এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নলহাটি পুরসভা এলাকার বাসিন্দা ব্যবসায়ী বিষ্ণু প্রসাদ দোকানের কাজকর্ম সেরে ছেলেকে নিয়ে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাঁদের ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকির শেখ নামে এক জনকে ধরেছিল পুলিশ। সোমবার রাতে পিণ্টু সরকার, সেজিবুর রহমান ও মিরাজ হোসেনকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃত তিন জনকে আদালতে হাজির করানো হলে বিচারক পিণ্টু ও সেজিবুরকে ১৪ দিন জেল হাজতে এবং মিরাজকে ৫ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে এখনও পর্যন্ত ৬৩ হাজার টাকা ও যে বাইকটি ওা ব্যবহার করেছিল সেটিও উদ্ধার হয়েছে।
|
গ্রামের নলকূপ সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্য ও গ্রামোন্নয়ন কমিটির সচিবের বিরুদ্ধে। মাড়গ্রাম থানার বিষ্ণপুর অঞ্চলের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দাদের একাংশ ওই দু’জনের বিরুদ্ধে ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন। তাঁরা সম্প্রতি প্রশাসনের বিভিন্ন মহলে এ বিষয়ে একটি গণসাক্ষরিত অভিযোগপত্রও জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। রামপুরহাট ২ ব্লকের বিডিও সোমা সাউ বলেন, “অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য সংশ্লিষ্ট পঞ্চায়েতকে বলা হবে।” অন্য দিকে, অভিযোগ অস্বীকার করে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, কংগ্রেসের জালালউদ্দিন শেখ বলেন, “এ রকম হওয়ার কথা নয়। খোঁজ নেব।”
|
বাড়ির দরজার গ্রিলের তালা ভেঙে মোটর বাইক চুরি করে পালাল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে রামপুরহাট দেশবন্ধু রোড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পেশায় সব্জি ব্যবসায়ী বাপ্পা রায় সোমবার রাতে পুলিশের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।
|
রক্ষী না থাকায় রেণু সরকার হত্যা মামলায় আসামি মঙ্গল সাহানিকে মঙ্গলবার বোলপুর আদালতে পাঠাতে পারল না সিউড়ি জেল। তাই এ দিন ওই মামলার সাক্ষ্যগ্রহণও হল না। |