সংস্কৃতি যেখানে যেমন...
ধন্যাকুমারি কলেজ
বাণিজ্য শাখার পঠনপাঠনের জন্য মুর্শিদাবাদ জেলায় প্রথম প্রতিষ্ঠিত কলেজ ‘রানি ধন্যা কুমারী কলেজ’। রানি ধন্যা কুমারীর স্বামী বিদ্যুৎসাহী শ্রীপৎ সিংহ দুগারের অর্থানুকুল্যে ১৯৬২ সালেপ্রতিষ্ঠিত জিয়াগঞ্জের ওই কলেজেটি গত ১ অগস্ট ৫০ বছর পূর্ণ করল। গত ১-২ অগস্ট দু’ দিন ধরে নানান অনুষ্ঠানের মাধ্যমে কলেজের ওই ঐতিহাসিক পথ পরিক্রমাকে স্মরণ করা হয়। ১ অগস্ট সকাল ৮টায় ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষিকা ও প্রাক্তনীদের সম্মিলিত শোভাযাত্রা শহর পরিক্রমা করেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক উৎপল ভট্টাচার্য।

অমলকান্তির প্রকাশ
শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় ‘অমলকান্তি ২৫ বছর। ২০১২’ প্রকাশিত হল। বিগত সিকি শতক জুড়ে ‘অমলকান্তি’ পত্রিকায় প্রকাশিত কবিতা, প্রবন্ধ, চিঠিপত্র, গ্রন্থ সমালোচনা ও সাক্ষাৎকারের ওই নির্বাচিত সংকলনের লেখক তালিকায় রয়েছেন কবি শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, নবনীতা দেবসেন, কবিরুল ইসলাম ও সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ-সহ শতাধিক বিশিষ্টজন। কবি সমীরণ ঘোষের মনকাড়া প্রচ্ছদে সমৃদ্ধ ‘অমলকান্তি ২৫ বছর’ সংকলনটির একটি বিভাগে রয়েছে বিগত দিনে প্রকাশিত কিছু সাময়িক পত্রিকার প্রচ্ছদের প্রতিচ্ছবি।

কবিপ্রণাম
রবীন্দ্রভবনে নাটক শাস্তি। কৃষ্ণনগরে রবীন্দ্রনৃত্য।
 
রবীন্দ্র বিজ্ঞান
তেহট্ট মহকুমা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে স্থানীয় দীনবন্ধু মিত্র মঞ্চে পালিত হল ২২শে শ্রাবণ। রবীন্দ্র নাচ-গান-আবৃত্তি পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। আলোচনা ছাড়াও ছিল রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা ও পরিবেশ ভাবনার উপর পোস্টার-প্রদর্শনী। কবিকে নিয়ে এই প্রদর্শনী চলবে আজ বুধবার পর্যন্ত।

রবীন্দ্র গীতিআলেখ্য
নদিয়া জেলার তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে মঙ্গলবার ২২শে শ্রাবণ সন্ধ্যায় কবির প্রয়াণ দিবস পালন করা হয় কৃষ্ণনগর রবীন্দ্রভবনে। অনুষ্ঠান ‘নাচে জন্ম নাচে মৃত্যু’ শীর্ষক গীতিআলেখ্য পরিবেশন করেন কৃষ্ণনগরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার একশো জন শিল্পী।

বহরমপুরে ২২ শ্রাবণ
মঙ্গলবার ২২শে শ্রাবন সকাল ও সন্ধ্যায় দু’টি পৃথক পর্বে মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। ৪০টি সংস্থার পক্ষ থেকে সমবেত রবীন্দ্র সংগীত পরিবেশনের পর রবীন্দ্রনাথের নাটকের গান পরিবেশন করে বহরমপুরের ৪টি নাট্যগোষ্ঠী। সন্ধ্যায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য প্রতিযোগিতায় অংশ নেয় বহরমপুরের ৫টি স্কুলের ছাত্রছাত্রীরা।

আঁকিবুকির কর্মশালা
নবদ্বীপ আঁকিবুকির আয়োজনে গত ৪-৫ অগস্ট দু’ দিন ধরে ছবি আঁকার কর্মশালা অনুষ্ঠিত হয়। নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের ভবনের সভাকক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত ওই কর্মশালা চলে। অংশগ্রহণ করে ৪০ জন কিশোর-কিশোরী। প্রশিক্ষণ দেন বিশিষ্ট চিত্রশিল্পীরা। দ্বিতীয় দিনের কর্মশালার শেষে সত্যজিত রায়ের ‘ইনার আই’ তথ্যচিত্রটি দেখানো হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.