সংসদ অভিযান: বাবা রামদেব গ্রেফতার |
কালো টাকা-সহ নানা দুর্নীতির প্রতিবাদে দিল্লির রামলীলা ময়দানে অনশনে বসেছিলেন বাবা রামদেব। আজ সেখান থেকে সংসদ অভিযানের কথা ছিল তাঁর। কিন্তু দিল্লি পুলিশের পক্ষ থেকেও রামদেবের সংসদ অভিযান আটকানোর জোর কদমে ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনা মতই রঞ্জিত্ সিংহ উড়ালপুলের কাছেই তাঁকে ও তাঁর অনুগামীদের পথ আটকায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে বাবা রামদেব-সহ বেশ কয়েকজন অনুগামীকে। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া রামদেব অনুগামীদের বাসে করে বাওয়ানা নিয়ে যাওয়া হবে। এ দিকে, আইন নিজেদের হাতে না নিয়ে সমস্ত সমর্থকদের গ্রেফতার বরণের নির্দেশ দিলেন রামদেব। তাঁকে যে বাসে তোলা হয়েছে সেই বাসটি ঘিরে ফেলেছেন সমর্থকরা। ফলে রামদেবকে গ্রেফতার করা হলেও নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
|
রাজ্য বিধানসভার ৭৫ বছর পূর্তি |
আজ রাজ্য বিধানসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দু’দিন ধরে অনুষ্ঠান চলবে বিধানসভা চত্বরে। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল-সহ ১২টি রাজ্যের স্পিকার। জানা গিয়েছে, আজ সংবর্ধনা দেওয়া হবে ৮ প্রবীণ বিধায়ককে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যপাল। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় বিধানসভার গুরুত্ব অনেক। অনেকেই দীর্ঘ দিন এর সদস্য রয়েছেন। আজ সকলের একসঙ্গে মিলিত হওয়ার এক বিরল মুহূর্ত এসেছে। এছাড়াও তিনি বলেন, গণতন্ত্র পালিত হচ্ছে আজ।
|
কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু ছাত্রের |
অজানা জ্বরে মৃত্যু হল এক নবম শ্রেণির ছাত্রের। তাঁর নাম দেবব্রত ভট্টাচার্য। সে কলকাতার ৯৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জ্বরে আক্রান্ত হয়ে দেবব্রত দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিল। সে হেমারেজিক ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছিল বলে মনে করছেন চিকিত্সকরা। রক্তের নমুনায় ডেঙ্গির লক্ষণও মিলেছে, জানিয়েছেন চিকিত্সকরা। বেশ কিছু দিন আগেও ডেঙ্গির হানায় মৃত্যু হয়েছিল এক মহিলার। একেই বর্ষার মরসুম ও তার উপর ডেঙ্গির উপদ্রব—সব মিলিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে শহরে।
|
পূর্ব মেদিনীপুরে আত্মহত্যা মাছ চাষির |
বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক মাছ ব্যবসায়ী। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের বিধুবাহারিতে। জানা গিয়েছে, ওই ব্যক্তি বাগদা চিংড়ি চাষের জন্য ঋণ নিয়েছিলেন। কিন্তু এ বার চাষে তেমন লাভ করতে পারেননি। চাষের টাকা না ওঠায় বেশ কয়েক দিন ধরে তিনি অবসাদে ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এক মাছ চাষির কথায়, শুধু এই ব্যক্তিই নয় গোটা মেদিনীপুর জুড়েই মাছ চাষিদের অবস্থা প্রায় একই। মাছের দাম হঠাত্ করে পড়ে যাওয়ায় খুবই সমস্যায় পড়েছেন তারা।
|
বার্নপুরে ছাত্রী খুনে ধৃত ১ |
গত বুধবার দ্বিতীয় শ্রেণির ছাত্রী পুষ্পা ঠাকুরের খুনের ঘটনার বেশ কয়েকদিন ধরে উত্তেজনার একটা আবহ তৈরি হয়েছিল বার্নপুরে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে দফায়-দফায় বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়েও। তবে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ গ্রেফতার করা হয়েছে সুকান্ত সরকার ওরফে রাবণ নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার দিন সুকান্তকে পুষ্পার স্কুলের পাশে ঘুরতে দেখা গেছে। অন্য দিকে, মেয়েটির বাবার সঙ্গে পুরনো বিবাদের জেরে এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। আজ ওই দুষ্কৃতীকে আসানসোল আদালতে তোলা হবে।
|