আজকের শিরোনাম
স্কুল নির্বাচনের প্রস্তুতি পর্বেই সংঘর্ষ বাঁকুড়ায়
একটি স্কুলের পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বাঁকুড়ার তালড্যাংরা। ওই নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। তৃণমূল কংগ্রেসের সমর্থকরা মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে বলে সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বাঁকুড়ার সিপিএম জেলা সম্পাদক অমিয় পাত্রের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। দফায় দফায় দু’পক্ষের সংঘর্ষে যথেষ্ট উত্তেজিত ওই এলাকা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়।

সংশোধনাগারে বন্দির আত্মহত্যার চেষ্টা
দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে নিজের গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা করলেন এক বিচারাধীন বন্দি। রামপিয়ারি দাস নামে ওই ব্যক্তি দীর্ঘ দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার টিটাগড় অঞ্চলে। আজ সকাল আটটা নাগাদ ব্লেড দিয়ে গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। নিরাপত্তারক্ষীদের নজরে আসা মাত্রই তাঁকে প্রথমে সংশোধনাগারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রচুর রক্তক্ষরণের ফলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় রাজ্যের সংশোধনাগারগুলিতে নজরদারির বিষয়টি ফের প্রশ্নের মুখে পড়ল।

অনশন প্রত্যাহার করলেন রামদেব
কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের ষষ্ঠ দিনে আজ অনশন প্রত্যাহার করলেন রামদেব। অনশন প্রত্যাহার করার পরেই ইউপিএ সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘‘সংসদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার। কালো টাকা ইস্যুতে ইউপিএ সরকার জনসাধারণের সমর্থন হারিয়েছে। ভোট হলে এই সরকারের পতন অবশ্যম্ভাবী।’’ কালো টাকা ইস্যুতে সরকার বিরোধী এই আন্দোলনে মুলায়ম সিংহ যাদব ও মায়াবতী তাঁকে সমর্থন জানিয়েছেন বলে জানান রামদেব। এ দিকে নিরাপত্তার কারণে রামদেব সমর্থকদের নয়াদিল্লির অম্বেডকর স্টেডিয়াম খালি করে দিতে নির্দেশ দিয়েছে পুলিশ। সমর্থকদের সঙ্গে স্টেডিয়াম ছেড়ে আজই হরিদ্বারের উদ্দেশে রওনা হচ্ছেন রামদেব।

দিনদুপুরে ছিনতাই ঘোলায়
দিনদুপুরে ব্যাঙ্কের সামনে থেকে এক মহিলার টাকার ব্যাগ ছিনতাই করে পালাল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ঘোলা থানা এলাকায়। ছিনতাই হওয়া ওই ব্যাগে নগদ ৪৯ হাজার টাকা ছিল বলে দাবি করেন মহিলা। ব্যাঙ্কের সামনে থেকে আচমকাই এক বাইক আরোহী তাঁর টাকার ব্যাগ ছিনতাই করে পালায় বলে ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পেয়িং গেস্ট ধর্ষণ-কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত
তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে আলিপুর এলাকার এক মহিলা পেয়িং গেস্ট গত ১০ জুলাই চেতলা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি যে বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন সেই বাড়ির মালিক ইন্দ্রনীল বসুর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ আনেন ওই মহিলা। পুলিশে অভিযোগ হয়েছে জানতে পেরে ওই দিন থেকেই বেপাত্তা ছিলেন ইন্দ্রনীল বসু। ঘটনার প্রায় এক মাস পর গত কাল রাতে চেতলা এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাকে আজ আলিপুর আদালতে তোলা হবে।

সল্টলেকের ঝোপ থেকে উদ্ধার সদ্যোজাত
ঝোপ থেকে উদ্ধার হল এক সদ্যোজাত। ঘটনাটি ঘটেছে সল্টলেকের সেক্টর-৩-এর কে বি ব্লকে। এলাকার মানুষের তত্পরতায় শিশুটিকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা শিশুটিকে এই ভাবে রেখে গিয়েছে তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.