টুকরো খবর |
প্রয়াত অধ্যক্ষ
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
গোপীবল্লভপুরের সুবর্ণরেখা কলেজের অধ্যক্ষ চন্দ্রনাথ বিশ্বাস প্রয়াত হলেন। রবিবার গভীর রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫১ বছর। বায়ুসেনার উইং কম্যান্ডার হিসেবে কর্মজীবনের শুরু। দৃষ্টিশক্তির সমস্যার জন্য বায়ুসেনার চাকরি ছেড়ে পরে লখনউ-এ একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে বেশ কয়েক বছর সাংবাদিকতা করেছেন। লখনউ বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘নীল বিদ্রোহের সময়কার নীলচাষ’ বিষয় নিয়ে পিএইচডি করেছিলেন চন্দ্রনাথবাবু। ১৯৮৬ সালে ঝাড়গ্রামের মানিকপাড়া কলেজে ইতিহাসের অধ্যাপক পদে যোগ দেন। এরপর ২০০৫ সালের গোড়ায় গোপীবল্লভপুরে সুবর্ণরেখা কলেজে অধ্যক্ষ পদে যোগ দেন চন্দ্রনাথবাবু। আমৃত্য ছিলেন সেই পদেই। গত এক বছর ধরে যকৃতের সমস্যায় অসুস্থ ছিলেন। ২৭ জুলাই শেষবারের মতো সুবর্ণরেখা কলেজে এসেছিলেন। ২৮ জুলাই ঝাড়গ্রামের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ওই দিনই চন্দ্রনাথবাবুকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার কলকাতায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। চন্দ্রনাথবাবুর স্ত্রী মঞ্জুষাদেবী মানিকপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা। দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।
|
জওয়ানের দেহ খড়্গপুরের পুকুরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুকুর থেকে এক জওয়ানের দেহ উদ্ধার হল। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর লোকাল থানার গোপালি অঞ্চলে। মৃতের নাম বিনোদ রাই (৫২)। তিনি ইএফআর-এর থার্ড ব্যাটেলিয়নে কাজ করতেন। রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। সোমবার দুপুরে সালুয়ার পাশে গোপালি অঞ্চলের একটি পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। কোনও ভাবে পুকুরে পড়ে গিয়েই এই মৃত্যু বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
|
বিজেপি’র পতাকা ছেঁড়ার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূলের বিরুদ্ধে দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ তুলল বিজেপি। দলের অভিযোগ, মেদিনীপুর সদরের মুড়াকাটায় সোমবার সকালে দলীয় পতাকা ছেঁড়া হয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ এ কাজ করেছে। তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। |
|