|
|
|
|
ছাত্রাবাসে জল নেই, কলেজে বিক্ষোভ আবাসিক পড়ুয়াদের |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
টানা তিন দিন হস্টেলে জল না থাকায় ঝাড়গ্রাম রাজ কলেজের আবাসিক পড়ুয়ারা শুক্রবার কলেজের মেন গেট ও গ্রন্থাগার-সহ বিভিন্ন বিভাগের দরজায় তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন। আবাসিক ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে এদিন কলেজের পঠনপাঠন ব্যহত হয়। |
|
ছবি: দেবরাজ ঘোষ। |
ঝাড়গ্রাম রাজ কলেজে তিনটি হস্টেল। দু’টি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস। অভিযোগ, তিনটি হস্টেলেই দীর্ঘদিন ধরে জলের সমস্যা রয়েছে। জলোত্তলন-পাম্প ও জল সরবরাহকারী পাইপ লাইনগুলির উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে মাঝে মধ্যেই জল সরবরাহ ব্যহত হয়। এর মধ্যে গত তিনদিন ধরে কলেজের দু’টি ছাত্রাবাসে স্নান ও পানীয় জল সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। ছাত্রীনিবাসে জল সরবরাহ থাকলেও অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে যাওয়ায় পানীয় জলের সমস্যা হচ্ছে। ক্ষুব্ধ আবাসিক পড়ুয়ারা এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ থালা, বাটি ও মগ নিয়ে কলেজে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। আবাসিক ছাত্র বাসুদেব মুর্মু, কল্লোল ঘোষ ও কালিশঙ্কর ঘানাদের অভিযোগ, “বার বার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”
বিক্ষোভের জেরে এ দিন কলেজ কর্তৃপক্ষ ঝাড়গ্রাম পুরসভার সঙ্গে যোগাযোগ করে জলের গাড়ির ব্যবস্থা করেন। হস্টেলের জল সরবরাহের দেখভালের দায়িত্বে থাকা পূর্ত দফতরের বাস্তুকার ও কর্মীরা আসেন। তার পর দুপুর ১টা নাগাদ বিক্ষোভ ওঠে। পাইপ লাইনের ত্রুটির কারণে হস্টেল দু’টির ছাদের ট্যাঙ্কে জল তোলা যাচ্ছে না বলে জানান পূর্ত-আধিকারিকরা। কলেজের ভারপ্রাপ্ত-অধ্যক্ষ বরুণ দাস বলেন, “সমস্যার কথা জানতে পেরেই দ্রুত যথাযথ পদক্ষেপ করা হয়।” ওই দু’টি ছাত্রাবাসে জল সরবরাহ স্বাভাবিক হতে দু’তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন পূর্ত-কর্মীরা। |
|
|
|
|
|