সোমবার লন্ডনের এক্সেল এরিনার বক্সিং রিং-এ রেফারি এম সি মেরিকমের বাঁ-হাতটা তুলে ধরার সঙ্গে সঙ্গে ভারতীয় অলিম্পিক ইতিহাসে নতুন অধ্যায় যোগ হল। এক অলিম্পিকে চারটি পদক জেতার! যা এর আগে কোনও অলিম্পিকে পারেনি ভারত।
সেমিফাইনালে ওঠায় ইতিমধ্যেই লন্ডন গেমসে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছেন ‘ম্যাগনিফিসেন্ট মেরি’। ফলে বেজিং গেমসের তিন পদকের সংখ্যা লন্ডনে টপকে গেল ভারত। আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আরও দু’জনের দিকে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে দেশ। |
প্রথম জন, বীজেন্দ্র সিংহ, যিনি ভারতীয় সময় সোমবার গভীর রাতে রিং-এ নামবেন। অন্য জন, বিকাশ গৌড়া। ৬ ফুট ৯ ইঞ্চির দৈত্যকায় তরুণের জন্ম মাইসোরে হলেও বড় হয়েছেন আমেরিকার মেরিল্যান্ডে। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক নিজের ইভেন্ট ডিসকাস-এ ৬৫.২০ মিটার ছুড়ে ফাইনাল নিশ্চিত করলেন। কৃষ্ণা পুনিয়ার পরে তিনি সাত নম্বর ভারতীয় যিনি অ্যাথলেটিক্সে অলিম্পিক ফাইনালে গেলেন। অবশ্য লন্ডনে বিকাশের পদক জেতা সহজ নয়। যোগ্যতা পর্বে সেরা থ্রো, ৭৩.৮৮ মিটার ছিল লিথুয়ানিয়ার ভির্জিলিয়াস আলেঙ্কার। বিকাশের জীবনের সেরা থ্রো এখনও পর্যন্ত ৬৬.২৮ মিটার। অন্য দিকে, শু্যটিং রেঞ্জ থেকে আরও পদকের আশায় জল পড়ে গেল। ব্যর্থ গগন নারঙ্গ এবং মানজিৎ সিংহ সাঁধু। ট্র্যাপ ইভেন্টে ১২৫-এর মধ্যে ১১৯ পয়েন্ট তুলে ফাইনালে যেতে পারলেন না মানবজিৎ। চৌঁত্রিশ জন প্রতিযোগীর মধ্যে শেষ করলেন ষোলোতম স্থানে। গগন এবং সঞ্জীব রাজপুত দু’জনেই এ দিন নেমেছিলেন ৫০ মিটার রাইফেল থ্রি পোজিশনে। এই ইভেন্টে কমনওয়েলথে দু’টো সোনা রয়েছে গগনের। কিন্তু ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জয়ী ফাইনালেই উঠতে পারলেন না। নিজের সেরা ফর্ম ছুঁতে ব্যর্থ গগন শেষ করলেন কুড়ি নম্বরে। সঞ্জীব আরও পিছনে, ছাব্বিশতম স্থান পেলেন। শু্যটিং রেঞ্জের ব্যর্থতার পাশে মাঠের বাইরেও লড়াই হারল ভারত। বিকাশ কৃষ্ণ মামলায় আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের (এআইবিএ) সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আর্বিট্রেশনে ভারতের আবেদন নাকচ হয়ে গেল এ দিন। আদালতের রায়ে বলা হয়, ‘এআইবিএ-র নিয়মে কোনও পক্ষের প্রতিবাদ নিয়ে জুরির চূড়ান্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যায় না। সেই কারণে ভারতের আর্জি খারিজ করা হল।”
|
|
স্বপ্নভঙ্গ।
সোমবার ইসিনবায়েভা। |
লন্ডন অলিম্পিকের পোল ভল্টে অঘটন ঘটে গেল। অলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিক হল না। উল্টে পোল ভল্টের রানি ইয়েলেনা ইসিনবায়েভাকে ফিরতে হচ্ছে ব্রোঞ্জ নিয়ে! গত দু’টো অলিম্পিকে সোনা জিতেছিলেন রাশিয়ান সুন্দরী ইসিনবায়েভা। এ বার অবশ্য সোনা নিয়ে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার স্যুর। রুপো পেলেন কিউবার সিলভা। এ দিকে, রবিবার রাতে উসেইন বোল্টের ফাইনাল রেস আবার শিরোনামে উঠে এল চব্বিশ ঘণ্টার মধ্যে। ট্র্যাকের নয়, ট্র্যাকের বাইরের ঘটনার জন্য। রেস শুরুর আগে হঠাৎই একটা প্লাস্টিকের বোতল এসে পড়ে স্টার্টিং ব্লকের পিছনে। ইওহান ব্লেকের কয়েক গজ পিছনে, পাঁচ নম্বর ট্র্যাকের উপর। পুলিশ গিয়ে ধরেও ফেলে সেই ব্যক্তিকে। যিনি ক্রমাগত ‘নো উসেইন বোল্ট’ বলে চেঁচাচ্ছিলেন আর বোতলটা ছুঁড়ে ছিলেন। দশ সেকেন্ডেরও কম সময়ে হওয়া রেসটা ওই গ্যালারির অনেকেই দেখতে পাননি এই গণ্ডগোলের জেরে। |