টুকরো খবর
সংঘর্ষের আশঙ্কায় নানুরে ১৪৪ ধারা
তৃণমূলের দলীয় কার্যালয়ের দখলকে ঘিরে অশান্তির আশঙ্কা তৈরি হওয়ায় সোমবার নানুরের বাসাপাড়া বাজার ও সংলগ্ন এলাকায় অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করল প্রশাসন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নানুরের বাসাপাড়া বাজার এলাকায় অবস্থিত ওই দলীয় কার্যালয়টির দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে তৃণমূলেরই দু’টি গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছে। তারই জেরে রবিবার রাতে এবং সোমবার সকালেও ওই এলাকায় দু’টি গোষ্ঠীর মধ্যে দফায় দফায় বোমা বাজি চলে। যদিও তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতি অশোক ঘোষ-এর অভিযোগ, “তৃণমূল নামধারী কিছু সমাজবিরোধী সিপিএমকে অক্সিজেন জোগাতেই আমাদের দলীয় কার্যালয় দখল করে নিয়েছে।” সিপিএমের নানুর জোনাল কমিটির সম্পাদক হাসিবুর রহমান-এর অবশ্য পাল্টা দাবি, “ওই ঘটনায় আমাদের কেউই জড়িত নন। কার্যালয় দখলকে ঘিরে তৃণমূলেরই দু’টি গোষ্ঠীর মধ্যে কোন্দল বেঁধেছে।” জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা জানিয়েছেন, ওই এলাকায় শান্তি রক্ষার উদ্দেশ্যে পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

সমবায়ে জয়ী বাম প্রার্থীরা
কলিঠা সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে জয়ী হলেন বামপন্থী প্রগতিশীল প্রার্থীরা। রবিবারের ওই নির্বাচনে কংগ্রেস, তৃণমূল ও বাম সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ৯টি আসনেই বাম প্রার্থীরা জয় লাভ করেন। তৃতীয় স্থান পেয়েছেন শাসকদল তৃণমূলের প্রার্থীরা। এর আগে এই সমিতি কংগ্রেসের দখলে ছিল। সিপিএমের নলহাটি জোনাল কমিটির সম্পাদক সনৎ প্রামাণিক বলেন, “গ্রামের মানুষ তাঁদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না। তাঁরা বুঝতে পারছেন সরকারের কী অবস্থা। তাই তাঁরা কংগ্রেস ও তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।” যদিও নলহাটি ১ ব্লক কংগ্রেস সভাপতি আসাদুজ্জামানের যুক্তি, “ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার জন্য বাম প্রার্থীরা জয়ী হয়েছেন।” অন্য দিকে, তৃণমূলের জেলা সম্পাদক বিপ্লব ওঝা-র দাবি, “আমরা চেয়েছিলাম জোট করতে। কিন্তু কংগ্রেস তাতে রাজি হয়নি। তাই এই ফল।”

লক্ষাধিক টাকার চুরি রামপুরহাটে
ফের চুরি মন্দিরে। গত কয়েক মাস ধরে রামপুরহাট এলাকার মন্দিরগুলিতে চুরির ঘটনা বেড়েই চলেছে। তাতে নতুন সংযোজন বড়শাল গ্রামের সাড়ে তিনশো বছরের পুরনো কালীমন্দির। রবিবার গভীর রাতে মন্দিরের দরজার তালা খুলে প্রায় লক্ষাধিক টাকার গয়না চুরি হয়ে গেল। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে মন্দিরের চাতাল পরিস্কার করতে গিয়ে পুরোহিত নন্দদুলাল চট্টোপাধ্যায় মন্দিরের দরজার তালা খোলা দেখেন। ভেতরে ঢুকে দেখেন মূর্তির গায়ে কোনও গয়না নেই। ২০০২ সালে গ্রামবাসীদের সাহায্যে ওই মন্দিরের সংস্কার করা হয়েছিল। পুলিশ চোর বা চুরি যাওয়া সামগ্রী এখনও উদ্ধার করতে পারেনি। অন্য দিকে, রবিবার রাতেই রামপুরহাটের ১৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে চুরি হয়েছে।

দেহ উদ্ধার
রাস্তার পাশে জমে থাকা জলের মধ্যে থেকে এক তরুণের দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার দুবরাজপুর পুরসভা এলাকার পাওয়ার হাউস মোড়ের কাছাকাছি, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক ঘেঁষা ইরিগেশন কলোনির কাছ থেকে দেহটি মেলে। পুলিশ জানায়, মৃতের নাম নবিরুল খান (১৯)। বাড়ি দুবরাজপুর থানা এলাকার আদমপুর গ্রামে। সোমবার সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখে বাসিন্দারা পুলিশকে খবর দেন।

দুর্ঘটনায় মৃত্যু
বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনায় আহত চার জন পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি। দুর্ঘটনাটি ঘটে সোমবার সকালে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে পুরুলিয়া মফস্সল থানা এলাকায়। মৃত এস ডি বন্দ্যোপাধ্যায়ের (৮০) বাড়ি দুর্গাপুরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.