টুকরো খবর
হোম পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ মন্ত্রীর
কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত মেয়েদের ‘হোম’ চাকদহের ‘ভাগীরথী শিল্পাশ্রম’ পরিদর্শন করতে এসে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী সাবিত্রী মিত্র। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ তিনি সেখানে যান। ওই হোমের আবাসিকদের সঙ্গে কথা বলেন। তারপরে আবাসিকদের থাকার জায়গা, রান্না ও খাবার জায়গা পরিদর্শন করেন। চালের বস্তা খুলে চালের মান পরীক্ষা করেন। সাবিত্রীদেবী বলেন, “এই জায়গাটি সম্পর্কে আমাদের কাছে অভিযোগ রয়েছে। তাই পরিদর্শন করতে এসেছি। প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি বলেন, “খাবারের মান খুব খারাপ। চাল, গুড় খাওয়ার মতো নয়। এখানে হাতের কাজের মাধ্যমে ৫০-৬০ হাজার বছরে রোজগার হয়। এখানে অনেক চাষের জমিও রয়েছে। সেখান থেকে আদায় হয়। এসব টাকা কোথায় যাচ্ছে? সেই টাকা কেন এখানকার উন্নয়নে ব্যবহার করা হচ্ছে না?” এই হোম থেকে ২০১০ সালে ১৯ আবাসিক মহিলা নিখোঁজ হয়ে যান। গত জুনেও একটি মেয়ে নিখোঁজ হয়েছিলেন। সাবিত্রীদেবীর কথায়, “ওই মেয়েরা কোথায় গেল? কেন তারা পালাচ্ছে, তা বুঝতে হবে।” সেই সঙ্গেই তিনি বলেন, “খবর পেয়েছি, এই হোমে অনেক রাত পর্যন্ত বহিরাগতরাও থাকে। সেটা কী করে সম্ভব?” তিনি বলেছেন, “আমরা এই ব্যাপারে তদন্ত করব।” হোমের সুপার প্রভাস চন্দ্র বসু বলেন, “বহিরাগতেরা এই হোমে আসেন না। এখানকার আবাসিক কর্মীরা এখানে থাকেন।” তাঁর কথায়, “সরকারি অনুদানের টাকা নিয়মিত পাওয়া যায় না। তাই কিছু সমস্যা হচ্ছে।”

বেহাল রাস্তা, বর্ষাকে দোষ দিচ্ছে প্রশাসন
বর্ষার শুরুতেই জল-কাদায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তা। বেলডাঙার ভাদুর গ্রামে হাজার তিনেক মানুষের বসবাস। কিন্তু গ্রামের প্রধান রাস্তারই এই অবস্থায় সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। গ্রামের নিকটবর্তী স্কুল বলতে মানিকনগর উচ্চ বিদ্যালয়। জল-কাদা পেরিয়ে স্কুল পর্যন্ত পৌঁছতেই প্রাণ ওষ্ঠাগত পড়ুয়াদের। বেলডাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের সুখেন হাসদার বলেন, “রাস্তার কাজ শুরু হয়েছিল। কিন্তু বর্ষা নেমে যাওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি থামলে ফের কাজ শুরু হবে।” একই পরিস্থিতি বেলডাঙার দক্ষিণপাড়া থেকে হরেকনগর রাস্তার। প্রশাসনের সাফাই, বর্ষার আগে কাজ শুরু হলেও বৃষ্টিতে বন্ধ রয়েছে। দ্রুত মেরামত করা হবে।

চোর সন্দেহে ‘জনতার শাসন’
ফের জনতার শাসন। সাইকেল চোর সন্দেহে আবারও প্রকাশ্যেই এক যুবককে ল্যাম্পপোস্টের সঙ্গে বোঁধে বেধড়ক মারধর করা হল। পুলিশ-প্রশাসনের তোয়াক্কা না করে ফের একবার চুরির চেষ্টার অভিযোগে মারধর করা হল ওই যুবককে। এ বারের ঘটনাটি কৃষ্ণনগরের। অভিযোগ, বুধবার সকালে লালদিঘির কাছে একটি দোকানের সামনে থেকে সাইকেল হাতিয়ে পালাচ্ছিল ওই যুবক। সেই সময়েই নাকি তাঁকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা।
কৃষ্ণনগরে তোলা নিজস্ব চিত্র।
তবে বাক্কার শেখ নামে অভিযুক্ত ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিবর্তে প্রথমেই শুরু হয় গণপিটুনি। বাক্কারের বাড়ি চাপড়ায়। ঘণ্টাখানেক গণপিটুনির পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে। পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “খবর পাওয়া মাত্রই পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে।”

