যথাযথ মর্যাদায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হল আসানসোল ও দুর্গাপুরে। মঙ্গলবার অন্ডালের খান্দরা কলেজে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির উন্মোচন করেন স্থানীয় তৃণমূল বিধায়ক সোহরাব আলি। রবীন্দ্র জীবন-দর্শন নিয়ে আলোচনা করেন রানিগঞ্জের প্রাক্তন অধ্যাপক রামদুলাল বসু এবং এই কলেজের অধ্যক্ষ সঞ্জীব হাজরা। এছাড়া পড়ুয়াদের নাচ, গান ও আবৃত্তিরও আয়োজন ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএমের শুভাশিস মুখোপাধ্যায়। হাজির ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শঙ্কুদেব পান্ডা। আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির উদ্যোগে ও আসানসোল সাহিত্য প্রেমী লেখক কবি সমাবেশের সহযোগিতায় একটি অনুষ্ঠানেরও আয়োজন এ দিন। ছিল রবীন্দ্র শীর্ষক আলোচনা, সঙ্গীত পরিবেশন এবং কবি সম্মেলন। খুদেদের নাচও মন কেড়ে নেয় দর্শকদের। প্রকাশিত হয় লিটল ম্যাগাজিন সাহিত্য ভবন রবীন্দ্র বিষয়ক সংখ্যাও। এছাড়া জামুড়িয়ার তপসি আঞ্চলিক কমিটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়। রানিগঞ্জের রানিসায়ের তৃণমূল স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল করে। আসানসোল পুরসভার রবীন্দ্র ভবনে এবং রানিগঞ্জ কলেজ প্রাঙ্গণেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদ্যাপন করা হয়।
দুর্গাপুরেও পুরসভার উদ্যোগে একটি অনুষ্ঠান করা হয়। সগড়ভাঙা আদর্শ শ্রমিক কল্যাণ কেন্দ্রে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ। এছাড়া নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এর দুর্গাপুর শাখা বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করে। সিটি সেন্টারের সরোজিনী নাইডু পথে কালজয়ীর উদ্যোগে আয়োজিত হয় রবীন্দ্র সাহিত্য সন্ধ্যা। বুদবুদের মানকর রামকৃষ্ণ শিক্ষায়তন বিদ্যালয় প্রাঙ্গণেই রবীন্দ্র স্মরণ, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের ব্যবস্থা করে। ২২শে শ্রাবণ পালন করেন দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষও। সম্প্রতি রাজ্যপাল ইস্পাত নগরীর এ-জোনে রবীন্দ্রনাথের একটি পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন। এদিন সেই মূর্তিতে মালা দেন কারখানার এক্সিকিউটিভ ডিরেক্টর (পি অ্যান্ড এ) জীবেশ মিশ্র ও অন্যান্যরা। |