তৃণমূল নেতা প্রহৃত আরামবাগে |
প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদের জেরে এক তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি আরামবাগের ২ নম্বর ওয়ার্ডের সতীতলা এলাকার। তৃণমূলের শহর সেবাদলের সভাপতি অর্ঘ্য কুশারীকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবারের ওই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দু’শতক জমি নিয়ে অর্ঘ্যবাবুর সঙ্গে প্রতিবেশী ভদ্রেশ্বর খামরুইয়ের বিবাদ দীর্ঘদিনের। বিতর্কিত ওই জমিতে পাঁচিল দিতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই নেতা। আদালতের নির্দেশে সেখানে ১৪৪ ধারা জারি হয়। অভিযোগ, এ দিন ওই বিতর্কিত জমির উপর পাঁচিল দেওয়ার কাজ চলছিল। অর্ঘ্যবাবু বলেন, “১৪৪ ধারা থাকা সত্ত্বেও জমিতে কেন পাঁচিল দেওয়া হচ্ছে জানতে চাইলে আমাকে বাঁশ, রড দিয়ে মারধর করা হয়।” যদিও এ ব্যাপারে ভদ্রেশ্বরবাবুর দাবি, “ওই নেতাকে মারধর করা হয়নি। আমি নিজের জায়গায় নির্মাণকাজ শুরু করেছি। তা সত্ত্বেও ওরা এসে আমাদের মারধর করে। আমরা তার প্রতিবাদ করেছি।” অর্ঘ্যবাবুর অভিযোগের ভিত্তিতে ভদ্রেশ্বরবাবু এবং তাঁর ৪ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
|
শ্রাবণী মেলা পাঁচলার গ্রামে |
হাওড়ার পাঁচলা মোড়ে শুরু হয়েছে শ্রাবণী মেলা। স্থানীয় রঘুদেবপুর নেতাজি সঙ্ঘের মাঠে ঈদ এবং শ্রাবণী উৎসব উপলক্ষে গত ২২ জুলাই থেকে মেলা শুরু হয়েছে। চলবে ২৬ অগস্ট পর্যন্ত। মেলা কমিটির পক্ষে রাজু সাহা জানান, রকমারি জিনিস নিয়ে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এসে মেলায় স্টল দিয়েছেন। এ ছাড়া ছোটদের জন্য হরেক খেলা, ম্যাজিক শো। সব মিলিয়ে জমে উঠেছে শ্রাবণী মেলা।
|
রবীন্দ্র-উত্তমের স্মৃতিতে অনুষ্ঠান |
‘রবীন্দ্র-উত্তম স্মৃতি’ অনুষ্ঠানের আয়োজন করেছিল বাগনান এনডি ব্লকের মিউজিক, আই-মিউজিক এবং স্বরগম। ৪, ৫ এবং ৭ অগস্ট স্থানীয় বাগনান জ্ঞানস্মৃতি পাঠাগারে নাচ-গান-আবৃত্তি পরিবেশন করেন এলাকার শিল্পীরা। এ ছাড়া ছিল রবীন্দ্র-সৃষ্টি নিয়ে আলোচনা সভা। তিন দিনের অনুষ্ঠানে উত্তমকুমার অভিনীত অমানুষ, আনন্দ আশ্রম এবং খোকাবাবুর প্রত্যাবর্তন সিনেমাগুলি প্রদর্শিত হয়েছে।
|
কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা |
ব্লকের ২১ কৃতী ছাত্রছাত্রীকে বুধবার সংবর্ধনা দিল আরামবাগ পঞ্চায়েত সমিতি। এ বছর ব্লকের মধ্যে মাধ্যমিকে ও উচ্চমাধ্যমিকে ২০ জন এবং মাদ্রাসার ১ জন কৃতীর হাতে পুরস্কার-মানপত্র তুলে দেন ব্লক ও পঞ্চায়েত সমিতির আধিকারিকেরা। উপস্থিত ছিলেন বিডিও মৃণালকান্তি গুঁই, পঞ্চায়েত সমিতির সিপিএমের সভাপতি অসীমা কুণ্ডু প্রমুখ। |