পোশাকে পঞ্চাশ শতাংশ ছাড় সম্ভব। আলমারি, ফ্রিজে ছাড়, অবাক হওয়ার কিছু নেই। তাই বলে ওষুধে! হ্যাঁ, ৫০-৮০ শতাংশ ছাড় দিয়ে দেদার বিক্রি হচ্ছে হিসট্যাক, টেড-ভ্যাক, ফেমিলন মেট্রোজিল, মাদক হিসাবে ব্যবহৃত আরও নানা ধরনের ওষুধ। দেখে যান দক্ষিণ দিনাজপুরে জলঘর হাটে। গত পুজোয় পেরিয়েছে এক্সপায়ারি ডেট তবু কম দামে তা কিনে ঘরে ফিরছেন গ্রামের মানুষ। তারিখ দেখে ওষুধ কেনার ‘কনসাসনেস’ এখনও তাদের আসেনি। অন্তজ গ্রামীণ মানুষের এই অজ্ঞতার সুযোগে এ-সব ওষুধ বিক্রি করছে ব্যবসায়ীরা। মুড়িমুড়কির দরে। জলঘর তেমন প্রত্যন্ত নয়। |
এলাকায় কয়েকটি দোকান থাকলেও, কম দামে ওষুধ পাওয়ার আশায় গ্রামের গরিব মানুষ ফি শুক্রবার ছুটে যান জলঘর হাটে। প্রায় জলের দরে কিনে আনেন ‘বিষ’। পরের সপ্তাহে হাটে আসা ওই মুখগুলো যে আবার দেখা যাবে এমন নিশ্চয়তা নেই। নিঃশব্দে হয়তো মুখগুলো ছবি যাবে। আমরা, প্রশাসন তা জানতেও পারব না। তাই জলঘর হাটের ওই মানুষগুলোর কাছে গিয়ে এক বার সে কথা বুঝিয়ে আসি চলুন।
সন্দীপন নন্দী, বালুরঘাট |
এই বিভাগে চিঠি পাঠান সম্পূর্ণ নাম ও ঠিকানা উল্লেখ করে।
উত্তরের চিঠি
আনন্দবাজার পত্রিকা প্রাঃ লিঃ,
১৩৬/৮৯ চার্চ রোড,
শিলিগুড়ি-৭৩৪৪০১ |
|