প্রদীপ মজুমদার, প্রদীপ চৌধুরী ও চিন্ময় চক্রবর্তী এই তিন শিল্পী নিয়মিত একসঙ্গে প্রদর্শনী করেন। সম্প্রতি তাঁদের সম্মেলক প্রদর্শনী হল গ্যালারি কেমোল্ডে। মূর্ত ও বিমূর্তের দ্বৈত নিয়ে অনুশীলন তিনজনেরই। প্রদীপ মজুমদার লৌকিক সারল্যে মানবীর অবয়বে অলৌকিক সৌন্দর্য আনতে চেষ্টা করেছেন। পাহাড় নিয়ে করা নিসর্গটিতে মূর্তের মধ্যে বিমূর্তকে ছুঁয়ে গেছেন। প্রদীপ চৌধুরী বিমূর্ত থেকে মূর্ততায় ফিরতে চাইছেন। চিন্ময় চক্রবর্তী নিরবয়বের সাধনাতেই নিমগ্ন আছেন। সাদা প্রেক্ষাপটে বর্ণিল ছায়াতপের সুরেলা ঐকতানে করা রচনাটিতে তাঁর নিবিষ্ট প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.