|
|
|
|
খড়্গপুর শিল্পাঞ্চলে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খড়্গপুর শিল্পাঞ্চলের কয়েকটি কারখানা ঘুরে দেখল বিধানসভার পরিবেশ- বন-পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধি দল। সোমবার দুপুরে কমিটির চেয়ারম্যান শ্রীকান্ত মাহাতোর নেতৃত্বে ৬ সদস্যের ওই দলটি খড়্গপুরে আসে। পরে টাটা মেটালিক্স, রশ্মি সহ কয়েকটি কারখানা ঘুরে দেখে। সঙ্গে ছিলেন খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরি। স্থানীয় দূষণ প্রতিরোধ কমিটির কর্মী- সমর্থকেরা এই দলের সদস্যদের কাছে বিভিন্ন অভিযোগ জানান। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন কমিটির চেয়ারম্যান। তিনি বলেন,“ স্থানীয়রা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।” |
|
টাটা মেটালিক্স কারখানায় প্রতিনিধিদল। —নিজস্ব চিত্র। |
খড়্গপুর শিল্পাঞ্চলে দূষণের সমস্যা রয়েইছে। এরফলে শিল্পাঞ্চল এলাকার আশপাশের মানুষ সমস্যায় পড়েন বলে অভিযোগ। রেলশহরের অদূরেই রয়েছে শিল্পতালুক। গ্রামবাসীদের অভিযোগ, সবক’টি কারখানা কর্তৃপক্ষ দূষণ ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করেননি। প্রশাসনও এ ব্যাপারে নির্বিকার। এখানে স্পঞ্জ আয়রন কারখানা থাকায় দূষণ সমস্যা লেগেই রয়েছে। দূষণ থেকে আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে। এদিন দুপুরে স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দলটি খড়্গপুরে এসে পৌঁছয়। চেয়ারম্যানের সঙ্গে বিধায়ক চূড়ামণি মাহাতো, জয়ন্ত নস্কর, আমজাদ আলি হোসেন প্রমুখ। রশ্মি, টাটা মেটালিক্স সহ সবমিলিয়ে ৫ টি কারখানায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। এরমধ্যে ঝাড়গ্রামের মানিকপাড়ার একটি কাগজকলও রয়েছে। পরিদর্শন চলাকালীন রাস্তার উপরই কমিটি চেয়ারম্যানের গাড়ি ‘আটকে’ নিজেদের অভিযোগ জানান স্থানীয় দূষণ প্রতিরোধ কমিটির কর্মী- সমর্থকেরা। তাঁদের বক্তব্য,“ দূষণ প্রতিরোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে না। সমস্যার কথা সর্বস্তরে জানানো হয়েছে। তাও কিছু হয়নি।” পরে চেয়ারম্যান বলেন,“ এটা রুটিন পরিদর্শন। স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল বিভিন্ন এলাকায় গিয়ে এ ভাবে পরিদর্শন করে। পরিস্থিতি খতিয়ে দেখে। এরপর বিধানসভায় একটি রিপোর্ট জমা দেওয়া হবে।” সেই সঙ্গে স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখেও উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। |
|
|
|
|
|