সমবায় আবাসন গড়ার জন্য জমি দেওয়া হবে, এ কথা জানিয়ে রীতিমতো খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে লটারির দিন ঘোষণা করেছিলেন এডিডিএ কর্তৃপক্ষ। নির্দিষ্ট দিনে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে সরকারি নিয়ম মেনে লটারিও হয়। কিন্তু তার পর প্রায় দু’বছর কেটে গেলেও জমি হাতে পাননি শহরের প্রায় শ’খানেক বাসিন্দা। তার প্রতিবাদে বুধবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) সামনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। এডিডিএ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমবায় আবাসন গড়ার জন্য জমি দেওয়ার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে লটারির দিন ঘোষণা করেছিলেন এডিডিএ কর্তৃপক্ষ। ২০১০ সালের সেপ্টেম্বরে সেই লটারির ফল প্রকাশ হয়।পরের দিন তা একটি বাংলা ও ইংরেজি দৈনিকে প্রকাশ করা হয়। কিন্তু এখনও জমি হাতে পাননি বাসিন্দারা। ইতিমধ্যে এডিডিএ বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে নতুন নতুন আবাসন গড়ার প্রক্রিয়া শুরু করে দেওয়ায় তাঁদের উদ্বিগ্নতা আরও বেড়েছে। তাঁদের দাবি, আগে তাঁদের জমি দিয়ে দেওয়া হোক। পরে নতুন নতুন প্রকল্পে হাত দিক এডিডিএ। এডিডিএ সূত্রে জানা গিয়েছে, যে জমি ওই সমস্ত সমবায়কে দেওয়ার জন্য নির্দিষ্ট হয়েছিল, তার মালিকানা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা আপত্তি জানায়। পরে বিষয়টি আদালতের বিচারাধীন হয়ে যায়। লটারিতে নাম ওঠা বাসিন্দারা অবশ্য এডিডিএ’র এই যুক্তি মানতে নারাজ। তাঁদের বক্তব্য, এডিডিএ লটারির উদ্যোগ নিয়েছিল। কাজেই প্রাপকদের হাতে জমি তুলে দেওয়ার দায়ও তাদেরই। বিষয়টি নিয়ে রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটকের দ্বারস্থ হবেন বলে জানান তাঁরা।
|
গাঁজা ও আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কুলটি থানার লছিপুর এলাকা থেকে তাদের ধরা হয়। এদের কাছ থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা ও দু’টি পাইপগান উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অনেক দিন ধরেই এই তিন দুষ্কৃতীর খোঁজ চলছিল। এ দিন অভিযান চালিয়ে তাদের ধরে ফেলা হয়।
|
দোকানের টিনের চাল খুলে বেশ কিছু জিনিস নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে নিউ কেন্দা ৪ নম্বর নিউ মার্কেটে একটি গোলদারি দোকানের ঘটনা। দোকানের মালিক নির্মল মণ্ডলের অভিযোগ, বুধবার সকালে দোকান খুলে তিনি দেখেন টিনের চাল খুলে বেশ কিছু জিনিস নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। |