জল সমস্যা মেটাতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের (পিএইচই) উদ্যোগে দুটি পাম্প বসানো হয়েছিল। ৬ বছর আগে পাম্প বসানো হলেও তা চালু না হওয়ায় বাসিন্দাদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ সংযোগের অভাবে তা চালু করা যাচ্ছে না বলে পিএইচই দফতর সূত্রে জানানো হয়েছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা। বর্তমানে হরিশ্চন্দ্রপুরে পানীয় জল সরবরাহের জন্য একটি মাত্র পাম্প রয়েছে। তা বিকল হয়ে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বিদ্যুৎ বণ্টন কোম্পানির ভূমিকায় ক্ষুব্ধ পিএইচই। চার বছর আগে পাম্পের বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় টাকা দেওয়ার পরও সংযোগ দিতে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ। বিদ্যুত বণ্টন কোম্পানির নর্থ মালদহের ডিভিশনাল ম্যানেজার বরুণ বিশ্বাস বলেছেন, “বিষয়টি আমার জানা ছিল না। সম্প্রতি আমি দায়িত্ব নিয়েছি। শুধু হরিশ্চন্দ্রপুর নয়। যে সমস্ত এলাকায় পিএইচই-র বিদ্যুৎ সংযোগ প্রয়োজন সেগুলিকে প্রাধান্য দিয়ে জরুরি ভিত্তিতে সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে।” হরিশ্চন্দ্রপুরে জল সরবরাহের জন্য একটি পাম্প রয়েছে। তা দিয়েই ৮টি মৌজায় জল সরবরাহ করা হয়। আর পাম্পটি বিকল হয়ে পড়লে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় পিএইচই দফতরের আধিকারিকদের। সমস্যা মেটাতে ২০০৭ সালে হরিশ্চন্দ্রপুরে ৪০ লক্ষ টাকা খরচ করে নতুন দুটি পাম্প বসানো হয়। ২০০৯ সালে প্রয়োজনীয় টাকাও জমা করা হয়েছে। চাঁচল মহকুমার পিএইচই-র সহকারি বাস্তুকার গৌতম দত্ত বলেন, “চার বছর আগে দুটি পাম্পে বিদ্যুৎ সংযোগের জন্য টাকা জমা দেওয়ার পর আজও সংযোগ মেলেনি। বহুবার বিদ্যুৎ বন্টন কোম্পানিকে বিষয়টি জানানো হয়েছে।”
|
বিয়েবাড়িতে হাজির হয়ে নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ-প্রশাসন। মালদহের চাঁচলের কুশমাই এলাকায় রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। এদিনই সন্ধ্যায় ছিল নবম শ্রেণির পড়ুয়া ওই ছাত্রীর বিয়ের অনুষ্ঠান। খবর পেয়েই দুপুরে পুলিশ নিয়ে এলাকায় পৌঁছন চাঁচলের বিডিও ভূপ্রভা বিশ্বাস। না জেনে মেয়ের বিয়ে দিচ্ছিলেন বলে পুলিশকে মুচলেকা দিয়ে পার পান নাবালিকার বাবা বকসেদ আলি। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “চাঁচলে এক নাবালিকার বিয়ে বন্ধ করা হয়েছে। নাবালিকার বিয়ে দেওয়া যে বেআইনি তা জানতেন না বলে বাবা মুচলেকা দেওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, কুশমাই এলাকার দিনমজুর বকসেদ আলির ৪ মেয়ে। বড় মেয়ে মৌসুমী খাতুন সন্তোষপুর হাই মাদ্রাসায় নবম শ্রেণির ছাত্রী। প্রতিবেশী মতিয়ুর রহমানের ছেলে রেজাউল হকের সঙ্গে এদিনই বিয়ে হওয়ার কথা ছিল মৌসুমীর। তার আগেই পুলিশ-প্রশাসনের কর্তারা বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন। ধৃত আরও এক। মালদহের হরিশ্চন্দ্রপুরের ভালুকাবাজারে নাবালিকা প্রতিবন্ধীকে গণধর্ষণের ঘটনায় আর এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে সোনাকুল এলাকা থেকে তাকে ধরা হয়। ওই ঘটনায় দুই অভিযুক্ত ধরা পড়লেও আরও এক অভিযুক্তকে পুলিশ খুঁজছে। ধৃতের নাম মহম্মদ মহিউদ্দিন। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নাবালিকার সোনার দুলও। ২৮ জুলাই গণধর্ষণের ঘটনা ঘটে।
|
রাস্তা সংস্কারের দাবিতে দু’ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। রবিবার বেলা ১১ টা থেকে রায়গঞ্জের কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের উদয়পুরের কয়েকশো বাসিন্দা রায়গঞ্জ-বালুরঘাট ১০ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ১টা নাগাদ ব্লক প্রশাসন ও পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় উদয়ন ক্লাব মোড় থেকে গার্লস স্কুল মোড় হয়ে বারোয়ারি ক্লাব মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে। প্রতিদিনই ওই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। বৃষ্টি হলেই ওই রাস্তায় জল দাঁড়িয়ে যায়। বাসিন্দারা সমস্যায় পড়েন। আন্দোলনকারীদের পক্ষে আশিস কর বলেন, “পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কর্তাদের সমস্যার কথা জানিয়ে কোনও লাভ হয়নি।” |