আজকের শিরোনাম
অলিম্পিকের ফাইনালে সুশীল
ছবি: পিটিআই
অলিম্পিকের ৬৬ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে জয়ের ধারাকে অব্যাহত রাখলেন সুশীল কুমার। প্রথম রাউন্ডে তুরস্কের প্রতিপক্ষ সাহিন রামাজান-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন তিনি। এর পর কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের ইখতিওর নাভরুজোভ-কে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেন সুশীল। সেমিফাইনালে কাজাখস্তানের তানাতারোভ আখজুরেকে ৬-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছলেন তিনি। এর ফলে লন্ডন অলিম্পিকে আরও একটি পদক ‘ছিনিয়ে’ নিচ্ছে ভারত। ফাইনালে সুশীলের প্রতিদ্বন্দ্বী জাপানের তাতসুহিরো ইওনেমিত্সু।

ইরানে ভূমিকম্পে মৃত ২৫০, আহত ১,৮০০
ছবি: এপি
ইরানের তাব্রিজ শহরের উপকণ্ঠে এক ভয়াবহ ভূমিকম্পে মারা গেলেন ২৫০ জন। আহত হয়েছেন ১,৮০০ জনেরও বেশি। ৬.৩ ও ৬.৪ মাত্রার পর পর দু’টি কম্পণে কেঁপে ওঠে তাব্রিজ ও তার আশে-পাশের বিস্তীর্ণ অঞ্চল। আতঙ্কে অনেকে ঘরের বাইরে খোলা আকাশের নীচে রাত কাটান। ৬টি গ্রামও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়েছে বহু মানুষ। উদ্ধার কাজ চলছে। উদ্ধারকারীদের ধারণা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

জালিয়াতির অভিযোগে গ্রেফতার
রয়েড স্ট্রিটের একটি বেসরকারি নির্মাণ সংস্থার পরিদর্শক অঞ্জয় দেবনাথ-কে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। গত জুন মাসে সংস্থার মালিক হিসেবে গরমিল দেখে অঞ্জয়বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। হিসেবে ৩-৪ লক্ষ টাকা গরমিলের সন্ধান মেলে তদন্তে। এর পরই গতকাল রাতে হাবরার বাড়ি থেকে অঞ্জয় দেবনাথ ওরফে সাজুকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাকে আলিপুর আদালতে তোলা হয়েছে।

এসএসকেএম হাসপাতালের ভিতর সাপ
এসএসকেএম হাসপাতালের কার্জন ওয়ার্ডের দোতলায় একটি বিষধর চন্দ্রবোড়া সাপ দেখে আতঙ্ক ছড়াল রোগী-কর্মচারীদের মধ্যে। পরে হাসপাতালের কর্মচারীরা সাপটিকে পিটিয়ে মারেন। হাসপাতালের মধ্যে কী ভাবে সাপ এল তা নিয়ে যথেষ্ট ধন্দে সকলে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.