|
|
|
|
দাসপুর |
স্কুলছাত্রকে ‘বেধড়ক’ মার, অভিযুক্ত প্রধান শিক্ষক |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
প্রধান শিক্ষক বেধড়ক মারধর করায় অসুস্থ হয়ে পড়েছে এক স্কুলছাত্রপুলিশের কাছে এমনই অভিযোগ করলেন অভিভাবকেরা।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের একটি স্কুলে শনিবার ঘটেছে। অষ্টম শ্রেণির ওই ছাত্র দাসপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের সুপার সুদীপ্ত সাহা বলেন, “বুকে ব্যথা হচ্ছে বলে বলছে ছাত্রটি। আমরা পর্যবেক্ষণে রেখেছি।”
শনিবার রাতেই ওই ছাত্রের পরিবার দাসপুর থানায় প্রধানশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত প্রধানশিক্ষকের বক্তব্য, “ক্লাসে এক সহপাঠীর সঙ্গে একপ্রস্ত মারপিট হয়েছিল ওই ছেলেটির। ঘটনাটা শুনে আমার মনে হয়েছিল, ও দোষী। তাই মারধর করি। কিন্তু জল এতটা গড়াবে বুঝতে পারিনি।”
ওই ছাত্রের অভিযোগ, “কোনও কথা না শুনেই হেডস্যার আমায় মারতে থাকেন। লাঠি দিয়ে মারেন। পিঠে, বুকে কিলও মারেন।”
স্কুলেই অসুস্থ হয়ে পড়ে ছেলেটি। স্থানীয় ঘনশ্যামবাটি গ্রামে তার বাড়ি। খবর পেয়ে তার মা নুরজাহান বিবি স্কুলে এসে ছেলেকে নিয়ে যান। ছাত্রটির বাবা পেশায় ট্রলিচালক মুক্তার আলি মল্লিক বলেন, “ছেলে অন্যায় করলে মাস্টারমশাইরা মারতেই পারেন। কিন্তু এমন মারবেন কেন, যে হাসপাতালে ভর্তি করাতে হবে!” তাঁর অভিযোগ, “মারধরের পরে আমার ছেলে অসুস্থ হয়ে স্কুলে এক ঘণ্টারও বেশি পড়েছিল। কিন্তু প্রধানশিক্ষক বা স্কুলের অন্য কেউ আমার ছেলের চিকিৎসার জন্য উদ্যোগী হননি।”
এ প্রসঙ্গে প্রধান শিক্ষকের বক্তব্য, “ভুল হয়ে গিয়েছে।” |
|
|
|
|
|