মারকলিপিও দেন বিক্ষোভকারীরা।
|
পুড়শুড়ার ভুঁয়েরা হাইস্কুলে চুরি হয়েছিল গত শুক্রবার। ওই ঘটনায় সোমবার রাতে ধরা পড়ল এক জন। পুলিশ জানায়, তার নাম শ্যামসুন্দর রায়। চুরি যাওয়া দু’টি বৈদ্যুতিক পাখাও উদ্ধার হয়েছে। আরও কয়েক জন দুষ্কৃতীর খোঁজ করছে পুলিশ।
|
বধূ নির্যাতনের অভিযোগে ধরা পড়ল দু’জন। আরামবাগের অঞ্জনা দাসের অভিযোগে স্বামী দেবাশিস দাস ও শ্বশুর সৌরেন্দ্রনাথকে চিৎপুর থেকে ধরে পুলিশ। |