স্ট্যানচার্টের লাইসেন্স বাতিলের হুমকি |
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক ও লন্ডন |
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের হুমকি দিল নিউ ইয়র্ক প্রশাসন। ব্যাঙ্কটির বিরুদ্ধে ইরানের সঙ্গে গোপন ও বেআইনি লেনদেন চালিয়ে মার্কিন আর্থিক ব্যবস্থাকে অসুরক্ষিত করার অভিযোগ আনে তারা। নিউ ইয়র্ক প্রাদেশিক আর্থিক পরিষেবা দফতর তাই স্ট্যানচার্টকে ‘অসৎ প্রতিষ্ঠান’ তকমা দিয়েছে। তারা জানিয়েছে, ব্যাঙ্কটি ১০ বছর ধরে মার্কিন নিরাপত্তাকে বিপন্ন করেছে। আমজনতার স্বার্থ রক্ষায় লাইসেন্স বাতিল হতেই পারে। স্ট্যানচার্টের বক্তব্য, ইরান সংক্রান্ত তাদের ৯৯.৯% ব্যবসাই আইন মেনে হয়েছে। আইন বহির্ভূত লেনদেনের পরিমাণ ১.৪০ কোটি ডলারেরও কম। পাঁচ বছর আগেই ইরানের সঙ্গে নতুন সব ব্যবসাই তারা বন্ধ করেছে। এ দিকে, লন্ডনে ব্যাঙ্কটির শেয়ার দর পড়েছে ২৪%, ভারতে ২০%।
|
সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে চলেছেন ‘টার্মিনেটর’ আর্নল্ড শোয়াতসেনেগার। তিনি জানান, এই ‘চরিত্রে’র জন্য পরিশ্রমও করেছেন।
|
সান্ধ্য প্রার্থনার সময় অন্তত ১৬ জন প্রার্থনাকারীকে গুলি চালিয়ে হত্যা করে তিন বন্দুকবাজ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নাইজিরিয়ার কোগি রাজ্যের এক গির্জায়।
|
ব্যাটম্যান সিরিজের ছবি ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর সব চেয়ে বড় আকর্ষণ অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। অন্তত সে রকমটাই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
|
রুশ ‘বুস্টার’ রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হল। দুই যোগাযোগরক্ষাকারী উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে পাঠাতে সোমবার রাতে ওই রকেটটি উৎক্ষেপণ করেছিল রাশিয়া।
|
ভাঁজ করে পকেটে রাখার মতো ব্যাটারি বানালেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। এই পথে ভবিষ্যতে ভাঁজ করা যায় এমন ফোন ও ট্যাবলেটও তৈরি হতে পারে বলে দাবি তাঁদের। |