রাজ্যে নারী নিগ্রহের বিভিন্ন ঘটনার মোকাবিলায় পুলিশ যে নিষ্ক্রিয় হয়ে বসে নেই, সেই দাবি জানাতে শুক্রবার মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণত ডিজি সাংবাদিকদের মুখোমুখি হন না। কিন্তু মহাকরণ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি আজ এই কাজ করেছেন।
এ দিন তিনি বলেন, “সম্প্রতি আসানসোল, বীরভূম, হুগলি ও হাওড়ার মতো জেলায় মহিলাদের নিয়ে কয়েকটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে আমরা শক্ত হাতে মোকাবিলার নির্দেশ দিয়েছি। পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের বলেছি, ভবিষ্যতে এই ধরনের ঘটনা আটকাতে কঠোর ব্যবস্থা নিন।” পুলিশি তৎপরতায় গত বছর হুগলির গুড়াপে এক মহিলা নিগ্রহের ঘটনায় অভিযুক্তরা আদালতে শাস্তি পেয়েছে। ওই ঘটনার উল্লেখ করে ডিজি বলেন, “এটা একটা বড় ব্যাপার। জেলার পুলিশ কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, মহিলা নিগ্রহের যে কোনও ঘটনায় এমন তৎপরতা দেখাতে হবে, যাতে দুষ্কৃতীরা উপযুক্ত শাস্তি পেতে পারে।” মহিলাদের উপর অত্যাচারের যে কোনও অভিযোগ লিপিবদ্ধ করার জন্য প্রত্যেকটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান নপরাজিতবাবু। |
মহাকরণে ডিজি।—নিজস্ব চিত্র |
রাজ্য সরকারের দাবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে, পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বাড়েনি। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ভাবে ঘটা কয়েকটি ঘটনা নিয়ে বিরোধী এবং সংবাদমাধ্যম নাগাড়ে নেতিবাচক প্রচার চালাচ্ছে বলে মনে করে সরকার। রাজ্যের দাবি, প্রতিটি ঘটনায় সক্রিয় ভূমিকা নিচ্ছে পুলিশ। মহাকরণ সূত্রের মতে, এই বার্তা দিতেই এ দিন মুখ খোলেন ডিজি।
এ দিন বন্দিমুক্তি প্রসঙ্গে তিনি জানান, রাজ্য সরকারের তৈরি বন্দিমুক্তি কমিটির সুপারিশের ভিত্তিতে বেশ কয়েক জনকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু এঁদের মধ্যে কয়েক জন ফের ‘অসামাজিক কাজকর্মে’ যুক্ত হয়ে পড়ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কিছু সংগঠন তাঁদের উৎসাহ দিচ্ছে। তাঁরা যাতে বেপরোয়া হয়ে উঠতে না পারেন, তার জন্য রাজ্য সরকার নজর রাখছে।
এ দিকে, গুড়াপ-কাণ্ডের পরিপ্রেক্ষিতে চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মহিলা কমিশনের পাঁচ জনের একটি দল শুক্রবার পাঁচটি হোম পরিদর্শন করেন। কিন্তু সেখানে তেমন কোনও অনিয়মের খোঁজ মেলেনি বলে জানিয়েছেন সুনন্দাদেবী। তিনি বলেন, “লিলুয়া হোমেও আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। কিছু দিনের মধ্যেই সেখানে যাব।” সুনন্দাদেবী জানান, সাম্প্রতিক কিছু ঘটনার পরে সরকারি ও বেসরকারি হোমগুলিতে নজরদারি চালাচ্ছে রাজ্য মহিলা কমিশন। |