আজ, বুধবার থেকে ট্রামে প্রথম শ্রেণির মতোই দ্বিতীয় শ্রেণির ন্যূনতম ভাড়া হচ্ছে ৪ টাকা। কথা ছিল, সমান ভাড়া করার আগে দ্বিতীয় শ্রেণিতে পাখা লাগানো হবে। তা হয়নি। সিটিসি-র চেয়ারম্যান শান্তিলাল জৈন বলেন, “প্রায় ৩০০ পাখা লাগাতে হবে। কাজ শুরু করেছি।” আজ থেকে সরকারি বাসের ভাড়াও সাড়ে চার টাকা থেকে বেড়ে পাঁচ টাকা হচ্ছে।
|
কলকাতা পুর-এলাকার সরকার অনুমোদিত যে সব স্কুলের মিউটেশন করা নিজস্ব বাড়ি আছে, তাদের সম্পত্তিকর লাগবে না। মঙ্গলবার মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আরও সিদ্ধান্ত হয়, জোকা-১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ভেঙে ৩টি ওয়ার্ড হবে। ওই দু’টি গ্রাম পঞ্চায়েত কলকাতা পুরসভার অধীনে থাকবে।
|
দত্তাবাদের এক বাসিন্দার বিরুদ্ধে মঙ্গলবার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করলেন এক গৃহবধূ। অভিযুক্ত বাবুলাল সিংহ পলাতক। চেতলায় এক তরুণী পেয়িং-গেস্টকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালা ইন্দ্রমাধব বসু ধরা পড়লেন। সোমবার, বিষ্ণুপুর থানা এলাকা থেকে।
|
রোজকার মতোই আজ, স্বাধীনতা দিবসে মেট্রো চলবে সকাল ৭টা থেকে রাত পৌনে দশটা পর্যন্ত। মেট্রোর ডিজিএম প্রত্যুষ ঘোষ জানান, ৭-৫টা পর্যন্ত ১৫ মিনিট, ৫-৮টা পর্যন্ত ১০ মিনিট ও রাত ৯-৪৫ পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে।
|
জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হল। সোমবার, বিধাননগর দক্ষিণ থানা এলাকায়। মৃতের নাম ওয়াসিম ইকবাল। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
|
স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি। তার মধ্যেই মঙ্গলবার বিমানবন্দরের সামনে মিলল পরিত্যক্ত একটি ব্যাগ। তাতে শুধু ল্যাপটপ ও চার্জার মেলে। |