একই দিনে একই স্টেশনে দু’বার যান্ত্রিক গোলযোগে থমকাল মেট্রো। শুক্রবার দুপুরে গোলমাল হয় সাধারণ রেকে, রাতে এসি রেকে। মেট্রো সূত্রের খবর, দুপুরে এসপ্ল্যানেডে একটি রেকের ব্রেক নিয়ে সমস্যা হয়। পনেরো মিনিট ডাউন লাইনে বন্ধ থাকে মেট্রো। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার (সাধারণ) প্রত্যুষ ঘোষ বলেন, “রাতে একটি এসি রেকের কামরার নীচ থেকে আগুনের ফুলকি দেখে ট্রেনটি থামানো হয়।” তখন দমদম থেকে সেন্ট্রাল ও ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চালিয়ে অবস্থা সামালানোর চেষ্টা হয়।
|
বন্ধ ফ্ল্যাট থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। শুক্রবার বিকেলে, কড়েয়া থানার পাম অ্যাভিনিউয়ে। মৃতের নাম অনিরুদ্ধ চক্রবর্তী (৪৭)। তিনি পেশায় সাংবাদিক। পুলিশ জানায়, ঘটনার সময়ে অনিরুদ্ধবাবুর স্ত্রী ও মেয়ে ফ্ল্যাটে ছিলেন না। একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। তাতে অবশ্য এই ঘটনায় অনিরুদ্ধবাবু কাউকে দায়ী করেননি বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
প্রাতর্ভ্রমণে বেরোনো বৃদ্ধাদের হার ছিনতাই করত তারা। এই ধরনের একটি দলের ছ’জনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম মনোজ ঘোষ, রঞ্জন দাস, রিপন মাইতি ওরফে বিট্টু, সুরজিৎ দত্ত ওরফে পাপাই, রনি হালদার, রাজীব বিশ্বাস। |