টুকরো খবর
সম্মেলন উপলক্ষে দৌড় প্রতিযোগিতা
ছবি: রামপ্রসাদ সাউ।
আগামী ১১ থেকে ১৩ অগস্ট মেদিনীপুর শহরে ডিওয়াইএফআইয়ের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে রবিবার এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ছেলেদের জন্য ৫ মাইল দৌড় ও মেয়েদের জন্য ৩ মাইল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় ৩০ জন এই প্রতিযোগিতায় যোগ দেয়। সকলের হাতেই এ দিন শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব সংগঠনের জেলা সম্পাদক কমল পলমল, জেলা নেতা সুদীপ্ত সরকার প্রমুখ। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে আগামী ১১ অগস্ট পুরস্কার তুলে দেওয়া হবে বলে জেলা সম্পাদক জানিয়েছেন।

এসএফআইয়ের সম্মেলন শহরে
এসএফআইয়ের মেদিনীপুর শহর জোনাল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। শহরের একটি ব্যাঙ্কের অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে ছিলেন ছাত্র সংগঠনের রাজ্য নেতা শ্যাম মারিক, জেলা সম্পাদক সৌগত পণ্ডা প্রমুখ। প্রায় দেড়শো জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন। আলোচনার পর নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন অসিত লৌহ। নতুন সভাপতি হয়েছেন সুব্রত চক্রবর্তী। আগে শহর জোনাল কমিটির সভাপতি ছিলেন দেবদুলাল পাঁজা। তিনি এখন ডিওয়াইএফআইয়ের সদস্য। পত্রিকা সম্পাদক হয়েছেন শেখ রাহুল। নতুন কমিটিতে ২১ জন থাকবেন। তবে এ দিন ১৯ জনের নাম চূড়ান্ত হয়েছে। কাজের নিরিখে আগামী দিনে আরও দু’জনকে কমিটিতে নেওয়া হবে সংগঠন সূত্রে খবর।

ধৃত দুষ্কৃতী
একাধিক তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল চন্দ্রকোনা থানার পুলিশ। শুক্রবার রাতে চন্দ্রকোনা থানার নীলগঞ্জের ভগ্নপ্রায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াসিন খান নামে এক দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ। ধৃতের বাড়ি স্থানীয় মুড়াকাটা গ্রামে। ধৃতকে শনিবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

কোথায় কী
মঙ্গলবার

মূর্তি স্থাপন-বেলদা রবীন্দ্র মূর্তি স্থাপন কমিটির উদ্যোগে রবীন্দ্র মূর্তি স্থাপন ও বিশ্বকবির প্রয়াণ দিবস উদ্যাপন। বেলদা কেশিয়াড়ি মোড় জেলা পরিষদ মার্কেটের সামনে সকাল থেকেই শুরু অনুষ্ঠান। বিকেলের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক অমিত্রসূদন ভট্টাচার্য, অনুত্তম ভট্টাচার্য, শিল্পী জয়ন্ত সাহা, সাহিত্যিক অনিল ঘড়াই।

রবীন্দ্রস্মরণ-তথ্য ও সংস্কৃতি বিভাগ ও শালবনির মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথের ৭২তম প্রয়াণ দিবস উদ্যাপন বিদ্যালয় প্রাঙ্গণে। সকাল ৯টায় শুরু।

স্মারক বক্তৃতা-মানস-গৌতম-নারায়ণ চৌবে মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ১৫তম নারায়ণ চৌবে স্মারক বক্তৃতা খড়্গপুরের গোলবাজার দুর্গা মন্দিরে। বক্তা: নব দত্ত। বিষয়: খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ। নারায়ণ চৌবে স্মারক পুরস্কার প্রদান সন্ধ্যা সাড়ে ৬টায়।

শুক্রবার

নাটক-খড়্গপুরের নাট্য সংস্থা আলকাপ আয়োজিত “প্রতি মাসে নাটক” কার্যক্রম অনুসারে এই মাসের নাটক “চড়ুইভাতি”। সন্ধে ৭টায়। খড়্গপুরের ট্রাফিকের আলকাপ মহলা কক্ষে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.