নিজস্ব সংবাদদাতা • বর্ধমান ও কাটোয়া |
সাপের ছোবলে মৃত্যু হল এক স্কুলছাত্রের। কেতুগ্রামের কাঁচড়া গ্রামের ঘটনা। মৃত ছাত্রের নাম শেখ রিপন (১১)। স্থানীয় দধিয়া বৈরাগ্যতলা হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সে। প্রথমে কাটোয়া হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। রবিবার ভোরেই কাটোয়ার গোপখাঁজি গ্রামে সাপের ছোবলে মৃত্যু হল এক প্রৌঢ়ের। নাম পশুপতি হাজরা (৫৬)।
|
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
হাতির হানায় চা বাগানে মৃত্যু হল যুবকের। শনিবার রাতে ঘটনাটি ঘটে কালচিনি ব্লকের রাধারানি চা বাগান এলাকায়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন বন দফতরের কর্মীরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজেন মাহালি (২৪)। এদিন সকালে রাধারানি চা বাগানের ৭ নম্বর সেকশনে মৃতদেহ দেখতে পেয়ে বন দফতরের খবর দেন স্থানীয় বাসিন্দারা।
|
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
গরু চুরির অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের নোলিয়াখালি ও সাতমুখি থেকে তাদের ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি বারুইপুর ও মগরাহাট এলাকায়। মাঠে চরার সময় গরু চুরি করে তারা যখন পালাচ্ছিল তখন গ্রামবাসীরা তাদের ধরে ফেলে।
|
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
বেআইনি ভাবে গরু নিয়ে যাওয়ার অভিযোগে ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে, রামপুরহাট থানার মনসুবা মোড়ের কাছে দু’টি ট্রাক আটক করল পুলিশ। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “গরুগুলি বেআইনি ভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। দু’জন চালককে গ্রেফতার করা হয়েছে।”
|
দুই যুবককে ২০টি গরু-সহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ৩৪ নম্বর জাতীয় সড়কের তকিপুর মোড় থেকে আলাউদ্দিন শেখ, কিসমত শেখ নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। |