টুকরো খবর
সব কর্মীদের স্বেচ্ছাবসর দেবে রিবক ইন্ডিয়া
দেশে সংস্থা ঢেলে সাজতে সমস্ত কর্মীদের স্বেচ্ছাবসর প্রকল্পের আওতায় আনতে চলেছে রিবক। পাশাপাশি, একই বিপণিতে যাতে অ্যাডিডাস এবং রিবক উভয় ব্র্যান্ডের পণ্যই পাওয়া যায়, তার জন্য সরবরাহ ব্যবস্থাও ঢেলে সাজছে সংস্থা। জার্মান খোলাধূলার সরঞ্জাম নির্মাতা সংস্থা অ্যাডিডাস জানিয়েছে ভারতে তাদের শাখা রিবকের ২০০ কর্মী রয়েছেন। সবাইকেই এই স্বেচ্ছাবসর প্রকল্পের আওতায় আনা হবে। চলতি মাসের শেষ পর্যন্ত এই সুযোগ নিতে পারবেন কর্মীরা। এ জন্য মোট কত অর্থ ব্যয় করা হবে, তা নিয়েও মুখ খোলেনি তারা। যদিও, তার পরিমাণ বাজারের তুলনায় বেশি বলেই দাবি করেছে সংস্থা। ৮৭০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির ফলে কর্মীদের প্রতি সন্দেহের জন্যই এই স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত বলে অবশ্য মানতে নারাজ সংস্থা। বরং অ্যাডিডাসের দাবি, ২০১৩ সাল থেকেই ব্যবসা পুরোপুরি ঢেলে সাজতে উদ্যোগী তারা। সেই কারণে কর্মীদের অন্য কাজের সুযোগ দিতে এবং আগামী দিনে নয়া ব্যবসা পরিকল্পনা তৈরি করতেই এই পথে হাঁটছে সংস্থা। ব্যবসার ধরন বদলাতে ৭ কোটি ইউরো লগ্নি করার কথাও জানিয়েছে অ্যাডিডাস। নতুন পণ্য আনতে এবং পুরনো পণ্য বাজার থেকে তুলে নিতে এই অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি, কমানো হবে রিবকের বিপণি সংখ্যাও।

‘ইকো-ট্যুরিজম’ গড়ার আর্জি
—নিজস্ব চিত্র।
চুপির চরে ‘ইকো-ট্যুরিজম’ গড়ে তোলা হোক। মঙ্গলবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিবিরহাট এলাকার একটি মাদ্রাসায় আয়োজিত ইফতার পার্টিতে কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী সুলতান আহমেদের কাছে এমনই দাবি জানালেন বাসিন্দারা। আয়োজকদের তরফে সামসুল হক মন্ত্রীকে জানান, পূর্বস্থলীর চুপি এলাকায় একটি জলাশয় রয়েছে। সেই জলাশয়ের সঙ্গে সংযোগ রয়েছে নবদ্বীপের মায়াপুর এলাকার। চুপিতে ইতিমধ্যেই পাখিরালয় গড়ে উঠেছে। এই জলাশয় ঘিরে একটি ‘ইকো-ট্যুরিজম’ গড়ে তোলার আবেদন জানান তাঁরা। কালনা শহরে আশপাশের বেশ কিছু মসজিদ ও মন্দির সংস্কারের আর্জি জানানো হয়। মন্ত্রী বলেন, “আমার কাছে প্রশাসনিক স্তরে ধাপে ধাপে আবেদন পৌঁছলে এ ব্যাপারে ভাবনাচিন্তা করব।” ইফতার পার্টির আগে নামাজ-সহ বেশ কিছু ধর্মীয় আচার-অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ ভিড় জমান। মন্ত্রী ছাড়াও এ দিন হাজির ছিলেন কালনার এসডিপিও ইন্দ্রজিৎ সরকার, পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় প্রমুখ।

রফতানি কমলো প্রায় ১৫ শতাংশ
জিনিসপত্রের দাম বাড়ার হার গত তিন বছরে সব থেকে নীচে নেমে আসার দিনেই দেশের অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা বাড়াল রফতানি। মঙ্গলবার কেন্দ্রের প্রকাশিত তথ্য মাফিক, গত জুলাইয়ে রফতানি সরাসরি ১৪.৮% কমে দাঁড়িয়েছে ২,২৪০ কোটি ডলার। কোনও এক মাসে সঙ্কোচনের হিসেবে গত তিন বছরে সর্বোচ্চ। মন্দার প্রভাবে আমেরিকা ও ইউরোপে চাহিদা কমাই এর মূল কারণ বলে বাণিজ্য মন্ত্রকের দাবি। অবশ্য দেশে চাহিদা কমায় ৭.৬১% পড়েছে আমদানিও। হয়েছে ৩,৭৯০ কোটি ডলার। ফলে বাণিজ্য ঘাটতি পৌঁছেছে ১,৫৫০ কোটি ডলারে। যা জুনের ১,০৩০ কোটি ডলারের তুলনায় অনেকটাই বেশি। এই ঘাটতি নিয়ে আশঙ্কায় ডলারে টাকার দাম পড়েছে ৩১ পয়সা। দিনের শেষে এক ডলারের দাম দাঁড়িয়েছে ৫৫.৬৫ টাকা। আমদানি রফতানির পরিসংখ্যান ঘোষণা করে এ দিন প্রথমে ভুল তথ্য দেন বাণিজ্য মন্ত্রকের এক কর্তা। পরে তা সংশোধন করে মন্ত্রক।

যুগের অবসান
ছবি: এপি।
মঙ্গলবার মুম্বইয়ে চেয়ারম্যান হিসেবে টাটা স্টিলের শেষ বার্ষিক সাধারণ সভায় রতন টাটা। ৫০ বছর আগে ১৯৬২ সালে এই সংস্থাতেই টাটা গোষ্ঠীর ‘কর্মী’ হিসেবে যাত্রা শুরু করেছিলেন তিনি। পাঁচ দশক পেরিয়ে শেষ সভাতেও তাঁর জন্য বরাদ্দ রইল উপচে পড়া শ্রদ্ধা। প্রস্তাব উঠল মানানসই অবসরকালীন সুবিধারও। যদিও সবিনয়ে তা প্রত্যাখ্যান করলেন রতন টাটা। জানালেন, এত দিন ধরে অনেক যত্ন নিয়েছে সংস্থা। সুতরাং ধন্যবাদ...।

ত্রৈমাসিক ফলাফল
প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) বম্বে স্টক এক্সচেঞ্জের নিট মুনাফা ৭৬% কমে হয়েছে ১৫.৩৫ কোটি টাকা। আর মোট আয় ১৪৫.৩৩ কোটি থেকে কমে হয়েছে ১৩৬.৩৬ কোটি। এই সময়ে আদিত্য বিড়লা গোষ্ঠীর সংস্থা হিন্দালকোর নিট মুনাফা পড়েছে ৩৪%। হয়েছে ৪২৫ কোটি টাকা। কয়লা, কস্টিক সোডা-সহ বিভিন্ন কাঁচামালের দাম বাড়ার জন্যই মুনাফা কমেছে বলে জানিয়েছে সংস্থা। পাশাপাশি, তাদের মোট আয়ও ৩ কোটি টাকা কমে হয়েছে ৬,০২৮ কোটি।

নতুন নিয়োগ
কার্ল স্লিম টাটা মোটরসের এমডি হচ্ছেন। যোগ দেবেন ১ অক্টোবর। তিনি জিএম ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.