টুকরো খবর
অর্ধেকেরও কম বেতন নিলেন অনিল অম্বানী
ভারতী এয়ারটেল কর্তা সুনীল ভারতী মিত্তল, উইপ্রোর আজিম প্রেমজি এবং রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মুকেশ অম্বানীর পর এ বার অনিল অম্বানী। বেতন হিসাবে গত ২০১১-’১২ সালে তাঁর প্রাপ্য অর্থের থেকে অনেকটাই কম নিলেন মুকেশের ভাই। অনিল ধীরুভাই অম্বানী গোষ্ঠীর চেয়ারম্যান হিসেবে গোষ্ঠীর চার সংস্থা, রিলায়্যান্স কমিউনিকেশন্স, রিলায়্যান্স পাওয়ার, রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচার ও রিলায়্যান্স ক্যাপিটাল থেকে তাঁর পাওয়ার কথা ১৭ কোটিরও বেশি। কিন্তু অনিল নিলেন মাত্র ৫.৫ কোটি। যা তার আগের বছরের থেকে দুই তৃতীয়াংশ কম, জানিয়েছে সংস্থার বার্ষিক রিপোর্ট। শিল্পমহল সূত্রে খবর, মন্দার আবহে সংস্থার খরচে রাশ টানার এই উদ্যোগে সামিল হয়ে গত বছর সুনীল ভারতী মিত্তলও তাঁর ২১.৩ কোটি টাকা বেতনের ২২% কম নিয়েছেন। প্রাপ্য অর্ধেক করে ১.৯ কোটি টাকা নিয়েছেন আজিম প্রেমজি। আর গত চার বছর ধরে বেতনের ঊর্ধ্বসীমা বার্ষিক ১৫ কোটিতেই বেঁধে রেখেছেন মুকেশ।

আস্থা-সূচক কমার ইঙ্গিত
অর্থমন্ত্রী পি চিদম্বরমের আশ্বাস দেশের শিল্পমহলে কতটা সাড়া ফেলবে তা সময়ই বলবে। কিন্তু দেশে ব্যবসার সম্ভাবনা নিয়ে সিআইআইয়ের আস্থা-সূচক আপাতত খুব একটা আশার আলো দেখাতে পারছে না। বরং চলতি অর্থবর্ষের এপ্রিল-জুনের চেয়ে জুলাই-সেপ্টেম্বর’-এ আস্থা-সুচক কিছুটা নামবে, ইঙ্গিত মিলেছে সিআইআই-এর সমীক্ষাতেই। এপ্রিল-জুনে আস্থা-সুচক বেড়ে হয় ৫৫.০। কিন্তু শিল্পমহলে সমীক্ষা চালিয়ে সিআইআই-এর দাবি, পরের তিন মাসে তা ৫১.৩-এ নেমে আসবে। কারণ মূলত সেই একই আর্থিক সংস্কারে পিছিয়ে পড়া, কারখানায় পণ্য তৈরির খরচ বৃদ্ধি, ঋণ পাওয়ার সমস্যা, জমি-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক শ্লথতা ইত্যাদি। চিদম্বরমের বক্তব্যকে উৎসাহব্যঞ্জক বললেও শিল্পমহল দাবি তুলছে, এখন চাই জরুরি ভিত্তিতে পড়ে থাকা কাজে গতি আনা, সংস্কার পর্ব এগিয়ে নিয়ে যাওয়া। যতদিন ওই সব প্রতিবন্ধকতা না -সরছে, ততদিন লগ্নিকারীদের আস্থা ফেরা নিয়ে সন্দিহান তারা।

জালে ইলিশ
খরা কাটিয়ে অবশেষে ইলিশের বান এল। গত তিন দিনে দিঘা মোহনায় প্রায় ১০০ টন ইলিশ ধরা পড়েছে। গড়ে ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ছোট ইলিশের সংখ্যাই অবশ্য বেশি। ছোট হলেও বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে তা। ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে ইলিশ কিনে তৃপ্তির হাসি ভোজনরসিক বাঙালির মুখে-চোখে। দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সচিব শ্যামসুন্দর দাস জানিয়েছেন, ভরা মরসুমেও ইলিশের খরা থাকায় মাথায় হাত পড়েছিল মৎস্যজীবীদের। অনেক ট্রলার বসে গিয়েছিল। শ্রাবণের শেষ সপ্তাহে পূবালী হাওয়া আর ঝিরঝিরে বৃষ্টিতে প্রচুর ইলিশ জালে ওঠায় স্বস্তি ফিরে এসেছে। আশার আলো দেখছেন মৎস্যজীবীরাও।

নতুন নিয়োগ
এইচ এম নেরুরকর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেটাল্স-এর নতুন প্রেসিডেন্ট হয়েছেন। তিনি টাটা স্টিলের এমডি। রভনীত গিল ভারতে ডয়েশ ব্যাঙ্কের সিইও হয়েছেন। ভাস্কর জ্যোতি শর্মা এসবিআই জেনারেল ইনশিওরেন্স-এর এমডি এবং সিইও হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.