নতুন কোর্স চালু কলেজে
ইতিহাস ও বাংলা অনার্স কোর্স চালু হল ডোমকল গার্লস কলেজে। ২০১২-১৩ শিক্ষাবর্ষেই এই দুই বিষয়ে ছাত্রী ভর্তি নেওয়া হবে। জেনারেল কোসে চালু হয়েছে সমাজবিদ্যার পঠনপাঠনও। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত বন্দ্যোপাধ্যায় বলেন, “২০১১ সালে কলেজে ১০৪ জন ছাত্রী নিয়ে পঠনপাঠন শুরু হয়। শুরুতেই কলা বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে জেনারেল কোর্সে ভর্তির সুযোগ ছিল। এ বছর ইতিহাস ও বাংলা নিয়ে অনার্স কোর্স চালু হল। এ ছাড়াও জেনারেল কোর্সে সমাজবিদ্যা নিয়ে ছাত্রীরা ভর্তি হতে পারবে।” ইতিহাস ও বাংলায় ৩০টি করে আসন এবং সমাজবিদ্যায় ৬০টি আসন রয়েছে। ডোমকল কলেজের অধ্যক্ষ অনুরাধা মহাপাত্র বলেন, “উচ্চশিক্ষার জন্য দূরের কলেজে যেতে হবে বলে অনেক সময়ে ডোমকলের মত পিছিয়ে পড়া এলাকার মেয়েরা পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হত। ওই কলেজে অনার্স কোর্স চালু হওয়ায় এলাকার ছাত্রীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে।”

সীমান্ত পেরোতে গিয়ে ধৃত কিশোর
বেআইনি ভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার চেষ্টার অভিযোগে এক বছর ষোলোর এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। দশম শ্রেণির পড়ুয়া ওই কিশোরের কাছ থেকে একটি বিদেশি মদের বোতল ও একটি মোবাইল পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে হাঁসখালির বাসিন্দা ওই কিশোরকে সীমান্ত পার হওয়ার সময়ে ধরে ফেলেন বিএসএফ কর্মীরা। সে দিন রাতেই তাঁকে হাঁসখালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মারধরের নালিশ
এক চাষিকে মারধরের অভিযোগ উঠেছে জলঙ্গি থানার এক পুলিশকর্মীর বিরুদ্ধে। বুধবার রাস্তার ধারের নয়ানজুলিতে পাট পচানো নিয়ে হজরত আলি মণ্ডল নামে ওই চাষির সঙ্গে বচসা হয় ওই পুলিশকর্মীর। অভিযোগ, সেই সময়ে হজরতকে থানায় নিয়ে গিয়ে মারধরও করা হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

বাস দুর্ঘটনা
বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে কোতোয়ালির চামটার কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে উল্টে যায় বাসটি। গুরুতর জখম হয়েছেন ৬ জন। তাঁদের মধ্যে দুই মহিলাও রয়েছেন। তিন জনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে শুয়ে আমঘাটার বাসিন্দা সুখেন মণ্ডল বলেন, “বাসটা খুব বেপরোয়া গতিতে চলছিল। জোরে চালাতে বারণ করায় উল্টে আমাকে মারধর করে চালক।” পুলিশ বাসটিকে আটক করেছ। তবে চালক পলাতক।

দুর্ঘটনায় মৃত্যু
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে আনন্দ নন্দী (৫৮) নামে এক প্রৌঢ়ের। মঙ্গলবার সন্ধ্যায় খড়গ্রামের চন্দ্র সিংহবাটী গ্রামে দুর্ঘটনাটি ঘটে। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দবাবুকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ বাইকটিকে আটক করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.