ভারত সঞ্চার নিগমের (বিএসএনএল) বেহাল পরিষেবার প্রতিবাদে আলিপুরদুয়ারে আন্দোলনে নামল অভিভাবক মঞ্চ। বুধবার বিএসএনএল দফতরের গেট আটকে সংস্থার সমর্থকরা বিক্ষোভ দেখায়। ওই আন্দোলনের জেরে দফতরের কর্মীরা এ দিন কাজে যোগ দিতে পারেনি। বিএসএনএলের আলিপুরদুয়ারের আধিকারিক সঞ্জয় কুমার বলেন, “অভিভাবক মঞ্চের বিক্ষোভের জন্য কর্মীরা অফিসে ঢুকতে পারেনি।” মঞ্চের অভিযোগ, আলিপুরদুয়ার জংশন শিববাড়ি চেচাখাতা, ভোলারডাবরি, আনন্দনগর, দেবীনগর সহ বেশ কিছু এলাকায় লোডশেডিং হলে বসে যাচ্ছে মোবাইল টাওয়ার। জেনারেটরের ব্যবস্থা নেই। ল্যান্ড ফোন বিকল থাকার সরকারি দফতরেও কাজ হচ্ছে না। অভিভাবক মঞ্চের তরফে ল্যারি বসুর প্রশ্ন, “বেসরকারি সংস্থাগুলি উন্নতমানের পরিষেবা দিচ্ছে, তবে বিএসএনএল কেন পারছে না?”
|
পারিবারিক বিবাদের জেরে মামাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে দূর সর্ম্পকের দুই ভাগ্নের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার হাট-২ গ্রাম পঞ্চায়েতের সিধাবাড়ি এলাকায়। পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম রবীন্দ্র বর্মন (৫৬)। অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করেছে। আলিপুরদুয়ার থানার আইসি স্বাপনকুমার ঘোষ বলেন, “ঘটনায় জড়িত সন্দেহে অবিনাশ বর্মন ও নিরঞ্জন বর্মন নামে দুই যুবকে গ্রেফতার করা হয়েছে।”
|
জমিতে চাষ করতে বাধা দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলল ফালাকাটা বিডিও অফিসের সামনে অনশনে বসল সুকুমার সরকার নামে বাগানবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, তাঁর জমিতে চাষ করতে দিতে বাধা দিচ্ছে কয়েকজন প্রতিবেশী। পুলিশ ও প্রশাসনকে জানিয়ে লাভ হচ্ছে না। জমির মালিকানা নিয়ে মামলা আদালতেও গড়িয়েছে। এর আগে একবার মহকুমা শাসকের দফতরের সামনে সুকুমারবাবু আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এবার প্রশাসনিক সাহায্য না মিললে তিনি অনশন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। বিডিও সুশান্ত মণ্ডল বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”
|
৬৮ তম সারা ভারত আন্তঃ রেলওয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভেটারেনদের ডাবলসে সেরা হল শিলিগুড়ির প্রিয়রঞ্জন পাল-তপোময় রায়চৌধুরী জুটি। বুধবার সেকেন্দরাবাদে ফাইনালে প্রতিদ্বন্দ্বী সাউথ সেন্ট্রাল রেলওয়ের প্রতিযোগীদের পর পর দুটি সেটে হারিয়ে দিয়েছে। প্রথমটিতে ১৬-১৪ পয়েন্টে এবং পরেরটি ১৫-১৩ পয়েন্টে। প্রিয়রঞ্জনবাবু সুভাষপল্লির বাসিন্দা এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে কর্মরত। তপোময়বাবু ভারতনগরে থাকেন। তিনি কাজ করেন শিলিগুড়ি জংশন স্টেশনে। ৪৫ ঊর্ধ্ব ভেটারেন বিভাগে তাঁরা জিতেছেন। উত্তরপূর্ব সীমান্ত রেলের হয়ে তাঁরা প্রতিনিধিত্ব করেছেন। পুরুষ এবং মহিলাদের দলগত বিভাগে অবশ্য উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রতিযোগীরা প্রথম, দ্বিতীয় রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন। ব্যক্তিগত বিভাগেও পুরুষ এবং মহিলাদের সাফল্য আসেনি। সেকেন্দরাবাদের রেলওয়ে স্টেডিয়ামে ৪-৯ অগস্ট পর্যন্ত প্রতিযোগিতার খেলাগুলি হয়েছে।
|
আগামী ১-৩ সেপ্টেম্বর শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বিধাননগরে আনারস উৎসব হচ্ছে। বুধবার এসজেডিএ’তে তারই প্রস্তুতি নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “আগামী ১-৩ সেপ্টেম্বর বিধাননগর আনারস কেন্দ্রে ওই উৎসব হবে। বিশ্ববাজারে এই এলাকার আনারস তুলে ধরা হবে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে উৎসবে আমন্ত্রণ জানানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে উৎসবের উদ্বোধনের চেষ্টা করা হচ্ছে।” জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ চালুর ব্যাপারে ওই সময় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে আসার কথা। তাই তাঁকে দিয়ে আনাসর উৎসবের উদ্বোধনের জন্য উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং এসজেডিএ কর্তৃপক্ষ। প্রস্তুতি বৈঠকে এ দিন উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর মালাকারও।
|
ফুলবাড়ি ট্রিটমেন্ট প্ল্যান্টে যন্ত্রাংশ খারাপ হয়ে শিলিগুড়ি পুর এলাকায় পানীয় জল সরবরাহ ব্যাহত হয়ে পড়ে। বুধবার সকালে শহরের কয়েকটি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করা যায়নি। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “যন্ত্রাংশ মেরামত করে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে।” বুধবার বিরোধী বামেদের তরফে এই বিষয়ে মেয়রের কাছে লিখিত অভিযোগও জানানো হয়।
|
এক সপ্তাহের মধ্যে কন্ট্রোল রুম চালু হতে পারে শিলিগুড়ি কমিশনারেটে। বুধবার মাল্লাগুড়িতে নিজের অফিসে সাংবাদিক বৈঠকে ওই কথা জানালেন শিলিগুড়ির ডেপুটি কমিশনার ও জি পাল। তিনি বলেন, “কন্ট্রোল রুম দ্রুত চালু হবে বলে আশা করছি।” সেখানে ১০০ ডায়াল থাকবে। বর্তমানে ১০০ ডায়ালে ফোন করলে নিকটবর্তী থানার সঙ্গে যোগাযোগ করা যায়। কন্ট্রোল রুম হলে সরাসরি সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |