কয়লার ব্লক পাওয়ার পরও তা ফেলে রাখা রুখতে আরও কড়া হচ্ছে কেন্দ্র। এ বার কোনও সংস্থা নিজের ব্যবহারের জন্য ব্লক পাওয়ার পর নির্দিষ্ট সময়ে কয়লা তোলা শুরু না-করলে তাদের ব্যাঙ্ক গ্যারান্টির অর্থ কেটে নেওয়া হবে বলে জানাল তারা। এ বিষয়ে নির্দেশিকা তৈরি করেছে কয়লা মন্ত্রক। প্রথমে সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে ১৮টি সংস্থার ক্ষেত্রে। উল্লেখ্য, খনিতে সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন এবং সারা বছরে গড় উত্তোলনের উপর ভিত্তি করে ধার্য হয় কেন্দ্রকে দেয় রয়্যালটির অঙ্ক। এক বছরের রয়্যালটির সমান টাকাই গ্যারান্টি হিসাবে দেয় সংস্থাগুলি।
|
আশঙ্কার মেঘ ক্রমেই গাঢ় হচ্ছে চিনের অর্থনীতিকে ঘিরে। শুক্রবার তাতে নতুন করে ইন্ধন জুগিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির আমদানি-রফতানির খতিয়ান। জুলাইয়ে চিনের রফতানি মাত্র ১% বেড়ে হয়েছে ১৭,৬৯০ কোটি ডলার। আর আমদানিও ৪.৭% বেড়ে হয়েছে ১৫,১৮০ কোটি। ফলে বাণিজ্য উদ্বৃত্ত কমে হয়েছে ২,৫১০ কোটি ডলার। মার্কিন মুলুক এবং ইউরোপের বেহাল দশার মধ্যে ঘুরে দাঁড়ানোর জন্য মূলত চিন এবং ভারতের দিকেই তাকিয়ে বিশ্ব অর্থনীতি। কিন্তু এখন বিশ্বের সব থেকে সম্ভাবনাময় এই দুই বাজারেও মন্দার ছাপ ধীরে ধীরে স্পষ্ট হওয়ায় দুশ্চিন্তার ভাঁজ গভীর হচ্ছে অর্থনীতিবিদদের কপালে।
|
হোন্ডা সিয়েল কার-এ ঊষা ইন্টারন্যাশনালের পুরো শেয়ার ১৮০ কোটি টাকায় কিনে নিল জাপানের হোন্ডা মোটর। ফলে শেষ হল হোন্ডার সঙ্গে এই ভারতীয় অংশীদারের ১৬ বছরের গাঁটছড়া। গাড়ি ব্যবসা থেকে বেরোতেই এই সিদ্ধান্ত বলে দাবি ঊষার। |