টুকরো খবর
লোকপাল হবে ২০১৪ ভোটের আগেই: খুরশিদ
সদ্য অনশন ভেঙেছেন অণ্ণা হজারে। তার পরেই আজ কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদ জানালেন, সরকার এখন এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য অনেক বেশি ‘অভিজ্ঞ’। এ ছাড়াও আজ তিনি দাবি করেন, খুব সম্ভবত ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেই পাশ হয়ে যাবে লোকপাল বিল।লোকপাল বিল প্রসঙ্গে একটি চ্যানেলের অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “একমাত্র প্রধানমন্ত্রীই এই নিয়ে কোনও কথা বলতে পারেন। তবে যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চান, তা হলে আমি বলব যে হ্যাঁ, নিশ্চয়ই হবে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেই হবে। তবে নির্দিষ্ট তারিখ আমার পক্ষে বলা সম্ভব নয়।” পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে অণ্ণা হজারের উদ্দেশে চিঠি পাঠানো হয়েছিল, তার বিষয়বস্তু টিম অণ্ণার সদস্যরা জানতে না পারলে ২৩ জুনের বৈঠক ফলপ্রসূ হতে পারত। এ দিনের সাক্ষাৎকারে তিনি বলেন, “পুণের কাছে যখন অণ্ণার সঙ্গে বৈঠক করি তখন তাঁর মূল তিনটি দাবি ছিল। গ্রুপ এ,বি,সি এবং ডি কর্মীদের লোকপালের আওতায় আনতে হবে। প্রতিটি রাজ্যে লোকায়ুক্ত গঠন করতে হবে এবং নাগরিকদের জন্য একটি সনদ তৈরি করতে হবে। তাঁকে বলা হয়েছিল, সরকার ইতিমধ্যেই সেই বিষয়গুলি অন্তর্ভূক্ত করেছে। তখন তিনি বলেন এ সব জানিয়ে একটি চিঠি দিতে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অণ্ণার উদ্দেশে চিঠি পাঠানোও হয়। কিন্তু টিম অণ্ণার সদস্যরা আসল লোকের হাতে তুলে দেওয়ার ভদ্রতা না করে নিজেরা খুলে পড়ে ফেলেন। তখনই চিঠিটির বিষয়বস্তু সবাই জানতে পেরে যায়। যে শর্তগুলি মেনে নেওয়ার জন্য আন্দোলন হচ্ছিল, তা প্রকাশ্যে আসায় সেগুলিই অবাঞ্ছিত হয়ে গেল।
তবে কি কথার খেলাপ করলেন অণ্ণা হজারে? এই প্রশ্নের উত্তরে খুরশিদ বলেন, “আমি জানি না। তবে সম্ভবত তাই।”

