|
|
|
|
ডেবরা কলেজ |
ফের প্রহৃত টিএমসিপি কর্মী |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফের ডেবরা কলেজ ক্যাম্পাসে প্রহৃত হলেন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) এক কর্মী। তাঁর নাম সূর্যকান্ত হোড়। এই ছাত্রের বিরুদ্ধেও অনার্স পাইয়ে দেওয়ার নাম করে এক ছাত্রীর থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছিল। অভিযোগ, শুক্রবার দুপুরে কলেজ ক্যাম্পাসে কয়েকজন ছাত্র তাঁকে মারধর করেন। এঁদের অনেকে টিএমসিপি’র সমর্থক বলে পরিচিত। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ডেবরা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।
টিএমসিপি নেতৃত্ব অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। ওই ছাত্র সংগঠনের ডেবরা ব্লক সভাপতি প্রদীপ কর বলেন, “ক্যাম্পাসে মারধরের কোনও ঘটনা ঘটেছে বলে জানি না। এ সবই ছাত্র পরিষদ-এসএফআইয়ের চক্রান্ত।” কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র বেরার বক্তব্য,“ ক্যাম্পাসের মধ্যে একটা ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ দেখছে।” বুধবার দুপুরেও কলেজের সামনে দুই টিএমসিপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। অধ্যক্ষের স্ট্যাম্প সহ রসিদ জাল করার ঘটনা ঘটেছে ডেবরা কলেজে। কলেজ কমিটির সিদ্ধান্ত মত ইতিমধ্যে পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অনার্সে ভর্তি করে দেওয়ার নাম করে এখানে একাধিক ছাত্রছাত্রীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে টিএমসিপি’র একাধিক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে প্রশান্ত নায়েক নামে একজন আবার ছাত্র সংসদের প্রতিনিধি। ইতিমধ্যে তাঁকে ‘শো-কজ’ করা হয়েছে। শুক্রবার যাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ, সেই সূর্যকান্তের বিরুদ্ধেও অনার্সে ভর্তি করে দেওয়ার নাম করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এদিন দুপুরে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে কলেজে এসেছিলেন টিএমসিপি’র ওই কর্মী। তখনই কয়েকজন ছাত্র তাঁকে মারধর করেন। সেই সময় স্ট্যাম্প কান্ডের তদন্তে কলেজে এসেছিল পুলিশও। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শুক্রবারের ঘটনায় ফের ‘বিড়ম্বনায়’ পড়েছেন টিএমসিপি নেতৃত্ব। সংগঠনের কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন সূর্যকান্ত। তাই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ছাত্র পরিষদের দাবি, পুলিশ সঠিক ভাবে স্ট্যাম্প কান্ডের তদন্ত করলে এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন টিএমসিপি নেতা- কর্মীর নাম জড়িয়ে যাবে। কারণ, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রীর কাছ থেকেই অর্থ আদায় করা হয়েছে। |
|
|
|
|
|