টুকরো খবর
নিজেই মামলা লড়ে জেল থেকে মুক্তি
শাশুড়ি খুনে অভিযুক্ত জামাই ও তাঁর স্ত্রীকে বেকসুর খালাসের নির্দেশ দিল বোলপুর আদালত। সোমবার ওই নির্দেশ দেন বোলপুর ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সোমেশপ্রসাদ সিংহ। প্রসঙ্গত, এই মামলায় কোনও আইনজীবী না নিয়েই অভিযুক্ত জামাই নিজে মামলা লড়েন। সরকার পক্ষের আইনজীবী মহম্মদ সামসুজ্জোহা বলেন, “২০০৭ সালের ২৫ মে কীর্ণাহারে খুন হন শান্তিবালা দাস। নিহতের ছেলে মাতুল দাসের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন তাঁরই মেয়ে চাঁদমুখী দাস ও জামাই গঙ্গারাম দাস। পরবর্তী সময়ে চাঁদমুখীদেবী জামিন পেলেও গঙ্গারামবাবু জেল হাজতেই ছিলেন। নিজেই মামলা লড়ার জন্য তিনি আদালতে আবেদন করেছিলেন। বিচারক তা মঞ্জুরও করেন।” অন্য দিকে, অভিযুক্ত চাঁদমুখীদেবীর আইনজীবী পলাশচন্দ্র দাস বলেন, “মিথ্যা অভিযোগ আনা হয়েছিল আমার মক্কেলের বিরুদ্ধে। ওই খুন যে সম্পত্তির জন্য নয়, তা আমি আগেই প্রমাণ করেছি। বিচারক বেকসুর খালাসের নির্দেশ দিয়েছেন।” কোনও আইনজীবী ছাড়াই নিজেকে নির্দোষ প্রমাণিত করা গঙ্গারাম দাস বলেন, “বিচার ব্যবস্থার উপর আমার আস্থা ছিল। সত্যের জয় হয়েছে।” অভিযোগকারী, চিকিৎসক, পুলিশ ও প্রতিবেশী মিলিয়ে মোট ১৭ জন সাক্ষীর বয়ান নেওয়ার পাশাপাশি তাঁদের জেরা করা সবই করেন গঙ্গারামবাবু।

প্রয়াত যাত্রাশিল্পী কিরণকুমার
—ফাইল চিত্র।
মারা গেলেন যাত্রাশিল্পী কিরণকুমার। সোমবার রাতে রামপুরহাটে প্রয়াত হন এই বিশিষ্ট অভিনেতা। বয়স হয়েছিল ৭৬। দেশের বাড়ি রামপুরহাটের খরুনগ্রামে হলেও কিরণকুমার বর্তমানে রামপুরহাটে মেয়ে জামাইয়ের সঙ্গে থাকতেন। কলকাতা যাত্রাপাড়ার খ্যাতিমান এই শিল্পী এক সময় বাংলা চলচ্চিত্রেও চুটিয়ে অভিনয় করেছেন। ‘মিস প্রিয়ম্বদা’, ‘দীপ নেভে নাই’, ‘বিজিতি’ প্রভৃতি চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছিল। কিরণকুমার ষাটের দশকে কলকাতায় ‘মঞ্জুলি’ নামে একটি যাত্রা অপেরা খুলেছিলেন। ওই অপেরার যাত্রা ‘অ্যান্টনি ফিরিঙ্গি’তে অ্যান্টনির ভূমিকায় তিনি প্রায় ১৫০০টি শোয়ে অভিনয় করেছেন।

বন্দুক ঘিরে আতঙ্ক
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা হবে। দুবরাজপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে একটি সরকারি কুয়ো থেকে জল তুলছিলেন এক বধূ। হঠাৎ দড়ি ছিঁড়ে বালতি পড়ে যায় কুয়োটিতে। কিছুক্ষণের মধ্যেই কাঁটা জোগাড় করে কুয়োর মধ্যে পড়ে যাওয়া বালতি তোলার চেষ্টা চালাচ্ছিলেন ওই বধূ। বালতির সঙ্গে উঠে এল একটি বন্দুক। ভয়ে সবকিছু ফের কুয়োর মধ্যে ফেলে দিলেন ওই বধূ। খরর পৌঁছয় পুলিশের কাছেও। একটি পাম্প দিয়ে জল তুলে বন্দুক উদ্ধারে লেগে পড়লেন কয়েকজন পুলিশকর্মী। ঘণ্টাখানেক পরে উদ্ধার হল সেই বন্দুক। বন্দুকই বটে। তবে সেটা এয়ারগান।

শ্রমিকের অপমৃত্যু
পাথর খাদানে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রামপুরহাটের আরান্দা পাথর খাদান এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম ফিরিমোহন টুডু (৪০)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডে। এ দিন কাজ করার সময় খাদানে পড়ে তাঁর মৃত্যু হয়। মৃতের দেহটি রামপুরহাট মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। ধর্ষণের অভিযোগ। মামার মেয়েকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রামপুরহাট থানা এলাকার ঘটনা। পুলিশ জানায়, তদন্ত চলছে।

‘মারধর’, আটক
শিব মন্দিরে জল ঢেলে ফেরার পথে মদ্যপ অবস্থায় একটি পেট্রোল পাম্পের কর্মীদর মারধর করার অভিযোগে বেশ কয়েকজনকে ধরে পুলিশের হতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজনগরের চন্দ্রপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বন্ডে সই করিয়ে মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়েছে।

স্কুলে ঘেরাও
শিক্ষকেরা প্রায়ই দেরিতে আসেনএই অভিযোগে মঙ্গলবার ইলামবাজারের খাদিমপুকুর প্রাথমিক স্কুলের শিক্ষকদের ঘেরাও করলেন অভিভাবকেরা। পরে মুচলেকা দিয়ে তাঁরা মুক্ত হন। শিক্ষকদের দাবি, অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। স্কুলের কাজে বাইরে থাকায় তাঁদের এ দিন আসতে দেরি হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.