রাজারহাটের ব্যবসায়ী প্রসেনজিৎ রায়ের ‘খুনের’ ঘটনার তদন্তে নেমে সিন্ডিকেট চক্রেরই হদিস পাচ্ছে পুলিশ। রবিবার সুরজিৎ দাস ওরফে নারকেল ও টিঙ্কু নস্কর ওরফে পোকা নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, সুরজিৎ ও টিঙ্কু জেরায় স্বীকার করেছে, তারাই প্রসেনজিতকে টাকার বিনিময়ে খুন করে। তাদের নিয়োগ করেছিল বাগুইআটির আর এক দুষ্কৃতী দেবজ্যোতি ঘোষ ওরফে বাবাই। দেবজ্যোতি আগেই বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, রবিবার দেবজ্যোতিকে জেরা করে তেঘরিয়ার একটি নির্মীয়মাণ বাড়ি থেকে ১২টি ওয়ান শটার মেলে। বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দাপ্রধান নিলু শেরপা চক্রবর্তী বলেন, “রাজারহাটে দেবজ্যোতি একটি সিন্ডিকেট চালাত। নির্মীয়মাণ বহুতলে ইট, বালি, সিমেন্ট সরবরাহ করত। প্রসেনজিতও একই জিনিস সরবরাহের কাজ করতেন। ব্যবসায়িক শত্রুতার জেরেই দেবজ্যোতি তাঁকে খুন করায়। দেবজ্যোতি বেআইনি অস্ত্র সরবরাহকারী চক্রের সঙ্গে যুক্ত এটা জানা গিয়েছে।” গত ১৬ জুলাই রাজারহাটের নারায়ণপুরে খুন হন বাগুইআটির বাসিন্দা প্রসেনজিৎ। ভোরে মোটরবাইকে যাওয়ার সময়ে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে খুন করে।
|
নিহত পুলিশকর্মী অসীম দামের বাড়িতে ফের হামলা হল রবিবার। পুলিশ জানায়, রবিবার গভীর রাতে গুলির শব্দে জেগে যান অসীমবাবুর পরিজনেরা। বাড়ির উঠোনে দু’টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। অসীমবাবুর ভাগ্নি মামন ধর জানান, ৬-৭ জন দুষ্কৃতী অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তবে পুলিশ আসার আগেই চম্পট দেয় তারা। ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত কার্তুজ মিলেছে। গত ৮ মার্চ, দোলের দিন অসীমবাবুর বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করে কিছু মদ্যপ যুবক। প্রতিবাদ করে খুন হন অসীমবাবু। আট অভিযুক্তের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করে সিআইডি। সেই ঘটনায় আদালতে সাক্ষ্য দিতে নিষেধ করার জন্যই দুষ্কৃতীরা হামলা চালিয়ে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছে অসীমবাবুর পরিবার। সাক্ষীদের পুলিশ নিরাপত্তা দিতে পারছে না বলেও অভিযোগ উঠেছে। বিধাননগরের কমিশনার রাজীব কুমার বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। আহত আরও দুই। রবিবার রাতে, হেস্টিংস থানার ডিএল খান রোড ও বিজয় বসু রোডের মোড়ে। মৃতের নাম মন্টুকুমার দাস (৩২)। তিনি দক্ষিণ ২৪ পরগনা পুলিশের কনস্টেবল। জখমদের নাম প্রবালকুমার চাকি ও গৌরাঙ্গ মণ্ডল। গৌরাঙ্গবাবুও দক্ষিণ ২৪ পরগনা পুলিশের কনস্টেবল। পুলিশ জানায়, রবিবার রাতে হেলমেট ছাড়াই একটি মোটরবাইকে যাচ্ছিলেন ওই তিন জন। আচমকাই একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। পিজি-তে মৃত্যু হয় মন্টুবাবুর। ওই এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে, এই অভিযোগে একটি পুলিশ কিয়স্কে ভাঙচুর চালায় জনতা।
|
রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার রাতে নিউ টাউনের একটি ফ্ল্যাটে ধরা পড়া ওই দু’জনের নাম ধীরাজ সিংহ ও রবি প্রকাশ। মূলত রাজস্থানের চাকরিপ্রার্থীদের রেলে চাকরির প্রতিশ্রুতি দিত তারা। কলকাতায় ইন্টারভিউ হবে বলে তাঁদের ডেকে পাঠাত। এ দিন আদালতে তোলা হলে বিচারক ১৮ অগস্ট পর্যন্ত ধৃতদের পুলিশি হাজতে রাখার নির্দেশ দেন। |
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিকম এবং বিমিউজের প্রথম বর্ষে ভর্তির সময়সীমা বাড়ানো হল। জানা গিয়েছে, বিভিন্ন কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার শেষ দিন ৬ অগস্ট থেকে বাড়িয়ে ২২ অগস্ট করা হয়েছে। উপাচার্য সুরঞ্জন দাস সোমবার বলেন, “এ বছর অনলাইনে ভর্তির প্রক্রিয়া চালু হওয়ায় কিছু সমস্যা দেখা দেয়। তাই সময়সীমা বাড়ানো হল।”
|