টুকরো খবর
নিম্নমানের যন্ত্র, সরব শিক্ষকেরা
প্রাথমিক স্কুলগুলিতে নিম্নমানের অগ্নিনির্বাপক যন্ত্র সরবরাহের অভিযোগ তুলে সরব হলেন শিক্ষকেরা। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঘটনা। মঙ্গলবার বিডিওর দফতরে গঙ্গারামপুরের তিনটি সার্কেলের ২০০ টি প্রাথমিক স্কুলের জন্য গ্যাস সিলিন্ডার-সহ অগ্নি নির্বাপক যন্ত্র তুলে দিতে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের ডাকা হয়। সেখানে পুরসভার চেয়ারম্যান সুবল বসাকও উপস্থিত ছিলেন। সুবলবাবু অভিযোগ করেন, “সিলিন্ডারগুলি সহজে চালু করা তো দূরের বিষয়, রীতিমত হাতুড়ি ঠুকেও তা খোলা যায়নি।” শিক্ষকেরা সভা বয়কট করে চলে যান। পরে দমকলের আধিকারিকও যন্ত্রগুলি পরীক্ষা করে উপযুক্ত নয় বলে বিডিওকে জানিয়ে দেন। জেলাশাসক দূর্গাদাস গোস্বামী বলেন, “অভিযোগ পেয়েছি। কোন সংস্থা অগ্নিনির্বাপক যন্ত্র সরবরাহ করেছে তা খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিডিওকে রিপোর্ট দিতে বলা হয়েছে।”

অবরোধ, হয়রানি
বুধবার ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে বিপর্যস্ত হল উত্তর দিনাজপুর জেলা যান চলাচল ব্যবস্থা। এলাকার যুবক দেবব্রত বিশ্বাস খুনের ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতারের দাবিতে এ দিন বিকেলে চাকুলিয়া থানার কানকি এলাকার বাসিন্দারা টানা দু’ঘণ্টা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। অন্যদিকে, দুপুরে রান্নার গ্যাসের কালোবাজারি বন্ধ করার দাবিতে ডালখোলার কলেজপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। কানকিতে টানা দু’ঘণ্টা অবরোধ চলে। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে।

সংস্কারের দাবি
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কোচবিহার-দিনহাটা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকার বাসিন্দা ও স্কুলের ছাত্রীরা। বুধবার কোচবিহারের হরিণচওড়া এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবরোধের জেরে নাকাল হন ওই রুটের নিত্যযাত্রীরা। হরিণচওড়ার দুদিকে প্রায় এক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন দাঁড়িয়ে যায়। ব্যাপক যানজট হয়। পূর্ত দফতরের কর্তারা গিয়ে মেরামতির আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

‘হামলা’, স্মারকলিপি
ইসলামপুর কলেজে শিক্ষাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মহকুমা শাসককে স্মারকলিপি দেওয়া হল। বুধবার দুপুরে ইসলামপুরের মহকুমা শাসককে স্মারকলিপি দেয় শিক্ষাকর্মী সংগঠন। একই দিনে তারা ইসলামপুরের বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরীর কাছে গিয়েও তাঁকে বিশদে জানান।

ছেলেধরা সন্দেহে গণপিটুনি
ছেলেধরা সন্দেহে দক্ষিণ দিনাজপুরের বাদশঙ্কর এলাকায় স্থানীয় বাসিন্দাদের গণপিটুনিতে জখম হলেন দুই ফেরিওয়ালা। ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িও ভাঙচুর করে।

শ্লীলতাহানি, ধৃত ২ ইংরেজবাজারে
কিশোরীর শ্লীলতাহানি করতে গিয়ে তার বাবা-মাসিকে কোপানোর ঘটনায় অভিযুক্তদের দু’জনকে মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেফতার করেছে।

জখম জওয়ান মৃত
ছত্তীসগঢ়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে আহত সিআরপি জওয়ান মুকুলচন্দ্র বর্মনের মৃত্যু হয়েছে। ৭ অগস্ট তিনি আহত হন। তাঁর বাড়ি কোচবিহারে।

জওয়ান জখম
শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ইংরেজবাজার থানার কাটাগড়ের কাছে দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছে এক সেনা জওয়ান। আহত ওই সেনার নাম মোক্তার হোসেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.