রেল অবরোধে লুপ লাইনে যাত্রী দুর্ভোগ
রেল পরিষেবার উন্নতি, সরাসরি দিল্লিগামী ট্রেন, বিভিন্ন ট্রেনের স্টপ-সহ এক গুচ্ছ দাবিতে রবিবার ঝাড়খণ্ডের পাকুড় স্টেশনে রেল অবরোধ করল বিজেপি। এর ফলে ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গের ট্রেন চলাচলে বিঘ্ন হয়। বিভিন্ন ট্রেনকে আজিমগঞ্জ-কাটোয়া, ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে হাওড়া, শিয়ালদহ ও উত্তরবঙ্গের উদ্দেশে পাঠানো হয়। কিছু ট্রেন বাতিলও করা হয়েছে। এ দিন সকাল ৬টা থেকে অবরোধের জেরে সাহেবগঞ্জ লুপ লাইনের সমস্ত লোকাল ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। লুপ লাইনে ট্রেন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন বর্ধমান-রামপুরহাট-পাকুড়-সাহেবগঞ্জ শাখার অসংখ্য যাত্রী। এ দিনের আন্দোলনের নেত্ত্ব ছিলেন সাহেবগঞ্জ-রাজমহল এলাকার বিজেপি সাংসদ দেবীধন বেসরা। তিনি জানিয়েছেন, তাদের দাবি পূরণের সরকারি প্রতিশ্রুতি না-মেলা পর্যন্ত আন্দোলন চলবে। দাবির মধ্যে রয়েছে সাহেবগঞ্জ-রাঁচির মধ্যে প্রতিদিন ট্রেন চালু করার ব্যবস্থাও। বিজেপি সংসাদ দেবীধনবাবুর অভিযোগ, পাকুড়-সাহেবগঞ্জ শাখার স্টেশনগুলিতে রেলের ন্যূনতম যাত্রী পরিষেবারও ব্যবস্থা হয়নি এখনও। বহুবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি। রামপুরহাট-পাকুড়-সাহেবগঞ্জ শাখার যাত্রীদের জন্য সরাসরি দিল্লি যাওয়ার কোনও ট্রেন নেই। এখানকার কোনও রোগীকে কিংবা ছাত্রছাত্রীকে জরুরি কাজে দিল্লিতে যেতে হলে একাধিকবার গাড়ি বদলাতে হয়। এতে ভাড়াও বেশি পড়ে, সময়ও বেশি লাগে।বিক্ষোভকারী বিজেপি নেতৃত্ব জানান, রাজ্যের রাজধানী রাঁচির সঙ্গে সাহেবগঞ্জ-পাকুড়ের সুষ্ঠু রেল যোগাযোগ গড়ে ওঠেনি। এখনও সাহেবগঞ্জ-রাঁচির মধ্যে দৈনিক ট্রেন চলে না। ঝাড়খণ্ডের বিজেপি নেতা শিবলাল ঘোষ বলেন, “শনিবার ধর্নায় বসেছিলাম। রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু ওই দিন বিকেল সাড়ে তিনটে পর্যন্ত রেলের কোনও পদস্থ কর্তা আলোচনার জন্য মঞ্চে আসেননি। বাধ্য হয়ে রবিবার অবরোধ করতে হয়েছে।” তবে যশবন্তপুর-মুজফ্ফরপুর এক্সপ্রেস, কর্মভূমি এক্সপ্রেসের স্টপ পাকুড়ে দেওয়া হবে, এই আশ্বাসে বিকেল সাড়ে চারটে নাগাদ অবরোধ ওঠে।

ভুয়ো বিয়ে করায় ধর্ষণের অভিযোগ
প্রথম বিয়ের কথা গোপন করে দ্বিতীয় বার বিয়ে করেছিলেন পূর্ব দিল্লির ব্যবসায়ী জামাল নাসির। তাও আবার কনেকে জোর করে ধর্মান্তরিত করে। সম্প্রতি সেই দ্বিতীয়া স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেন। যার জেরে জামালের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা ও ধর্ষণের চার্জ গঠনের নির্দেশ দিল দিল্লির এক আদালত। একই সঙ্গে জামালের বিরুদ্ধে ভুয়ো বিয়ের এবং মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের চার্জও গঠন করার নির্দেশ দিয়েছে ওই আদালত। পুলিশ সূত্রের খবর, ২০০১ সালের জুনে মেয়েটিকে বিয়ে করে জামাল। এক সঙ্গে থাকতেও শুরু করে তারা। কিছু দিনের মধ্যেই জামাল তাঁকে নিজের প্রথম বিয়ের কথা জানিয়ে দেয়। বিষয়টি মেনেও নেন জামালের দ্বিতীয়া স্ত্রী। গণ্ডগোল বাধে ২০০৬ সালের জুলাইয়ে। জামালের প্রথম স্ত্রী মুশারত মারধর করে দ্বিতীয়া স্ত্রীকে। এর পরই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তদন্তের পরে পুলিশ চার্জশিট দাখিল করে।

হড়পা বানে মৃত বেড়ে ৩১
গত দু’দিনের বৃষ্টি আর হড়পা বানে উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১। ওই তিন রাজ্যে বন্যা পরিস্থিতি সঙ্কটজনক। শনিবার গভীর রাতে হড়পা বানে হিমাচলপ্রদেশের মানালি আর রোটাং এর মধ্যে সংযোগকারী দু’টি সেতু ভেসে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের চন্দ্রভাগা এবং উঝ নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। চিনারের ধার থেকে ৯০টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবারের হড়পা বানে অসিগঙ্গার জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ভেসে যাওয়া শ্রমিকদের মধ্যে ২৩ জনের দেহ উদ্ধার হয়েছে। আজ সকালে প্রবল বৃষ্টিতে গঙ্গোত্রীর জলের তোড়ে তিন জওয়ান ভেসে যান। এখনও নিখোঁজ ৩৮ জন। বিপদসীমার উপর দিয়ে বইছে ভাগীরথী, অলকানন্দা এবং যমুনা নদী। উত্তরাখণ্ডের বিভিন্ন নদীর উপরে তিনটে জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ।

