টি-টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্টের দল শুক্রবার
লক্ষ্মণকে নিয়ে জট, যুবরাজের রিপোর্টের অপেক্ষায় নির্বাচকেরা
৯ সেপ্টেম্বর, ২০১২। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম। টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনির বিশ্বজয়ী টিম প্রথম ম্যাচ খেলতে নামছে। ক্রিকেটকে ছাপিয়ে সে দিনই কি তৈরি হতে পারে অত্যাশ্চর্য জীবনযুদ্ধ জয়ের অমর কাহিনি? যদি দেখা যায় সকলকে বিস্মিত করে ভারতের জার্সি গায়ে আবার নেমে পড়েছেন যুবরাজ সিংহ?
আমেরিকা থেকে কেমোথেরাপি করিয়ে সম্পূর্ণ সুস্থ অবস্থায় যুবরাজ দেশে ফিরেছিলেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে ট্রেনিং শুরু করেছেন মাস তিনেক হয়েছে। এর মধ্যে একটা প্রস্তুতি ম্যাচও খেলেছেন। সেপ্টেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নামার মতো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন কি না তা নিয়ে সন্দেহ থাকছেই। বিশেষ করে যখন তাঁর ক্যান্সার হয়েছিল ফুসফুসে। টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল নিয়ে জাতীয় নির্বাচকদের নকশায় তবু দেখা যাচ্ছে যুবরাজ সিংহ রয়েছেন। এমনকী যুবরাজ ফিট থাকলে কার ঘাড়ে কোপ পড়বে সেটাও একপ্রস্থ ঠিক হয়ে আছে রোহিত শর্মা।
১০ অগস্ট মুম্বইয়ে জাতীয় নির্বাচকমণ্ডলীর বৈঠক। শ্রীকান্তের বর্তমান কমিটির সেটাই শেষ বৈঠক। একই সঙ্গে তিনটে দল সে দিন বাছা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পনেরো জনের চূড়ান্ত দল, দেশের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল এবং নিউজিল্যান্ড ‘এ’-র বিরুদ্ধে ভারত ‘এ’ দল। নির্বাচকদের মনে হচ্ছে, টি-টোয়েন্টিতে যুবরাজ পারলেও পারতে পারেন। টেস্টের মতো সারা দিন ধরে ফিল্ডিং করার ধকল এখানে নিতে হবে না। ফিল্ডিংয়ের সময় মাঠে দাঁড়াতে হবে ২০ ওভার, বল করতে হলেও হবে মাত্র চার ওভার। তবে সোমবার রাত পর্যন্ত এটা একান্তই যুবরাজ নিয়ে নির্বাচকদের প্রাথমিক ভাবনা। সবথেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, জাতীয় অ্যাকাডেমির ট্রেনার এবং ফিজিও কী রিপোর্ট দেন। একমাত্র ফিটনেস-রিপোর্ট সন্তোষজনক হলে তবেই তাঁকে দলে নেওয়া হবে।
কুইজের প্রশ্ন যদি হয় কোন নির্বাচনটা সবচেয়ে শ্রীকান্তের কমিটির কাছে কঠিন হতে যাচ্ছে, তা হলে অবশ্যই টেস্ট দল। কারণ, ভিভিএস লক্ষ্মণ নামের ‘পাজল’। রাহুল দ্রাবিড় অবসর নেওয়ার পর অনেকের মনে হয়েছিল, লক্ষ্মণও হয়তো সরে দাঁড়াবেন। তা তো তিনি করেনইনি, উল্টে জাতীয় নির্বাচকদের কাছে খবর এসেছে তিনি পুরোদস্তুর ট্রেনিং করছেন বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে। নির্বাচকমণ্ডলীতে কট্টরপন্থীরা তরুণ কাউকে এই সিরিজেই নিয়ে আসার পক্ষপাতী।
হয়তো মনোজ তিওয়ারিই হতে পারতেন সেই তরুণ ব্যাটসম্যান। কিন্তু বোর্ড সেটা করতে দেবে এমন আশা কম। লক্ষ্মণকে প্রস্তাব দেওয়া হল, ঠিক আছে, দু’টো টেস্টে খেলে অবসর ঘোষণা করে দাও এমন সমঝোতার সম্ভাবনা অবশ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাহুল দ্রাবিড়ের বদলি হিসেবে কে আসবেন সেটা নিয়ে নড়চড় হওয়ার সম্ভাবনা ক্ষীণ। চেতেশ্বর পূজারা। অশোক দিন্দার জন্য এখনই টেস্ট দলের দরজা খুলবে কি না সেটাও অনিশ্চিত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অবশ্য মনোজ, দিন্দা দু’জনেই থাকবেন। আইপিএল ফাইনালে কেকেআর-এর জয়ের নায়ক মনবীন্দর বিসলার নাম টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে আলোচনায় খুব জোরালো ভাবে নেই। আছে দুই রবিন। সৌরভের পুণে ওয়ারিয়র্সে এ বারের সহ-অধিনায়ক রবিন উথাপ্পা এবং সহবাগের দিল্লি ডেয়ারডেভিলসে খেলা রবিন বিস্ত। রাজস্থানের হয়ে শেষ রঞ্জি মরসুমে দারুণ সফল বিস্ত। হাজারের ওপর রান করেছেন। ডান-হাতি ব্যাটসম্যান এবং অফব্রেক বোলার। বঙ্গ ক্রিকেটের জন্য সুখবর হচ্ছে, ‘এ’ দলের জন্য নির্বাচকদের ভাবনায় সামি আমেদের সঙ্গে রয়েছে অনুষ্টুপ মজুমদারের নামও।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.