|
|
|
|
টুকরো খবর |
নেহরু কাপের শুরুতে সিরিয়ার সামনে নবিরা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অধিনায়ক সুনীল ছেত্রীকে ছাড়াই হয়তো আজ মঙ্গলবার নেহরু কাপের টিম ঘোষণা করতে চলেছেন জাতীয় কোচ উইম কোভারম্যান্স। সোমবার রাত পর্যন্তও পর্তুগালের ক্লাবে খেলতে যাওয়া সুনীল জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন কি না জানাননি। তাতে বেজায় চটেছেন নতুন ডাচ কোচ। ফেডারেশন কর্তাদের তিনি জানিয়ে দিয়েছেন, অনুশীলনে না দেখে কাউকে নেবেন না। তবে সুনীল যেহেতু অধিনায়ক এবং দলের গুরুত্বপূর্ণ ফুটবলার, তাই মঙ্গলবার সকাল পর্যন্ত অপেক্ষা করবেন। তার পর দল ঘোষণা করবেন। সুনীল বাদ গেলে অধিনায়ক হওয়ার দাবিদার সুব্রত পাল এবং রহিম নবি। দু’জনেই দলের সিনিয়র। তবে কোভারম্যান্স কী করবেন তা এখনও কাউকে জানাননি। এ দিকে সিরিয়ার সঙ্গে নবিদের খেলতে হবে উদ্বোধনী ম্যাচ। দিল্লিতে ২২ অগস্ট থেকে শুরু। ভারত ছাড়া থাকছেসিরিয়া, ক্যামেরুন, মলদ্বীপ ও নেপাল। কেনিয়া প্রথমে আসবে বলেও নাম তুলে নিয়েছে। ২৫ অগস্ট ভারতের দ্বিতীয় ম্যাচ মলদ্বীপের সঙ্গে। ২৮ অগস্ট নেপাল এবং ৩১ অগস্ট ক্যামেরুনের সঙ্গে খেলা। প্রথম দুই দেশ ফাইনাল খেলবে ২ সেপ্টেম্বর।
|
র্যান্টি মাঠে নামলেন |
প্রয়াগ ইউনাইটেডের অনুশীলনে নেমে পড়লেন র্যান্টি মার্টিন্স। বলে দিলেন, “আমাদের টিম যথেষ্ট ভাল হয়েছে। এখন সবাই মিলে টিম হয়ে উঠতে হবে। আমি একটু দেরিতে এসেছি। কোচ ফিট মনে করলেই মাঠে নামব।” |
|
|
|
|
|