এক তৃণমূলকর্মীর বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কোতয়ালির দফরপোঁতা গ্রামে। আহত ভগীরথ বিশ্বাস ও তার ছেলেকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কৃষ্ণনগর-১ ব্লক তৃণমূল সভাপতি শৈলেন ঘোষ বলেন, ‘‘ভগীরথবাবু আমাদের দলের সক্রিয় সমর্থক। সিপিএমের লোকজন ওর বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে মারধর করে। বাড়ি ভাঙচুরও করেছে।’’ যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে কৃষ্ণনগরের সিপিএম পূর্ব লোকাল কমিটির সম্পাদক সত্যনারায়ণ মজুমদার বলেন, ‘‘এটা নেহাতই পাড়ার গণ্ডগোল। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’’ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
মেরামত করার নামে খোদ বিচারকের বাড়ি থেকে টিভি নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। অভিযোগ, শুক্রবার দুপুরে কেবল অপরেটর পরিচয় দিয়ে কৃষ্ণনগর জেলা আদালতের বিচারকের আবাসনে হাজির হয় ওই যুবক। ঘন্টা দুয়েকের মধ্যে খারাপ হয়ে যাওয়া টিভি মেরামত করে ফিরিয়ে দিয়ে যাওয়ার নাম করে টিভি নিয়ে যায় চলে যায় ছেলেটি। দু’দিন পরেও ওই যুবকের দেখা মেলেনি। নদিয়ার জেলাশাসক অভিনব চন্দ্রা বলেন,‘‘ বিচারক থানায় অভিযোগ দায়ের করেছেন ওই প্রতারকের খোঁজে তল্লাশি চলছে।’’
|
পাথরবোঝাই লরি নিয়ে বিবাদের জেরে রবিবার জখম হয়েছেন বহরমপুর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের উত্তম সাহা। এই ঘটনায় এক স্থানীয় বাসিন্দাকে সস্ত্রীক গ্রেফতার করেছে পুলিশ। উত্তমবাবু বলেন, “লরি বোঝাই ইঁট-পাথর-রড নিয়ে যাওয়ার ফলে এর আগে পাড়ার নর্দমা ভেঙে যায়। এতে নিকাশির সমস্যা হয়। তাই তাঁকে জরিমানাকরা হয়েছিল। তবু এদিন তিনি লরি ঢোকাতে চান। বাধা দিতে গেলে আমার লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন।”
|
শিমুরালি থেকে উদ্ধার বালিকা |
বছর সাতেকের এক বালিকাকে শনিবার রাতে শিমুরালি থেকে উদ্ধার করেছে পুলিশ। মেয়েটি জানিয়েছে, তার নাম টিনা। আসানসোলে বাড়ি। কিন্তু তার বাড়ির ঠিকানা বা বাবার নামও সে জানাতে পারেনি। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে চাইল্ড লাইনের হোমে পাঠানো হয়েছে। তার বাড়ি ও আত্মীয়দের খোঁজ করা হচ্ছে। |