বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় ৪ অগস্ট থেকে বোলপুর স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে মহকুমা আন্তঃ ক্লাব ফুটবল প্রতিযোগিতা। মহকুমার ২৭টি ক্লাবকে নিয়ে সুপার, এ, বি ডিভিশনের লিগ কাম নক আউট এই প্রতিযোগিতা চলবে ৪৭ দিন ধরে। উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিদ্যাসাগর সাউ, সহ-সভাপতি সুশান্ত বন্দ্যোপাধ্যায়, স্থানীয় উপপুরপিতা নরেশচন্দ্র বাউড়ি প্রমুখ। উদ্বোধনী খেলায় পারুল ডাঙা পল্লি উন্নয়ন সমিতিকে ১-০ গোলে হারিয়েছে বোলপুর সুরজিৎ স্মৃতি সঙ্ঘ। পরের দিন বোলপুর ইয়াং টাউন ক্লাবকে ৪-০ গোলে হারিয়ে জয়ী হয় নুরপুর আমবাগান গ্রামোন্নয়ন সমিতি। তৃতীয় দিনের খেলায় বোলপুর টাউন ক্লাব ৩-০ গোলে হারিয়েছে গয়েশপুর সেবা সমিতিকে। মঙ্গলবার দেবেন্দ্রগঞ্জ ইয়ুথ অ্যান্ড বয়েজ ক্লাবের মুখোমুখি হয় তারাস সুসর গাঁওতা। এ দিনের খেলায় তারাস-এর বিরুদ্ধে ২-০ গোলে জয় লাভ করে দেবেন্দ্রগঞ্জ।
|
বোলপুর শ্রীনন্দা স্কুল মাঠ বাঁচাও কমিটি ও বোলপুর শহর তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ৭ অগস্ট একটি নক আউট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। শ্রীনন্দা স্কুল মাঠে অনুষ্ঠিত ওই খেলায় ৮টি দল যোগ দিয়েছিল। ফাইনালে বিশ্বভারতীর শারীরশিক্ষা বিভাগ নদিয়ার খেলাঘর স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও সেরা গোলরক্ষক নির্বাচিত হন যথাক্রমে বিশ্বভারতীর রুবাই হাঁসদা, সোমেশ সিংহ রায়, ও সম্রাট ঘোষাল। হাজির ছিলেন জেলা স্কুল ক্রীড়া সংস্থার সম্পাদক প্রণয় নায়েক, শ্রীনন্দা স্কুলের প্রধান শিক্ষক গৌতম পাল, তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি সুদীপ্ত ঘোষ, বোলপুর শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ ওমর।
|
জেলা স্কুল ক্রীড়া সংস্থার পরিচালনায় ২ অগস্ট বোলপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হল অনূর্ধ্ব ১৭ পুরুষ ও মহিলা স্টেট চ্যাম্পিয়নশিপ খো খো প্রতিযোগিতা। তাতে যোগ দেয় মুর্শিদাবাদ ও বর্ধমান জেলা দল। বর্ধমান জেলা মেয়েদের বিভাগে ৫-৩ এবং ছেলেদের বিভাগে ১২-৫ পয়েন্টে মুর্শিদাবাদকে হারায়। রামপুরহাটে ফুটবল আগামী ২২ অগস্ট থেকে রামপুরহাটে শুরু হতে চলেছে মহকুমা আন্তঃ ক্লাব প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ ফুটবল প্রতিযোগিতা। উদ্যোক্তা মহকুমা ক্রীড়া সংস্থা। মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে ওই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। দু’টি বিভাগে ১৮টি ক্লাব যোগ দেবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
|
• রবিবার একদিনের ‘রবীন্দ্র বিলাসিনী স্মৃতি ফুটবল প্রতিযোগিতা’ হয়ে গেল বাঁকুড়ার বড়কুড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। ওই স্কুলের প্রধান শিক্ষিকা রমা মণ্ডল এই ফুটবল প্রতিযোগিতার উদ্যোক্তা। প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল। প্রতিটি খেলা ছিল ২০ মিনিট করে হয়। চ্যাম্পিয়ন হয়েছে বাঁকুড়ার শালবনি গাঁধীক্লাব। রমাদেবী বলেন, “আমার বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এই নিয়ে দ্বিতীয় বছরে পড়ল প্রতিযোগিতা।”
• রবিবার একদিনের একটি ‘ডবল ক্যারাম বোর্ড’ প্রতিযোগিতার আয়োজন করেছিল বাঁকুড়ার মোলডুবকা কালচারাল ক্লাব। উদ্যোক্তা ক্লাবের সম্পাদক সঞ্জয় বন্দ্যোপাধ্যায় জানান, মোট ৩৪টি দল যোগ দিয়েছিল। চ্যাম্পিয়ন হন লোকপুরের সুমিত মুসিব ও সনু ভকত।
•
বোলপুর শ্রীনন্দা স্কুল মাঠ বাঁচাও কমিটি ও বোলপুর শহর তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ৭ অগস্ট নক আউট ফুটবল প্রতিযোগিতা হয়েছে শ্রীনন্দা স্কুল মাঠে। ৮টি দল যোগ দিয়েছিল। ফাইনালে বিশ্বভারতীর শারীরশিক্ষা বিভাগ নদিয়ার খেলাঘর স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। |