কলেজের কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই-ছাত্র ব্লক সমর্থকদের সংঘর্ষে দিনহাটায় ২৫ জন জখম হলেন। জখমদের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের ৭ সমর্থককে কোচবিহার জেলা ও দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এসএফআই ও ছাত্র ব্লক সমর্থকদের প্রাথমিক চিকিসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ সুপার প্রণব দাস বলেন, “দুপক্ষের মধ্যে গোলমালের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।” দিনহাটা কলেজের ছাত্র সংসদ ছাত্র ব্লক ও এসএফআইয়ের দখলে রয়েছে। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর ওই কলেজে সংগঠন বাড়াতে তৎপর হয়ে উঠেছে টিএমসিপি। ফলে কলেজের কর্তৃত্ব নিয়ে দুপক্ষের চাপানউতোর রয়েছে। কয়েক মাস আগেও ওই কলেজে দুই শিবিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এদিনও কলেজের কর্তৃত্ব নিয়ে বাদানুবাদ থেকে উত্তেজনা ছড়ালে দুপক্ষের সমর্থকরা লাঠিসোটা, অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ জন্য দুই শিবিরই পরস্পরকে দায়ী করেছে। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, দুপুরে দিনহাটা কলেজের সামনে সংগঠনের সমর্থক কয়েকজন নিজেদের মধ্যে কথা বলছিলেন। আচমকা তাদের উপর এসএফআই-ছাত্র ব্লকের কয়েক জন বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে হামলা চালান। তাতে সংগঠনের ১৫ জন জখম হন। সংগঠনের জেলা সভাপতি সাবির সাহাচৌধুরী বলেন, “কলেজে ছাত্র সমর্থন কমে যাওয়ার হতাশা থেকেই এসএফআই এবং ছাত্র ব্লক থেকে ওই হামলা হয়েছে।” দিনহাটা কলেজের এসএফআই নেতা তথা ছাত্র সংসদের সম্পাদক শুভ্রালোক দাস অবশ্য পাল্টা দাবি করেছেন, “কলেজের কর্তৃত্ব নিতে পরিকল্পিত ভাবে বহিরাগতদের নিয়ে হামলা চালায় তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতীরা।” |