নদীতে ডুবে মৃত্যু যুবক-যুবতীর
পাহাড়ি নদীতে ডুবে মারা গেল যুবক-যুবতী। গত কাল সন্ধ্যায়, মেঘালয়ের সোহরায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, বানিলা সিয়েমিয়ং (১৯) এবং রোনাল্ড সাউইয়ান নামে দুই যুবক-যুবতী ওয়াংলিংকেইনের সাই মিকা পার্কে বেড়াতে গিয়েছিল। তার পরে সন্ধ্যায় নদীতে স্নান করতে নেমেছিল দুইজন। কিন্তু, পাহাড়ি নদীর ভয়ঙ্কর তীব্র স্রোতে দুইজনই ভেসে যায়। পুলিশ আরও জানিয়েছে, বানিলা চিনে এমবিবিএস পড়ত। রোনাল্ড এলাহাবাদে বিএসসি পড়ছিল। এখনও পর্যন্ত বানিলার দেহ উদ্ধার করা হলেও, রোনাল্ডের দেহের সন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ। গত বছরও, সোহরায় বেড়াতে এসে, উমকিনসান নদীতে সাঁতার কাটতে নেমে ২৫ বছর বয়সী ব্রিটিশ পর্যটক ক্রিস্টিনা রিডের মৃত্যু হয়েছিল।

নেই বিদ্যুৎ, জল, পটনায় বিক্ষোভ
পর্যাপ্ত পানীয় জল মিলছে না। বিরাম নেই লোডশেডিংয়েরও। ধৈর্য হারিয়ে এই অব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভে নামলেন পটনাবাসী। শহরের সদাব্যস্ত অশোক রাজপথ এলাকায় দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান শহরবাসী। কাল রাতে ক্ষুব্ধ জনতা পিরবাহর থানা ঘেরাও করে জেলা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। বেশ কিছু স্থানে টায়ার জ্বালিয়ে ও যানবাহন ভাঙচুর করে বিক্ষোভ দেখানো হয় বলেও অভিযোগ। কুলহরিয়া কমপ্লেক্সে একটি পুলিশ চৌকি পুড়িয়ে দেওয়া হয়। থানার সামনে দাঁড় করানো গাড়িগুলির উপরেও হামলা চালানো হয়।

ব্রহ্মপুত্রে তলিয়ে গেলেন পিতাপুত্র
অসমে মরিগাঁও জেলায় বাকোলিবানি এলাকায় কাল রাতে ব্রহ্মপুত্রে একটি নৌকাডুবির ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু ঘটেছে বলে আশঙ্কা। পুলিশ জানায়, বুরগাঁও থেকে একটি পরিবার নৌকায় চেপে মেয়ং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিল। মাঝপথে নৌকা উল্টে জলে পড়ে যান জয়দেব বিশ্বাস (৪২), তাঁর স্ত্রী শ্রীমতী বিশ্বাস (৩৪) এবং দম্পতির সন্তান পাপাই (৯)। শ্রীমতীদেবীকে উদ্ধার করা হলেও নিখোঁজ পিতা-পুত্র।

‘গুরু’ পওয়ার
তাঁর ‘রাজনৈতিক গুরু’ শরদ পওয়ার যে তাঁকে লোকসভার নেতা করতে বাধা দেননি তা জানালেন সুশীলকুমার শিন্দে। পওয়ার যে তাঁকে সাহায্য করেন তাও বললেন শিন্দে।

সাসপেন্ড ১০ পুলিশ
১৪ অভিযুক্ত জুয়াড়ি পালানোর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মছলিপত্তনমে ১০ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্ত রিপোর্টও পেশ করা হয়।

সতর্ক গুজরাত
জঙ্গি হামলা হতে পারে গুজরাতে। গোয়েন্দা দফতরের এই সতর্কবাণীর পর রাজ্যজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ১৫ অগস্ট পর্যন্ত এই ব্যবস্থা থাকবে।

সন্দেহভাজনের স্কেচ
মাদুরাইয়ে নিষিদ্ধ সংগঠন আল উম্মার সদস্যকে বোমা পৌঁছে দেওয়ায় সন্দেহভাজন ব্যক্তির স্কেচ প্রকাশ হল। ওই ব্যক্তির খবর দিলে দশ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

নজরদার
লিঙ্গ নির্ধারণ ঠেকাতে আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্রে জিপিএস-এর মাধ্যমে ‘নজরদারি করবে মধ্যপ্রদেশ সরকার। এখনও পর্যন্ত ৩০৭টি যন্ত্র এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.