বৃষ্টি ভেজা মাঠেই রবিবার প্রথম অনুশীলনে নেমে পড়লেন প্রয়াগের নতুন বিদেশি কার্লোস হার্নান্ডেজ। কোস্টা রিকান এই অ্যাটাকিং মিডফিল্ডার এ দিন মূলত ফিজিক্যাল ট্রেনিং করলেন। তিনি যে এখনই পুরো ৯০ মিনিট খেলার অবস্থায় নেই স্পষ্টই জানালেন সেটা। |
প্রয়াগের অনুশীলনে কার্লোস। রবিবার। -নিজস্ব চিত্র |
কার্লোসের কথায়, “৬০-৭০ মিনিট খেলতেই পারি। তবে এখনই পুরো ৯০ মিনিট খেলতে পারব না।” বাকিদের অনুশীলনের দিকেও নজর ছিল। প্র্যাক্টিস শেষে বলছিলেন, “কোস্টা রিকায় অনেক বেশি ছোট পাসে খেলানো হয়। এখানে অতটা নয়।” সেই সঙ্গে জানান, নিজের দেশে কৃত্রিম মাঠে খেলার অভ্যাস। তাই যুবভারতীতে খেলতে কোনও সমস্যাই হবে না। কার্লোস বলছেন, “পুরো সময় না খেলতে পারলেও, প্রয়াগের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছি।” জানান, তাঁর পছন্দের পজিশন ঠিক স্ট্রাইকারের পিছনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা। |