বিনোদন অগ্রিম বুকিংয়েই শুরু ‘টাইগারের’ হুঙ্কার
স্বাধীনতা দিবসে ‘ব্যাঘ্র’-বিক্রমে হানা দিচ্ছেন তিনি।
‘এক থা টাইগার’ নিয়ে আবারও ভক্তদের চমকে দেওয়ার জন্য ‘রেডি’ ভারতীয় সিনেমার অন্যতম দামি তারকা, সলমন খান। আগামিকাল, বুধবার ভারতের তিন হাজারেরও বেশি হল-এ মুক্তি পাচ্ছে সলমন-ক্যাটরিনা অভিনীত ‘এক থা টাইগার।’
বুধবারে মুক্তির সুবাদে একটা লম্বা ‘উইকএন্ড’ উপহার পাচ্ছে ছবিটি। বুধবার, স্বাধীনতা দিবসের ছুটি থেকে শুরু হয়ে যা শেষ হচ্ছে আগামী সোমবার, ঈদের ছুটি দিয়ে।
সিনে-বিশেষজ্ঞদের ধারণা, এই বছরের সম্ভবত সব চেয়ে বড় মাপের ছবির তালিকায় একবারে উপর দিকে থাকবে ‘টাইগার’। দু’টি ছবি হয়তো ‘টাইগার’-এর সঙ্গে মোকাবিলায় নামতে পারে। কিন্তু তার কোনওটাই এখনও মুক্তি পায়নি। যার মধ্যে রয়েছে যশ চোপড়া পরিচালিত শাহরুখ খানের ছবি (নাম ঠিক হয়নি), মুক্তি পাবে দীপাবলির সময়। আর বড়দিনে আসছে সলমনেরই ‘দাবাং টু।’
গত বছরও ঈদের দিনই মুক্তি পেয়েছিল সলমন খানের ‘বডিগার্ড।’ যার শুধু প্রথম দিনের সংগ্রহ ছুঁয়েছিল প্রায় সাড়ে ২১ কোটি টাকা। একমাত্র হৃতিক রোশনের ‘অগ্নিপথ’ যে রেকর্ড ভেঙে দিয়ে ঝুলিতে ভরেছিল ২৩ কোটি টাকা। বক্স অফিসে সলমনের আগের তিনটি ছবির (‘দাবাং’, ‘রেডি’ এবং ‘বডি গার্ড’) এক একটির সংগ্রহ ছিল ১২০ কোটি টাকারও বেশি। কিন্তু ‘এক থা টাইগার’ এ বার নাকি সেই রেকর্ডকেও পিছনে ফেলে দেবে।
বিপণন বিশেষজ্ঞ আমোদ মেহরা বলছেন, “আমি নিশ্চিত মুক্তির দিনই উঠে আসবে ২৮ থেকে ৩০ কোটি। সারা দেশে অগ্রিম বুকিং-এর উপর ভিত্তি করেই এই হিসেবটা আমরা করছি।” দেশের নানা প্রান্তের প্রদর্শকদের সঙ্গে কথা বলে সেই একই ইঙ্গিত পাওয়া গেল। তাঁদের বক্তব্য, ‘এক থা টাইগার’-এর ৬০ শতাংশ বুকিং হয়ে গিয়েছে। সিনেমা হল মালিকদের আশা, কাল থেকে আগামী ছ’দিনই ‘হাউসফুল’ বোর্ড ঝুলবে হল-এর বাইরে।
‘এক থা টাইগার’ ঘিরে হইচইয়ের এখানেই শেষ নয়। ফিল্ম বিপণন জগতের অনেকে মনে করছেন, এই ছবি ছাপিয়ে যেতে পারে ‘থ্রি ইডিয়টস’-এর সামগ্রিক সংগ্রহকেও। ফিল্ম বিশ্লেষক তরন আদর্শ বলছেন, “থ্রি ইডিয়টস-এর সামগ্রিক সংগ্রহ ছিল ২০২ কোটি। দেশের তিন হাজার হল-এ আর বিদেশে ছ’শো পর্দায় মুক্তি পেতে চলা ‘এক থা টাইগার’ সেই অঙ্কটা পেরিয়ে যেতেই পারে। যার এক নম্বর কারণ, সলমন খানের তুমুল জনপ্রিয়তা আর দু’নম্বর ফ্যাক্টর, লম্বা উইকএন্ড।”
কলকাতা-সহ বাকি পশ্চিমবঙ্গেও ‘বাঘের দাপট’ ইতিমধ্যেই চোখে পড়ার মতো। পশ্চিমবঙ্গে ‘এক থা টাইগার’-এর পরিবেশক কুশাগ্র আর্টস ১৫৫টি হল-এ আনছে ছবিটি। রাজ্যের ডিস্ট্রিবিউটর প্রীতম জালান জানাচ্ছেন, “বাংলায় সলমনের প্রচুর ভক্ত আছেই। অগ্রিম বুকিং-এ তাই আগেকার সব রেকর্ড ভেঙে দিয়েছে। সাধারণ হল বলুন বা মাল্টিপ্লেক্স সর্বত্রই এক ছবি।” সলমনের একনিষ্ঠ ভক্ত হাওড়ার অশোক জয়সওয়াল যেমন বললেন, “কাল কলেজ বন্ধ। ১১ জন বন্ধু মিলে দেখতে যাব ‘এক থা টাইগার।’ বলিউডের সব চেয়ে বড় তারকা যে সলমন ভাই, সেটা এ বার প্রমাণ হবে। আর এ বার তো ভাইয়ের পাশে ‘বৌদি’ ক্যাটরিনাও আছে!”
কবীর খান পরিচালিত ‘এক থা টাইগার’-এর আর একটা দিক থেকেও বিশেষত্ব রয়েছে। যশ রাজ ফিল্মস এবং সলমন খানকে প্রথম একসঙ্গে কাজ করতে দেখা যাবে এই ছবির দৌলতেই। সলমনের দীর্ঘ ২৪ বছরের ফিল্ম কেরিয়ারে এটাও নতুন সংযোজন। ‘অজ্ঞাত’ কারণে তাঁদের এক সঙ্গে এত দিন কোনও কাজ করতে দেখা যায়নি। আগামিকাল ভাঙছে সেই রেকর্ডটাও।
পাশাপাশি ‘যুবরাজ’ (২০০৮)-এর পরে ফের ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার’ সলমন খানকে পর্দায় দেখার অদম্য আগ্রহে ফুটছেন অশোকের মতো ভক্তরা। ‘রিয়েল লাইফে’ হলই বা বিচ্ছেদ, ‘রিল লাইফে’ তো আবার তাঁরা এক সঙ্গে! ছুটির দিনে সেই আমেজ পেতেই হলমুখী হবেন মানুষ আত্মবিশ্বাসী ‘টিম টাইগার।’



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.