|
|
|
|
|
|
|
খেয়াল রাখুন |
|
বিজনেস জার্নালিজম (বাণিজ্য সংক্রান্ত খবরের উপর সাংবাদিকতা)-এ স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু করল বিএসই ইনস্টিটিউট। এক বছরের পূর্ণ সময়ের কোর্স। পড়ানো হবে ৪টি মডিউলে ভেঙে। ক্লাস শুরু অগস্টের শেষ সপ্তাহে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছেন, সাংবাদিকতার খুঁটিনাটি ছাড়াও অর্থনীতি, আর্থিক বাজার, শেয়ার বাজারের মতো বিষয় পড়ানো হবে এই কোর্সে। শেখানো হবে কী ভাবে বিজনেস ও ফিনান্সিয়াল রিপোর্টিং করতে হয়, কর্পোরেট খবর সংগ্রহ করার পদ্ধতি কী, আর্থিক বিষয় সংক্রান্ত খবর কী ভাবে বিশ্লেষণ করা উচিত ইত্যাদি। স্নাতকে গড়ে ৫০% নম্বর থাকলে আবেদন করা যাবে। ইংরেজি ও স্থানীয় একটি ভাষায় দক্ষ হতে হবে। মুম্বইয়ে বিএসই ইনস্টিটিউটের চত্বরে ক্লাস হবে। ফোন নম্বর: ১৮০০ ২২ ৯০৩০। দেখুন http://pgpbj.bsebti.com ওয়েবসাইট। |
|
রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে শুরু হল এমএসসি ইন বায়োটেকনোলজি। এই প্রথম তাঁদের স্বীকৃতি নিয়ে কোনও বেসরকারি কলেজে বিষয়টি পড়ানো হবে, দাবি রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমীর বন্দ্যোপাধ্যায়ের। ভর্তির আবেদন করতে পারবেন জীববিজ্ঞানে ৪৫% নম্বর নিয়ে সাম্মানিক স্নাতকরা। ফোন নম্বর: ৯৮৩০৪ ২৮০১৬। দেখুন www.ige-india.com ওয়েবসাইট।
|
আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর |
|
|
|
প্রশ্ন: উচ্চ মাধ্যমিকে বিষয় ছিল রসায়ন, অঙ্ক, নিউট্রিশন ও জীববিজ্ঞান। আমি রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজে বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি পড়তে চাই। কোথায় বিষয় দু’টি পড়ানো হয় জানাবেন।
তীর্থঙ্কর দত্ত, হাওড়া
উত্তর: রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজে আপনি বায়োটেকনোলজি ও মাইক্রোবায়োলজি বিষয় দু’টি পড়তে পারেন, সেগুলি হল
• গুরুনানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পানিহাটি, ওয়েবসাইট: www.gnipst.ac.in
• ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বাদু, মধ্যমগ্রাম, ওয়েবসাইট: www.ige-india.com
• তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তমলুক, মেদিনীপুর, ওয়েবসাইট: www.timt.org.in
• স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, সোনারপুর স্টেশন রোড, ওয়েবসাইট: www.svist.org |
|
প্রশ্ন: আগামী বছর বিজ্ঞান নিয়ে ১০+২ এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেব। আর্কিটেকচার পড়ার ইচ্ছে। কিন্তু এর জন্য নাটা পরীক্ষা দিতে হয় শুনেছি। কলকাতা থেকে দূরে থাকায় এ সম্পর্কে ধারণা নেই। নাটা সম্পর্কে এবং আর্কিটেকচার পড়ার জন্য দেশ বা রাজ্যের প্রতিষ্ঠানগুলির নাম জানাবেন।
সুবীর বসু, জলপাইগুড়ি
উত্তর: রাজ্যের বা দেশের কোনও প্রতিষ্ঠানে আর্কিটেকচার পড়ার জন্য ন্যাশনাল অ্যাপ্টিটিউড টেস্ট ইন আর্কিটেকচার বা নাটা পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। ১০+২-এ ৫০% নম্বর এবং বিষয় হিসেবে অঙ্ক থাকলে পরীক্ষাটিতে বসা যায়। এর মাধ্যমে যাচাই করা হয় প্রার্থী আর্কিটেকচার নিয়ে পড়ার যোগ্য কি না।
রাজ্য ও রাজ্যের বাইরে প্রথম সারির যে প্রতিষ্ঠানগুলি আর্কিটেকচার পড়ায়, সেগুলি হল
(১) কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। পড়ানো হয় ব্যাচেলর ইন আর্কিটেকচার
(২) নয়াদিল্লির স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার। পড়ানো হয় ব্যাচেলর অফ আর্কিটেকচার। এই প্রতিষ্ঠানে পড়তে কলেজটির নিজস্ব একটি প্রবেশিকাতেও বসতে হয়
(৩) হাওড়ার শিবপুরে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি
(৪) কলকাতার ওমদয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশন
(৫) দূর্গাপুরের সনকা এডুকেশন ট্রাস্টস্ গ্রুপ অফ ইনস্টিটিউশন
(৬) ব্যারাকপুরের রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন
|
প্রশ্ন: বাণিজ্যে স্নাতক। কস্টিং পড়ি। কলকাতার কোথায় ‘স্যাপ’ ট্রেনিং পাব?
শুভঙ্কর সরকার
উত্তর: কলকাতায় ‘স্যাপ’ প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে উল্লেখযোগ্য ফিউচারসফ্ট। তাদের চারটি শাখা রয়েছে গোলপার্ক, চৌরঙ্গি, সল্টলেক সেক্টর ফাইভ ও উল্টোডাঙায়। দেখুন www.futuresoftmm.com ওয়েবসাইট। ইনফাইনাইট ইনফোটেকেও আছে কোর্সটি। দেখুন www.infiniteinfotech.net ওয়েবসাইট। |
|
|
|
|
|