টুকরো খবর
স্বাধীনতা দিবসের প্রস্তুতি ছিটমহলে
বাংলাদেশের ৪৪টি ছিটমহলে এবার ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের তোড়জোড় শুরু হয়েছে। বুধবার একযোগে কোচবিহার জেলার দিনহাট লাগোয়া মশালডাঙা, পোয়াতেরকুঠি, করলা, বাত্রিগছ, গোবড়াছড়া, বাকালিরছড়া, শিবপ্রসাদ মুস্তাফি থেকে মেখলিগঞ্জ লাগোয়া ছাটকুচলিবাড়ি, মৃগীপুরের মত ছিটমহলে স্বাধীনতা দিবস উদযাপন করবেন বাসিন্দারা। জাতীয় সঙ্গীত পরিবেশন, স্বাধীনতা দিবস বিষয়ক আলোচনা, সংগ্রামীদের জীবন সংক্রান্ত প্রশ্নোত্তর-সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের তদারকি করছেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির কর্তারা। কমিটির সহকারি সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “বাংলাদেশের ৫১টি ছিটমহলের মধ্যে জনবসতি রয়েছে ৪৪ টিতে। এবারে ওই সবকটি ছিটমহলেই আমরা সাড়ম্বরে ভারতের স্বাধীনতা দিবস পালন করছি। গতবারও এত সংখ্যক ছিটমহলে আমরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করতে পারিনি।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভারত ভূখণ্ড ঘেরা বাংলাদেশের ৫১ টি ও বাংলাদেশ ভূখন্ড ঘেরা ভারতের ১১১ ছিটমহল রয়েছে। দুই দেশে ছিটমহল বিনিময়ে চুক্তিও হয়েছে।

হিলারির শুভেচ্ছা
ভারতের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। তিনি বলেন, মহাত্মা গাঁধীর আন্দোলন, স্বাধীনতা লাভ ও ভারতের গণতান্ত্রিক ইতিহাস সারা বিশ্বের কাছে অনুপ্রেরণা। দীর্ঘ সময় ধরেই আমেরিকা ভারতের বন্ধু। ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ ও চিন্তাধারা দু’দেশের সম্পর্ককে মজবুত করেছে। সমস্যার মোকাবিলায় ভারত ও আমেরিকা পাশাপাশিই থাকবে বলে আশা প্রকাশ করেছেন হিলারি।

সুনীতার শুভেচ্ছা
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ভারতবাসীদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন সুনীতা উইলিয়ামস। এও বলেন, “আমি এই দেশের অংশ হতে পেরে গর্বিত।”

বিস্ফোরণে হত ৪৬
আফগানিস্তানের নিমরোজ এবং কুন্ডুক প্রদেশে আত্মঘাতী হামলায় মারা গেলেন অন্তত ৪৬ জন। ওই হামলার পাশাপাশি একটি ব্যস্ত বাজারে গাড়িবোমা বিস্ফোরণও হয়।

ধর্মাবতার নিয়ে প্রশ্ন
বিচারপতিদের ধর্মাবতার কেন বলা হবে, তা নিয়ে লাহৌর হাইকোর্টে প্রশ্ন তুললেন লস্কর নেতা হাফিজ সইদের আইনজীবী। বদলে স্যর বা জনাব-এ-আলি বলার অনুমতি চান তিনি।

উদ্যোগী পাকিস্তান
১৩ বছর ধরে পাকিস্তানেই রয়ে গিয়েছে এক মূক-বধির ভারতীয় কিশোরী গীতা। এ জানার পর তাঁকে দেশে ফেরানোর জন্য খোঁজখবর শুরু করেছে পাক সরকার।

দুই জীবিত উদ্ধার
ইরানের ভূকম্প বিধ্বস্ত এলাকা থেকে দু’জন জীবিত ব্যক্তিকে উদ্ধার করল উদ্ধারকারী দল। সরকারি সূত্রে খবর, ওই দুই ব্যক্তি ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের এক গ্রামের বাসিন্দা।

জিস্যাট-১০ উৎক্ষেপণ
২২ সেপ্টেম্বর ফরাসি গায়ানার কৌরু থেকে ইউরোপীয় রকেটের সাহায্যে উৎক্ষেপণ হবে জিস্যাট-১০। কৃত্রিম উপগ্রহটি অন্তত ১৫ বছর কর্মক্ষম থাকবে, জানিয়েছে ইসরো।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.