স্বাগত তারুণ্য। যা কেউ ভাবেনি, সেটাই করে দেখালেন এক টিন এজার। লন্ডন অলিম্পিকের অ্যাথলেটিক্স ট্র্যাকে পুরুষদের চারশো মিটার দৌড়ের মতো গ্ল্যামারাস ইভেন্টে নতুন ইতিহাস গড়লেন। গ্রেনাডার ১৯ বছর বয়সি জেমস কিরানি শুধু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোট্ট দেশটাকে তার প্রথম অলিম্পিক সোনার পদক এনে দিলেন তাই নয়। বরাবর মার্কিন অ্যাথলিট-শাসিত চারশো মিটার দৌড়ের মতো ঐতিহ্যশালী ইভেন্টে এই প্রথম একজন অমার্কিন হিসেবে ৪৪ সেকেন্ডের কমে চারশো মিটার দৌড়নোর অভূতপূর্ব কৃতিত্ব দেখালেন। এক দশকেরও ওপর চারশো মিটারে বিশ্বরেকর্ড অক্ষত। কিন্তু লন্ডন গেমসে জেমসকে ৪৩.৯৪ সেকেন্ড করে সোনা জিততে দেখার পর, অনেক বিশেষজ্ঞই মনে করছেন, কিংবদন্তি মাইকেল জনসনের ১৯৯৯ সালে করা বিশ্বরেকর্ড (৪৩.১৮ সেঃ) এ বার সত্যিকারের চ্যালেঞ্জের মুখে পড়ল। নিজের দৌড়কে ‘গ্রেট রেস’ আখ্যা দিয়ে স্বয়ং জেমস বলছেন, “আমি শুধু প্রথম দু’শো মিটারটা ঠিকমত পেরোতে চেয়েছিলাম। জানতাম ওখান থেকে বাকি রেসটা আমার ছন্দই ঠেলে নিয়ে যাবে।”
|
বোল্ট কিংবা ফেল্পস যদি ২০১২ অলিম্পিকের একক সম্রাট হন, তা হলে দলগত শ্রেষ্ঠত্ব এখনই অনেকে দিতে চাইছেন মার্কিন বাস্কেটবল টিমকে। ড্রিম টিম! এন বিএ-র মহাতারকারা যে দলে জ্বলজ্বল করছেন। লন্ডন গেমসে একমাত্র অপরাজিত প্রতিদ্বন্দ্বী। এবং ড্রিম টিমের সামনে ৪০ বছরের পুরনো হিসেব চোকানোর সুযোগও এসে পড়ছে এ বার অলিম্পিকে। আর্জেন্তিনাকে হেলায় ১২৬-৯৭ পয়েন্টে হারিয়ে যুক্তরাষ্ট্র শেষ আটে ওঠায় রুশ-মার্কিন ফাইনাল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ৪০ বছর আগে মিউনিখ অলিম্পিক ফাইনালে রাশিয়ার কাছে বিতর্কিত পরাজয় ঘটেছিল যুক্তরাষ্ট্রের। যা নিয়ে দু’দেশের বাস্কেটবল সংস্থার মধ্যে সম্পর্ক এতটাই তিতকুটে হয়ে রয়েছে যে, ১৯৭২ অলিম্পিক বাস্কেটবলের রুপোর পদকের আজও কোনও দাবিদার নেই। পদকটা এখনও অনাথ হয়ে পড়ে রয়েছে।
|
সুপারস্টার পোলভল্টার ইসিনবায়েভা আবার অলিম্পিক সোনা জয়ের হ্যাটট্রিক করার ব্যর্থতায় প্রচণ্ড কষ্ট পেলেও অবসর নেওয়ার কথা ভাবছেন না। ৩০ বছর বয়সি গ্ল্যামারাস রুশ অ্যাথলিট গত রাতে আমেরিকার জেনিফার সার এবং কিউবার ইয়ারিস্লে সিলভার পিছনে থেকে ব্রোঞ্জ জেতার পরে বলেছেন, “এ ভাবে কেরিয়ার শেষ করার কথা কোনও দিন ভাবিনি। ভাবছিও না। প্রচণ্ড কষ্ট হচ্ছে। তবে আমি এখনই অবসর নিচ্ছি না। অলিম্পিক থেকে ব্রোঞ্জ নিয়ে বাড়ি ফিরব ভেবে যদি আসতাম, তা হলে আমি লন্ডনেই আসতাম না। আমি সব সময় সোনা জেতার জন্যই পোলটা নিয়ে দৌড় শুরু করি। তা হলে কেন ব্রোঞ্জ জিতে অবসর নিয়ে ফেলব? বরং আমি ২০১৬-এর রিও অলিম্পিকের কথা ভাবতে শুরু করে দিয়েছি। ওখানে গিয়ে সোনার পদকটা ফেরত নিয়ে তার পরে অবসর নেব।”
|
দুই এশীয় দেশের প্রতিনিধিত্ব ছিল অলিম্পিক ফুটবল সেমিফাইনালে। তাদের মধ্যে জাপান ছিটকে গেল প্রথমেই। আজ মেক্সিকোর কাছে জাপান হেরে গেল ৩-১ গোলে। প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল জাপান। কিন্তু বিরতির আগেই গোল শোধ করে দেয় মেক্সিকো। জাপানের ডিফেন্স যথেষ্ট শক্তিশালী হলেও এ দিন প্রত্যাশা মতো খেলতে পারেনি। দ্বিতীয়ার্ধে আরও দু’টো গোল খেয়ে যায় জাপান। |