বিরোধী শিবিরে যোগ সিরিয়ার প্রধানমন্ত্রীর |
প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে সিরিয়ার প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব যোগ দিলেন বিরোধী শিবিরে। এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা বিদ্রোহের মধ্যে প্রধানমন্ত্রীর বিরোধী শিবিরে যাওয়ার ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন সিরিয়ার মানুষ। কারণ এই প্রথম কোনও মন্ত্রী বিরোধী শিবিরে যোগ দিলেন। মাত্র দু’মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল হিজাবকে। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মৃত্যু এবং সন্ত্রাসের শাসন থেকে আমি সরে দাঁড়ালাম। মুক্তি এবং সম্মানের সংগ্রামের সঙ্গে নিজেকে যুক্ত করলাম। এই লড়াইয়ে আমিও আজ থেকে এক জন সেনা।’ একটি সূত্রের খবর হিজাব এখন জর্ডনে রয়েছেন। আবার কেউ কেউ দাবি করেছেন, তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও দেশের সরকারি টেলিভিশনে দাবি, হিজাবকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে। হিজাবের এলাকা দের আল-জাউরে সরকার-বিরোধী আন্দোলন চলছে বহু দিন ধরেই।
|
স্ট্যানচার্টের বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগ |
স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিরুদ্ধে এ বার মার্কিন মুলুকে গোপন ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ উঠল। নিউ ইয়র্ক প্রদেশের আর্থিক পরিষেবা দফতর জানিয়েছে, গত ১০ বছরে ইরানের সঙ্গে গোপনে সর্বমোট প্রায় ২৫ হাজার কোটি ডলার অঙ্কের ৬০ হাজারটি লেনদেন চালিয়েছে স্ট্যান্ডার্ড চার্টাড। এমনকী ব্যাঙ্কটি আমেরিকা থেকে ভারতে তাদের কাজ আউটসোর্সিং করার ক্ষেত্রেও আর্থিক নয়ছয় আটকাতে পারেনি বলে অভিযোগ জানিয়েছে তারা। প্রশাসনের আশঙ্কা এ সবের ফলে জঙ্গি, অস্ত্র পাচারকারী এবং বেআইনি ওষুধ কারবারিদের সামনে অসুরক্ষিত হয়ে পড়েছে মার্কিন আর্থিক ব্যবস্থা। এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে নিউ ইয়র্ক প্রশাসন।
|
গাজা ভূখণ্ড থেকে ‘জেহাদি’ বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারালেন মিশরের ১৬ জন সীমান্তরক্ষী। পরে ওই পাঁচ বন্দুকবাজকে খতম করে ইজরায়েলের সীমান্তরক্ষীরা।
|
ইরানের চার পরমাণু বিজ্ঞানীকে খুন করেছে ইজরায়েলের মদতপুষ্ট ১৩ জন ইরানি। সোমবার ৪০ মিনিটের রিপোর্টে সেই ষড়যন্ত্রের ছবি দেখাল ইরানের টিভি চ্যানেল।
|
উত্তরপূর্ব চিনের লিয়াওনিং প্রদেশে টাইফুনের তাণ্ডবে প্রাণ হারালেন অন্তত ৯ জন। ঝড়ের দাপটে বিপর্যস্ত রেল যোগাযোগ, লক্ষাধিক মানুষ ঘরছাড়া। |