আর একটা লড়াই জিতলেই পদক নিশ্চিত
যমজ সন্তানকে জন্মদিনের
উপহার দিয়ে কান্না

‘ম্যাগনিফিসেন্ট মেরি’-র জয়যাত্রা শুরু হয়ে গেল অলিম্পিকে!
লন্ডন গেমসেই মেয়েদের বক্সিং প্রথম বার দিনের আলো দেখল। উদ্বোধনী দিনে যে মণিপুরী কন্যা জিতে উঠে রিংয়েই কেঁদে ফেললেন, তাঁকে আন্তর্জাতিক মহলে ‘মেয়েদের বক্সিংয়ের মুখ’ মনে করা হয়ে থাকে। পরের রাউন্ড জিতলেই মেরি কমের অলিম্পিক পদক প্রাপ্তি নিশ্চিত।
পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় বক্সার ৫১ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে ওঠার পর বলেন, “দুটো কারণে আজকের দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রথমত, আমি বারো বছর ধরে যে খেলাটা খেলছি, সেটা আজই প্রথম অলিম্পিক ইভেন্টের স্বীকৃতি পেল। আমার চিরদিনের স্বপ্ন ছিল অলিম্পিক খেলা। আর একটা কারণেও এ দিনটা আমার কাছে ভীষণ আবেগের। রবিবারই আমার দুই যমজ সন্তানের জন্মদিন। এই প্রথম আমি ওদের জন্মদিন পালন করতে পারলাম না। সেই সময়টা রিংয়ে লড়াই করলাম। জিতলাম। কিন্তু এখন আমার মনে হচ্ছে, আমার সন্তানদের এর থেকে ভাল জন্মদিনের উপহার দেওয়া বোধহয় সম্ভব ছিল না।”
পোল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি ভারতীয় বক্সার
মেরি কম। রবিবার উৎপল সরকারের তোলা ছবি।
লন্ডনের এক্সেল এরিনায় পোল্যান্ডের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারোলিন মিশালচুককে এ দিন মেরি কম মোটামুটি সহজেই হারিয়েছেন। ২৯ বছরের ভারতীয়ের অনুকূলে ফল ১৯-১৪ পয়েন্ট। “শুরুটা বেশ ভালই করতে পেরেছি বলে আমার মনে হয়। তবে এর চেয়েও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ যে, ধর্ম-মত নির্বিশেষে সব ভারতীয় আমার জয়ের জন্য প্রার্থনা করছিলেন। প্রথম হার্ডলটা পেরিয়ে দেশবাসীর আশা পূরণ করতে পেরেছি ভেবে খুব ভাল লাগছে,” বলেছেন মেরি কম। স্টেডিয়ামে মেরি কমের জন্য প্রচুর দর্শক গলা ফাটিয়েছেন। যত বার প্রতিদ্বন্দ্বীর মুখে মেরি কমের ঘুসি আছড়ে পড়েছে এ দিন, তত বার ‘ইন্ডিয়া...ইন্ডিয়া’, ‘মেরি...মেরি’ আওয়াজে ভেসে গেছে অলিম্পিক বক্সিং এরিনা। তৃতীয় তথা শেষ রাউন্ডটাই ছিল টার্নিং পয়েন্ট। বিশ্ব র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর ক্যারোলিনের মুখে মেরি কমের বেশ কয়েকটা লেফ্ট-রাইট কম্বিনেশন পাঞ্চ আছড়ে পড়ে ওই সময়। যার সুবাদে শুধু ওই রাউন্ডেই ৭ পয়েন্ট পান ভারতীয় বক্সার।
মেরি কমের পরের লড়াই তিউনিসিয়ার মারৌয়া রাহালি-র সঙ্গে। তার আগে অলিম্পিক পদকের দাবিদার ভারতীয় মেয়ে বলেছেন, “কোয়ার্টার ফাইনালে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নামতে পারব। প্রথম রাউন্ড সব সময় কঠিন। আর এটা তো অলিম্পিক! আমার প্রথম অলিম্পিক। সব মিলিয়ে আজ দারুণ অভিজ্ঞতা হল।”
তার পরেই দুই বাচ্চার মা আবার ডুবে গেলেন যমজ সন্তানদের কথায়। “রেচুংভার আর খুপনেভারান্দ, আমার দুই ছেলেরই আজ পাঁচ বছরের জন্মদিন। কিন্তু মা হয়েও ছেলেদের জন্মদিনে ওদের কাছে পেলাম না। বুকে জড়িয়ে ধরতে পারলাম না। খুব মিস করছি ওদের। খারাপও লাগছে,” বলার সময় মেরি কম যেন নিখাদ এক মা। কোনও বিধ্বংসী বক্সার নন।
কিছুক্ষণ পরেই তিনি আবার সতর্ক বক্সার। প্রতিদ্বন্দ্বীকে ভয় না পান, গুরুত্ব অন্তত দেন যিনি। “আমার আজকের প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী ছিল। টেকনিক্যালি সামান্য দুর্বল দেখিয়েছে ওকে এ দিন। নইলে বেশ ভালই লড়াই করেছে। আমার অভিজ্ঞতার জোরে ওকে হারিয়েছি। এ বার আমি গেমস ভিলেজে ফিরে একটু ঘুমোতে পারব বলে মনে হচ্ছে, বলেছেন বিজয়িনী ভারতীয় বক্সার।

আজ
বক্সিং
মেরি কম (সন্ধ্যা ৬-৩০)
বিজেন্দ্র সিংহ (রাত ২-৩০)
শ্যুটিং
গগন নারঙ্গ, সঞ্জীব রাজপুত (দুপুর ১-৩০)
মানবজিৎ সিংহ সাঁধু (দুপুর ৩-০০)
গত কাল
বক্সিং
মেরি কম জিতে কোয়ার্টার ফাইনালে
হকি
কোরিয়ার কাছে হার
শ্যুটিং
মানবজিৎ সিংহ সাঁধু গেলেন দ্বিতীয় যোগ্যতা অর্জন পর্বে




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.